বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
ডেস্ক নিউজঃ গত ১লা এপ্রিল শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মাঠে দিনরাত ব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ গ্রাম থিয়েটারের লোকনাট্য উৎসব ও সপ্তম জাতীয় সম্মেলনে যুগান্তর স্বজন সমাবেশ, শাহজাদপুর উপজেলা শাখা ও পূরবী থিয়েটার অংশ নিয়ে ধুয়া গান পরিবেশন করে। তাদের এই ধুয়া গানের অনুষ্ঠানটি ৭১ টিভিতে ২০ মিনিট ব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। রাত ১১টায় অনুষ্ঠিত ধুয়া গানের সুর মূর্চ্ছনায় উপস্থিত দর্শকরা অভিভূত ও মোহিত হয়ে পড়েন। এর আগে ভোর ৫টায় শাহজাদপুর স্বজনদের ৫০ সদস্যদের একটি টিম শাহজাদপুরের হাইস্কুল মাঠ থেকে বাস যোগে ঢাকার শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাকালে বাসের ভিতরে তারা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে সারাটা পথ অতিক্রম করেন। সেখানে দুপুরের আহার শেষে গ্রাম থিয়েটারের লোকনাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর । বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য অভিনেতা রামেন্দ্র মজুমদার, মঞ্চ সারথী আতাউর রহমান ও হুমায়ন কবীর হিমু। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন, মঞ্চকুসুম শিমুল ইউসুফ। ঢাক ও ঢোলের তালে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে উদ্বোধনী পর্ব শেষে নাট্যজন নাসির উদ্দিন ইউসুফের নেতৃত্বে শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব, দোয়েল চত্তর হয়ে র‌্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ???????????????????????????????????? এ র‌্যালীতে শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত গ্রাম থিয়েটারের প্রায় ১০০টি সংগঠন অংশ নিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করে উৎসব মূখর করে তোলে। স্বজন বন্ধুরা লুঙ্গী, গেঞ্জি, গামছা ও মাথাইল পরে র‌্যালীতে অংশ নিয়ে গ্রামীণ আবহ তৈরী করে। এতে দর্শকরা অভিভূত হয়ে পরে। এরপর রাত ১১টায় শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার বাংলার লোক ঐতিহ্যবাহী ধুয়া গান পরিবেশন করে। ???????????????????????????????????? এ ধুয়া গানের শিল্পীরা হলেন, আব্দুল মতিন, আব্দুর রশিদ মাষ্টার, খোরশেদ আলম বয়াতী, রিন্টু মিয়া, আব্দুর রহমান, নুরুল ইসলাম, হাসান, সুজন, আনন্দ ও পাঞ্জু শেখ। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ম.জাহান, কবি মমতাজ উদ্দিন সেখ, কবি সোহরাব হোসেন রূপক, কবি আতিক সিদ্দিকী, আলহাজ্ব কে এম আতিকুল ইসলাম আতিক, এমদাদুল হক দাদুল, আলহাজ্ব নজরুল ইসলাম, শাহবাজ খান সানি, মেহেদী হাসান হিমু, রাহুল, রাসেল আহমেদ, রতন, পলাশ, রনি, তাপস, বিপ্লব, অসিম, আলাল সমুদ্র বকুল, ইমরান, রুবেল, নোমান, চঞ্চল, ইমরান, জহুরুল ইসলাম এস এম মানিক, আসাদুল ইসলাম মিঠু, কালাম, কামাল, আলামিন হোসেন, আহসান হাবিব, মঈন উদ্দিন চিশতি, নাহিন খান, আলামিন, সাদী মোহাম্মাদ, স্বর্ণা, ফিরোজা বেগম, মাজেদা বেগম, মমতাজ আলী, আল হেলাল, শ্যামল, সাইদুর রহমান, ফয়জুল ইসলাম, আজাদ চৌধুরী, আলামীন হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে শনিবার সকালে শাহজাদপুরের স্বজন বন্ধুরা ফিরে আসে আপন ঠিকানায়। আর এর মধ্য দিয়েই শেষ হয় তাদের লোকনাট্য উৎসব।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে ২'শ ৮৫ পিছ ইয়াবা ও ২ কেজি ৯'শ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে ২'শ ৮৫ পিছ ইয়াবা ও ২ কেজি ৯'শ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২

র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী।

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুর উপজেলা হারাতে বসেছে গর্বের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি

শাহজাদপুর উপজেলা হারাতে বসেছে গর্বের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি

ডেস্ক নিউজঃ রাজনৈতিক কোন্দল, মাদকের ব্যাপক বিস্তার, অপসংস্কৃতি ও উশৃঙ্খলতার এক নগ্ন ধারা...

শাহজাদপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা বানভাসী ৫০ জনকে অর্থ সহায়তা দিলেন

বন্যা

শাহজাদপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা বানভাসী ৫০ জনকে অর্থ সহায়তা দিলেন

শাহজাদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মচারীদের উদ্যোগে গতকাল সোমবার শাহজাদপুর...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...