শুক্রবার, ০২ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা : আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন জমা দিলেন প্রফেসর ড. এমএ মুহিত। এদিন বিকেল সাড়ে ৪ টার দিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টাণিং অফিসার নাজমুল হুসেইন খাঁনের কার্যালয়ে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ উপস্থিত হয়ে ড. মুহিত ধানের শীষ প্রতীকের মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপ্রু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরমেয়র মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক সাব্বির, বিএনপি নেতা এ্যাড. রায়হান, আল মাহমুদ প্রামাণিক, আব্দুল আজীজ ও শাহজাদপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রফেসর ড. এমএ মুহিত দলীয় নেতাকর্মীসহ শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ জগৎ বরেণ্য অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) ও বাদলবাড়িস্থ অপর অলী হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামেনি (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!