শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ডেস্ক রিপোর্টঃ আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার পারকোলা বাজারের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপর জুগনিদহ ও পারকোলা গ্রামবসীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ৩ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলাকালে শাহজাদপুর থানা সার্কেলের এএসপি আবুল হাসানাত ওসি রেজাউল হক সহ ৪ পুলিশ যুগান্তর ও বিজয় টিভির সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান সহ উভয় পক্ষের ৭ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়েছে। এ হামলা চলাকালে ৫টি বাড়ী ২ টি দোকান ১টি স্থানীয় আওয়ামীলীগ অফিস ভাংচুর লুটপাট ও ২ টি খরের গাদায় অগ্নি সংযোগ করা হয়েছে। এসংঘর্ষের সময় পুলিশ ১১৬ রাউন্ড গুলি ছুরে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ২ কিলোমিটার পথে তীব্র যানজোটের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ৪ জন কে আটক করে । এরা হলো,আবুবক্কর সিদ্দিক (৬০), গোলাম সরোয়ার (৫০) ,সজীব আকন্দ (১৫) ,আচ্চু মিয়া (২৮)। শাহজাদপুর থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, পারকোলা গ্রামের চাউল ব্যবসায়ী আব্দুল হামিদের ছেলে আলমাস (২০) জুগনিদহ গ্রামের রয়েজ ফকিরের ছেলে মজনুকে মারপিট করার ঘটনায় এদিন মঙ্গলবার সকালে পারকোলা বাজারে এক শালিস বৈঠক বসার কথা ছিল। 0001পারকোলা বাজারে বৈঠক শুরুর পূর্বেই দুই গ্রামবাসি কথা কাটাকাটির এক পর্যায়ে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপর দেশীয় অস্ত্র সস্ত্র লাঠি ফালা হলঙ্গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে।এ সময় পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে সিরাজগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে শাহজাদপুর থানার ওসি রেজাউল হক,সার্কেল এএসপি আবুল হাসনাত,কনষ্টেবল মিজান সহ ৪ পুলিশ আহত হয়। এ সংঘর্ষের ছবি তোলার সময় যুগনিদহ গ্রামের সংঘর্ষকারীদের কয়েকজন লাঠিসোটা নিয়ে দৈনিক যুগান্তর ও বিজয় টিভির শাহজাদপুর প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহানের উপর হামলা চালিয়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় তার কাছ থেকে তার ক্যামেরা ও একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সংঘর্ষ চলাকালে জুগনিদহ গ্রামের লোকজন পুলিশের উপর ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ব্যাপক গুলি বর্ষন করে। এ সংঘর্ষ চলাকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করেন। তাদের প্রচেষ্টায় দুপুর থেকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে যান চলাচল শুরু হয়। এ সময় আটকা পড়া যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। উভয় পক্ষের হামলার সময় পারকোলা বাজার এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এসময় পারকোলা বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সংঘর্ষে জুগনিদহ গ্রামের আনসার আলী ও পারকোলা গ্রামের শফিকুল, নজরুল, সহ ৭ জন গুলিবিদ্ধ ও জলিল, আঃ রহিম. শাহীন আলম, রকিব, মিলন,আশরাফ, টেক্কা, ফজল,রোকন,মহর আলী,ঠান্ডু কফিল সহ অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়। গুরুত্বর আহতদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

শাহজাদপুর

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...

ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি

আন্তর্জাতিক

ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি


  1. ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা...

বিষ্ময়কর এক ফল 'চালতা'

দিনের বিশেষ নিউজ

বিষ্ময়কর এক ফল 'চালতা'

আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের

অর্থ-বাণিজ্য

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্র...