বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় প্রবীণ সাংবাদিক, কলামিষ্ট, গবেষক ও মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘটনার মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক সরকার ও তার সহযোগীদের পুলিশ গ্রেফতার করতে না পারায় আজ শুক্রবার শাহজাদপুরে মানববন্ধন ও লাঠি মিছিল করেছে স্থানীয় সংবাদকর্মীরা। শাহজাদপুরে কর্মরত সাংবাদিক এবং মাদক ও সন্ত্রাস বিরোধী জোট এ কর্মসূচীর আয়োজন করে। এদিন সকালে পৌরসদরের শাহজাদপুর-এনায়েতপুর সড়কের ভাষা সৈনিক ডাঃ বুলবুল চত্বরে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসূচী চলাকালে সাংবাদিক নেতা,শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলার নিন্দা এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক সরকার ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, সাধারণ সম্পাদক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনোয়ার হোসেন, বাসদ নেতা এড. মতিয়ার রহমান, সাংবাদিক নেতা ও ভোরের কাগজ প্রতিনিধি কবীর আজমল বিপুল, নয়াদিগন্ত সংবাদদাতা আবুল কাশেম, সমকাল রিপোর্টার আব্দুল হাকিম শিমুল, প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি হাসানুজ্জামান তুহিন,জনকন্ঠের সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, খবরপত্র প্রতিনিধি শফিকুল ইসলাম ফারুক, সহ-সভাপতি দিলকাল প্রতিনিধি আল আমিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামছুর রহমান শিশির, জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় এজেন্ট সন্তোষ কুমার সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা কোরবান আলী খান লাভলু, সার্কেল শাহজাদপুর গ্রুপ নির্বাহী রাজীব রাসেল প্রমূখ। বক্তারা বলেন, ‘ শাহজাদপুর সরকারি কলেজ সংলগ্ন পৌর মার্কেটে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার দায়ে ৫ বছরের দন্ডপ্রাপ্ত মানিক সরকার ও তার পিতা রতন সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছত্রছায়ায় অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এই পিতা-পুত্র পৌরসদরের ১০টি পয়েন্টসহ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক ভ্রাম্যমান প্রতিনিধির মাধ্যমে মাদক ব্যবসা ছড়িয়ে দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। মাদকের নীল ছোবলে যুবসমাজের নৈতিক অবক্ষয় হচ্ছে। অবিলম্বে মানিক সরকার ও রতন সরকারকে গ্রেফতার করা হলে শাহজাদপুরবাসী মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে।’ মানববন্ধন শেষে স্থানীয় সাংবাদিকরা শহরে লাঠি মিছিল করে। শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি জানান, ‘সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলাকারী মাদক ব্যবসায়ী মানিক ও তার দোসরদের গ্রেফতারের জন্য পুলিশকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছিলো। নির্ধারিত সময়ে মানিককে গ্রেফতার না করায় বাধ্য হয়েই এ আন্দোলনে নামতে হয়েছে। মানিক সরকার ও তার দোসরদের গ্রেফতার এবং শাহজাদপুরকে মাদকমুক্ত করতে এ অন্দোলন অব্যাহত থাকবে।’ এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, ‘ সাংবাদিক নেতার বাড়িতে হামলার ঘটনায় এরই মধ্যে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। মানিককে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বুধবার সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা আবুল বাশার শাহজাদপুরে দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানীতে মাদক দ্রব্য অধিদপ্তরের নানা অনিয়ম, মাদক বিক্রেতা মানিক ও মাদক বিরোধী নানা অভিযোগ করলে মানিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওইদিন রাতেই মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদি হয়ে মানিক সরকারসহ ১৪ জনকে আসামী করে শাহজাদপুর থানায় দ্রুতবিচার আইনে মামলা করেন।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার প্রাণশক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ--এমপি কবিতা

শাহজাদপুর

শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার প্রাণশক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ--এমপি কবিতা

সংবর্ধনা সভায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সভাপতি মোঃ জাকারিয়া তৌহিদ তমাল

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

শাহজাদপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা বানভাসী ৫০ জনকে অর্থ সহায়তা দিলেন

বন্যা

শাহজাদপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা বানভাসী ৫০ জনকে অর্থ সহায়তা দিলেন

শাহজাদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মচারীদের উদ্যোগে গতকাল সোমবার শাহজাদপুর...