বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব  প্রতিবেদনঃ আজ বুধবার শাহজাদপুর পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, ব্যালট পেপার ছিনিয়ে সিল মেরে নেওয়া, কেন্দ্র দখল ও জাল ভোট প্রদান ও এজেন্টদের কেন্দ্র থেকে জোর পূর্বক বের করে দেওয়ার অভিযোগে দুই মেয়র প্রার্থী ভোট প্রত্যাখ্যান করেছেন। এরা হলেন, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম (ধানের শীষ)। বিকেল ৩ টায় তার দ্বারিয়াপুরের বাসভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ভোট প্রত্যাখ্যানের ঘোষনা দেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিশ, শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু,বিএনপি নেতা কে,এম তরিকুল ইসলাম আরিফ, সাব্বির হোসেন, এ্যাডভোকেট আবুল কাশেম, এ্যাডভোকেট রায়হান আলী প্রমুখ।

02

এর আগে সকাল ১১ টার দিকে আওয়ামী বিদ্রোহী ও সতন্ত্রপ্রার্থী আব্দুর রহিম ( নারিকেল গাছ ) তার কান্দাপাড়ার বাসভবন থেকে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষনা দেন। এ ছাড়া জাল ভোট প্রদান কে কেন্দ্র করে পাড়কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ দুটি বাড়ী ও একটি প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়া উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। অপরদিকে সকাল সাড়ে ১১ টার দিকে উদয়ন কিন্ডারগার্টেন কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে হামলা সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় উদয়ন কিন্ডারগার্টেন কেন্দ্রে ১ ঘন্টা ভোট গ্রহন বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তা আবার চালু করা হয়।

03

আহতরা হলেন, তপো, কাঞ্চন, লক্ষন, পলাশ, গদা, বাসু, পুলক, তমাল, শরীফ, অন্তুু, শাহীন এর নাম জানা গেছে। এছাড়া ইব্রাহীম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি মেয়র প্রার্থীর নজরুল ইসলামের ছেলে সবুজ ও সমর্থক ফারুক কে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে জাল দেওয়ার অভিযোগে আমজাদ আলী,রেজাউল হক ও মজনু নামের ৩ জনকে পুলিশ আটক করে আধা ঘন্টা পরে ছেড়ে দিয়েছেন। এছাড়া বাড়াবিল হযরত আলী কিন্ডারগার্টেন, শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর মহিলা কলেজ ও বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রগতি বালিকা বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নিজেদের প্রার্থীর প্রতীকে সিল মেরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ২৫ টি কেন্দ্রের সব কেন্দ্র থেকেই বিএনপি ও সতন্ত্র প্রার্থী মেয়রের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

04

বিএনপি প্রার্থীর সমর্থক আবুল কাশেম এ্যাডভোকেট (ভোটার আইডি নং ৮৮২৬৭০৮২৪৩৬৯০) অভিযোগ করে বলেন, তার ভোট অন্য একজন প্রদান করতে গেলে প্রিজাইটিং অফিসার নামের পাশে এ্যাডভোকেট লেখা থাকায় এবং ছবির সাথে চেহারার মিল না থাকায় তাকে বের করে দিয়েছেন বলে তাকে জানিয়েছেন। তিনি আরও দাবী করেন, আমার মতো অনেকেই ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট আগেই দেয়া হয়ে গেছে। আবার অনেকেই কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীকে নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারলেও ভোট কেন্দ্রের মধ্যে থাকা আওয়ামীলীগের মেয়র প্রার্থীর এজেন্টরা ব্যালট ছিনিয়ে নিয়ে নিজেদের প্রতীকে সীল মেরে বাক্সে ফেলেছেন। এছাড়া দরগাহপাড়া ফাযিল মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে বাক্সে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দুপুর ১২ টার মধ্যেই অধিকাংশ কেন্দ্রে ৬০ ভাগ ভোট প্রদান করা হয়ে গেছে। এদিকে সব গুলো কেন্দ্র ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশী লক্ষ করা গেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

বিনোদন

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

অপরাধ

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

ধুলোবালি ও বুঁনো ঘাসে  ভরা ভাষাসৈনিক আলী আজমলের সমাধিস্থল!

জাতীয়

ধুলোবালি ও বুঁনো ঘাসে ভরা ভাষাসৈনিক আলী আজমলের সমাধিস্থল!

সূধীজনের মতে, ‘ভাষা সৈনিক আলী আজমলের সমাধিস্থল যথাযথ মর্যাদায় সংরক্ষণসহ তাঁর স্মৃতি চির অম্লান রাখতে যথাযথ উদ্যোগ গ্রহণ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন ক্লাস পরীক্ষা বন্ধ

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন ক্লাস পরীক্ষা বন্ধ

করোনা ভাইরাসের বিস্তাররোধকল্পে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এ...