মঙ্গলবার, ১৪ মে ২০২৪

শাহজাদপুর প্রতিনিধি:: পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফিতর পালনান্তে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনী (রহ.) এর মাজার শরীফের মানত্কারী এবং দর্শনার্থীদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি মাজারের পবিত্রতা নষ্টেরও অভিযোগ উঠেছে। আর মাজার শরিফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন পদবীর মোল্লা, এমনকি গার্ড ও ঝাড়–দাররা পর্যন্ত মাজারের পবিত্রতা রক্ষায় যথাযথ দায়িত্বপালন না করে মানতকারী ও দর্শনার্থীদের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। আর মাজারের নিরাপত্বা নিশ্চিতে ও সঠিকভাবে তদারকি করতে ইতিপূর্বে বেশ কয়েকটি সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি কেবল নেটওয়ার্কে ২৪ ঘন্টা সম্প্রচার করা হলেও অজ্ঞাত কারনে দীর্ঘদিন ইচ্ছাকৃতভাবে সিসি ক্যামেরাগুলো বন্ধ করে রাখা হয়েছে। ফলে মাজারের পবিত্রতা নষ্টের সাথে সাথে নিয়ম নীতি রীতিমতো ভঙ্গ করে নানা অনিয়ম করা হচ্ছে। গত শুক্রবার সরেজমিন ওই মাজার পরিদর্শনকালে এলাকাবাসী অভিযোগে জানায়,‘মাহে রমজানে হযরত মখদুম শাহদৌলা(রহ.) এর মাজারে অনেক আশেকান, জাকেরান, ভক্ত, বিভিন্ন বয়সী মহিলাসহ ধর্মপ্রাণ মুসলমান মানত্ করতে আসতে পারেনি। ফলে ঈদপরবর্তী সময়ে তাদের আগমন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শুক্রবারে সবচেয়ে বেশী ভীড় হচ্ছে। ওই পবিত্র মাজার শরিফে মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ এবং এ সংক্রান্ত সাইনবোর্ড থাকা সত্বেও মোল্লারা মোটা টাকা বকশিস নিয়ে সেই মহিলাদেরই মাজারের ভেতরে ঢোকার সুযোগ করে দিচ্ছে। অথচ মাজার শরীফটি দর্শনার্থীদের পরিদর্শনের সুবিধার্থে খোলা জানালাসহ বৃহৎ গুম্বুজের ভিতরে অবস্থানের জন্য বিরাট চত্বর রয়েছে। মাজার শরীফ ও মখদুমিয়া জামে মসজিদ চত্বরে জুতা-স্যান্ডেল পায়ে দিয়েও চলাচল করতে দেখা গেছে অনেক কে। মাজার ও মসজিদের স্তম্ভ শরীরে স্পর্শ করালে বন্ধ্যা মহিলাদের সন্তান হবে-এ আশ্বাস দিয়ে মোল্লারা মহিলাদের মাজার ও মসজিদে প্রবেশ করিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। টাকার বিনিময়ে মহিলাদেরকে মাজার-মসজিদের ভিতরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছে মোল্লারা যা ইসলাম ধর্মের সম্পূর্ণ পরিপস্থী।’ এলাকাবাসীর আরও অভিযোগ,‘বহিরাগত দর্শনার্থীরা মাজার জিয়ারত করতে গেলে মাজারে উপস্থিত কয়েক পদবীর মোল্লা-সহকারি ইমাম,খাদেম,মোয়াজ্জিন এবং পাহারাদার ও ঝাঁড়–দাররা পর্যায়ক্রমে বখশিস আদায় করতে করতে মাজার জিয়ারতকারীর পকেট শুণ্য করে ফেলে। কোন কোন জিয়ারতকারীর এমন অবস্থা হয়েছে যে,তারা পরে বিকাশের মাধ্যমে টাকা আনার পর তবেই গাড়িভাড়া দিয়ে বাড়ি ফিরতে পেরেছে।’ শাহজাদপুরের দরগাহপাড়াস্থ মখদুমিয়া জামে মসজিদে নিয়মিত নামাজ আদায় করা মুসুল্লীদের পক্ষ থেকে আরও অভিযোগ উঠেছে,‘মাজারের পূর্ব পার্শ্বের চত্বরটি করতোয়া নদী সংলগ্ন এবং বর্তমান বর্ষা মৌসুম হওয়ায় সেখানে স্কুল কলেজের যুগলবন্দী ছাত্র-ছাত্রী এবং যুবক-যুবতিরা হয়ে ঘোরাফেরা করায়ও মাজারের পবিত্রতা নষ্ট হচ্ছে।’ এ ব্যাপারে মাজার ও মসজিদ কমিটির সদস্য সচিব এবং মোতাওয়াল্লি খাজা মাসুম বিল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,‘ কোন কোন বিষয় আমার অজানাও থাকতে পারে, এজন্য আমি এলাকাবাসী ও মাজার ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে,এলাকাবাসীর অভিযোগের বিষয়টি নিয়ে আমি কমিটির সভাপতি ইউএনও স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ বিজ্ঞ মহলের মতে, ‘নানা অনিয়ম আর অব্যবস্থাপনার সুযোগ নিতেই বহু টাকা মূল্যে ক্রয় করা সচল সিসি ক্যামেরাগুলো পরিকল্পিতভাবে অচলাবস্থায় রাখা হয়েছে। এতে মাজারের মোল্লা,ঝাড়–দার ও পাহারাদারেরা নানা অনিয়মের সুযোগ নিচ্ছে।’ এছাড়া দেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে মাজারের নিরাপত্ত্বা নিশ্চিতে অবিলম্বে সকল সিসি ক্যামেরা চালু, মাজারের পবিত্রতা রক্ষা ও নানা অনিয়ম দূর করতে এলাকাবাসী অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

সম্পর্কিত সংবাদ

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরের প্রায় সহস্রাধিক নলকূপ চালিত ইরি-বোরো স্কিমে পানির সংকট; কৃষকের বিপাকে

কৃষি

শাহজাদপুরের প্রায় সহস্রাধিক নলকূপ চালিত ইরি-বোরো স্কিমে পানির সংকট; কৃষকের বিপাকে

নিজস্ব প্রতিনিধি : পানির স্তর নিচে নেমে যাওয়ায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ইরি-বোরো চাষে চলছে পানির চরম সংকট। কৃষক চা...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...

কৈজুরীতে ব্যালট পেপার ছিনতাই, এক কেন্দ্র স্থগিত

উপজেলা নির্বাচন

কৈজুরীতে ব্যালট পেপার ছিনতাই, এক কেন্দ্র স্থগিত

নিজস্ব প্রতিনিধিঃ আজ শনিবার সকাল ১১ টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বচন চলাকালে পাথালিয়াপাড়া সরকারী প...