বুধবার, ০১ মে ২০২৪
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকাকে স্ট্যান্ড রিলিজড করা হয়েছে। গত ২৬ এপ্রিল শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারি আব্দুর রশিদ ঘুষের টাকা না পেয়ে ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হাসানের মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় তাকে গত ৮ মে এই স্ট্যান্ড রিলিজড করা হয়। ইতিমধ্যেই তিনি তার নতুন কর্মস্থল কুষ্টিয়া সদর উপজেলায় যোগদান করেছেন বলে প্রাথমিক শিক্ষা কারর্য্যলয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন। এদিকে, এ ঘটনায় অফিস সহকারী আব্দুর রশিদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা না নেয়ায় শাহজাদপুরে কর্মরত সকল প্রাথমিক শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ শনিবার বিকেলে শিক্ষক নেতারা জানান, গত ২৬ এপ্রিল বুধবার সকালে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসান তার বন্ধু নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিনের (অবঃ) লামগ্রান্ড বিলের টাকা উত্তোলনের জন্য যান। এ সময় ওই অফিসের অফিস সহকারি আব্দুর রশিদ সরকার তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি দাবীকৃত ঘুষের ৫ হাজার টাকা দিতে অস্বীকার করলে অফিস সহকারী আব্দুর রশিদ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুর রশিদ প্রধান শিক্ষক রশিদুল হাসানের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ময়নুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ কর্মকর্তাদের যোগসাজসে অফিস সহকারী আব্দুর রশিদ ঘুষ ছাড়া কোন কাজ করে দেন না শিক্ষকদের। অন্যায়ভাবে তাদের সহকর্মী প্রধান শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীও করেছেন । পুলিশ দুর্নীতিবাজ রশিদকে গ্রেফতার করলেও তার বিরুদ্ধে এখনও বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হয়নি। ওই ন্যাক্কারজনক ঘটনায় কেবলমাত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজড করলেই চলবে না। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি জরুরী কাজে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম। পরে ঘটনাটি শুনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিক অবহিত করি। এখানে আমার দায়িত্বে কোন অবহেলা ছিল না। তার পরেও কেন আমাকে শাস্তিমূলক বদলি করা হল তা আমার বোধগম্য নয়। তার পরেও আমি আমার চাকরির স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছি।’ এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানা, ‘অফিস সহকারী আব্দুর রশিদ ও প্রধান শিক্ষক রশিদুল হাসানে মধ্যে মারপিটের ঘটনার তদন্ত প্রতিবেদন ডিজি অফিসে দাখিল করা হয়। সেখান থেকেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকাকে স্ট্যান্ড রিলিজড করা হয়েছে।’ অপর দিকে অফিস সহকারী আব্দুর রশিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি আরও বলেন, ‘দু’এক দিনের মধ্যেই আব্দুর রশিদের বিরুদ্ধে ডিজি অফিস থেকে ব্যবস্থা নেয়া হবে।’

সম্পর্কিত সংবাদ

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের আয়োজনে গত শনিবার সন্ধ্যায় উপজেলার শহীদ স্মৃতি হলরুমে “হাতের মুঠোয় হাজার বছর আমরা...