মঙ্গলবার, ২১ মে ২০২৪
শামছুর রহমান শিশির : গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে পরিচালিত বিশেষ পুলিশী অভিযানে ২ জন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী, ২ জন কুখ্যাত গাঁজা ব্যবসায়ী, ৩ জন জুয়াড়ী, ২ জন হত্যা মামলার আসামী ও গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীসহ ১০ জনকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। উদ্ধার হয়েছে মাদক ইয়াবা ও গাজা। আজ রোববার গ্রেফতারকৃত ১০ আসামীদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদা, পুলিশ পরিদর্শক (অপরেশন্স এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেনসহ থানার অফিসার ও ফোর্সগন শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ওই ১০ আসামীকে গ্রেফতার ও মাদক উদ্ধার করে। ধৃতদের মধ্যে গ্রেফতারী পরোয়ানার আসামী (সিআর নং-১০/১৭) আমির ওয়ারেছ, পিতা-মৃত আঃ মজিদ সরকার, সাং-বৃ-আঙ্গারু, থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জকে নিজ বাড়ি হতে, ০২ জন ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ১। মোছাঃ সাথী খাতুন (২৫) স্বামী-মোঃ সিদ্দিক প্রাং (সাবেক ইউপি সদস্য) সাং-বৃ-আঙ্গারু, ২। মোঃ সাদ্দাম হোসেন (২৫) পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-গাড়াদহ চরপাড়া, উভয় থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে মোছাঃ সাথী খাতুনের বসত বাড়ী হইতে গ্রেফতার করে। ঐ সময় আসামী সাথী খাতুনের কাছে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ সাদ্দাম হোসেনের কাছে ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। এছাড়া ২ জন গাঁজা ব্যবসায়ীর মধ্যে ১। আহম্মদ আলী (৩০) পিতা-মোঃ ছমির মোল্লা, সাং-রতনকান্দি দক্ষিনপাড়া, বর্তমান সাং-নুনদহ বাঁধপাড়া, ২। মোঃ রতন প্রাং (২৭) পিতা-মৃত শাজাহান প্রাং, সাং-রতনকান্দি পাল্লমপাড়া, উভয় থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে শাহজাদপুর থানাধীন রতনকান্দি নতুন বাজার সংলগ্ন জনৈক মোঃ ফখরুল ইসলাম (৩০) পিতা-মৃত হযরত প্রাং এর মুদী দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে গ্রেফতার করা হয়। আসামী আহম্মদ আলীর পরিহিত লুঙ্গির ডান কোচের মধ্যে ৬০ (ষাট) পুরিয়া শুকনা গাঁজা এবং ২নং আসামী মোঃ রতন প্রাং এর শরীর তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির বাম কোচের মধ্যে ৪০ (চল্লিশ) পুরিয়া শুকনা গাঁজাসহ সর্বমোট ১০০ (একশত) পুরিয়া শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এদিকে, ৩ জন জুয়াড়ীর মধ্যে ১। মোঃ আক্তার হোসেন (৩০) পিতা-মোঃ আক্কাস আলী মোল্লা, ২। মোঃ মেহের শেখ (২৫) পিতা-মোঃ নবীর আলী শেখ, উভয় সাং-কাশিপুর, ৩। মোঃ দারোগ আলী (২৫) পিতা-মৃত আমজাদ হোসেন, সাং-বড় বাশুরিয়া, সর্ব থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জদেরকে শাহ্জাদপুর থানাধীন কাশিপুর পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক মোঃ হানিফ শেখ (৫০) পিতা-মৃত বক্স শেখ এর বসত বাড়ির পূর্ব দূয়ারী টিনের ছাপড়া ঘরের মধ্য থেকে ৪ সেট তাশ (প্লে-কার্ড) এবং ২,১০৫/- (দুই হাজার একশত পাঁচ) টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে, উপজেলার বাতিয়া গ্রামের যুবক হত্যা মামলার ২ আসামীর মধ্যে ১। মোঃ জাহাঙ্গীর হোসেন জুবলু (৩৮) পিতা-মৃত সিদ্দিক হোসেন, ২। মোঃ জীবন পারভেজ (৪০) পিতা-মোঃ আঃ মজিদ মাষ্টার, উভয় সাং-বাতিয়া, থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে উল্লাপাড়া থানা এলাকা হইতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। থানা পুলিশের সফল ওই বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। বিশেষ ওই অভিযান অব্যাহত থাকবে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন নার্সিং পরিচালক মোহাম্মদ আব্দুল হাই পিএএ

স্বাস্থ্য

দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন নার্সিং পরিচালক মোহাম্মদ আব্দুল হাই পিএএ

একবার ভেবে দেখুন রাতে কেউ তার অসহায়ত্বের কথা তুলে ধরে তার বর্তমান চাকুরীস্থল থেকে নিজ এলাকায় বদলীর জন্য কারও সহায়তা কামন...

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

ইতিহাস ও ঐতিহ্য

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

সিরাজগঞ্জ সদর উপজেলায় মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান। ভবিষ্যতে ঐতিহাসিক মসজিদ হতে পারে কালিয়া হরিপুর ইউনিয়নে অবস...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

লকড প্রোফাইল থেকে রিকোয়েস্ট আসলে সহজে ছবি দেখার উপায়

তথ্য-প্রযুক্তি

লকড প্রোফাইল থেকে রিকোয়েস্ট আসলে সহজে ছবি দেখার উপায়

সম্প্রতি একাধিক সুরক্ষার ফিচার যুক্ত হলেও, ফেসবুকে প্রোফাইলের সুরক্ষা নিয়ে চিন্তা থেকেই যায়। যদিও ব্যবহারকারীদের নিরাপত্...