বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ডেস্ক নিউজঃ গত ১লা এপ্রিল শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মাঠে দিনরাত ব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ গ্রাম থিয়েটারের লোকনাট্য উৎসব ও সপ্তম জাতীয় সম্মেলনে যুগান্তর স্বজন সমাবেশ, শাহজাদপুর উপজেলা শাখা ও পূরবী থিয়েটার অংশ নিয়ে ধুয়া গান পরিবেশন করে। তাদের এই ধুয়া গানের অনুষ্ঠানটি ৭১ টিভিতে ২০ মিনিট ব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। রাত ১১টায় অনুষ্ঠিত ধুয়া গানের সুর মূর্চ্ছনায় উপস্থিত দর্শকরা অভিভূত ও মোহিত হয়ে পড়েন। এর আগে ভোর ৫টায় শাহজাদপুর স্বজনদের ৫০ সদস্যদের একটি টিম শাহজাদপুরের হাইস্কুল মাঠ থেকে বাস যোগে ঢাকার শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাকালে বাসের ভিতরে তারা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে সারাটা পথ অতিক্রম করেন। সেখানে দুপুরের আহার শেষে গ্রাম থিয়েটারের লোকনাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর । বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য অভিনেতা রামেন্দ্র মজুমদার, মঞ্চ সারথী আতাউর রহমান ও হুমায়ন কবীর হিমু। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন, মঞ্চকুসুম শিমুল ইউসুফ। ঢাক ও ঢোলের তালে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে উদ্বোধনী পর্ব শেষে নাট্যজন নাসির উদ্দিন ইউসুফের নেতৃত্বে শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব, দোয়েল চত্তর হয়ে র‌্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ???????????????????????????????????? এ র‌্যালীতে শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত গ্রাম থিয়েটারের প্রায় ১০০টি সংগঠন অংশ নিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করে উৎসব মূখর করে তোলে। স্বজন বন্ধুরা লুঙ্গী, গেঞ্জি, গামছা ও মাথাইল পরে র‌্যালীতে অংশ নিয়ে গ্রামীণ আবহ তৈরী করে। এতে দর্শকরা অভিভূত হয়ে পরে। এরপর রাত ১১টায় শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার বাংলার লোক ঐতিহ্যবাহী ধুয়া গান পরিবেশন করে। ???????????????????????????????????? এ ধুয়া গানের শিল্পীরা হলেন, আব্দুল মতিন, আব্দুর রশিদ মাষ্টার, খোরশেদ আলম বয়াতী, রিন্টু মিয়া, আব্দুর রহমান, নুরুল ইসলাম, হাসান, সুজন, আনন্দ ও পাঞ্জু শেখ। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ম.জাহান, কবি মমতাজ উদ্দিন সেখ, কবি সোহরাব হোসেন রূপক, কবি আতিক সিদ্দিকী, আলহাজ্ব কে এম আতিকুল ইসলাম আতিক, এমদাদুল হক দাদুল, আলহাজ্ব নজরুল ইসলাম, শাহবাজ খান সানি, মেহেদী হাসান হিমু, রাহুল, রাসেল আহমেদ, রতন, পলাশ, রনি, তাপস, বিপ্লব, অসিম, আলাল সমুদ্র বকুল, ইমরান, রুবেল, নোমান, চঞ্চল, ইমরান, জহুরুল ইসলাম এস এম মানিক, আসাদুল ইসলাম মিঠু, কালাম, কামাল, আলামিন হোসেন, আহসান হাবিব, মঈন উদ্দিন চিশতি, নাহিন খান, আলামিন, সাদী মোহাম্মাদ, স্বর্ণা, ফিরোজা বেগম, মাজেদা বেগম, মমতাজ আলী, আল হেলাল, শ্যামল, সাইদুর রহমান, ফয়জুল ইসলাম, আজাদ চৌধুরী, আলামীন হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে শনিবার সকালে শাহজাদপুরের স্বজন বন্ধুরা ফিরে আসে আপন ঠিকানায়। আর এর মধ্য দিয়েই শেষ হয় তাদের লোকনাট্য উৎসব।

সম্পর্কিত সংবাদ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

অপরাধ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘট...

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

শিক্ষাঙ্গন

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

তানিম তূর্যঃ বাংলা নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পাইকপাড়া মডেল একডেমীর উদ্দ্যোগে তরুণ প্রজন্মের লেখা 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়...

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম  মৃত্যুবার্ষিকী পালিত

রাজনীতি

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ২৭ ডিসম্বের -২০১৮ খ্রিষ্টাব্দ : গতকাল বুধবার বাদ আছর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় ক...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ জেলার সংবাদ

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নে ডোবার পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১৪) নামে একটি শিশুর মৃত...