বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকাকে স্ট্যান্ড রিলিজড করা হয়েছে। গত ২৬ এপ্রিল শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারি আব্দুর রশিদ ঘুষের টাকা না পেয়ে ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হাসানের মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় তাকে গত ৮ মে এই স্ট্যান্ড রিলিজড করা হয়। ইতিমধ্যেই তিনি তার নতুন কর্মস্থল কুষ্টিয়া সদর উপজেলায় যোগদান করেছেন বলে প্রাথমিক শিক্ষা কারর্য্যলয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন। এদিকে, এ ঘটনায় অফিস সহকারী আব্দুর রশিদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা না নেয়ায় শাহজাদপুরে কর্মরত সকল প্রাথমিক শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ শনিবার বিকেলে শিক্ষক নেতারা জানান, গত ২৬ এপ্রিল বুধবার সকালে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসান তার বন্ধু নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিনের (অবঃ) লামগ্রান্ড বিলের টাকা উত্তোলনের জন্য যান। এ সময় ওই অফিসের অফিস সহকারি আব্দুর রশিদ সরকার তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি দাবীকৃত ঘুষের ৫ হাজার টাকা দিতে অস্বীকার করলে অফিস সহকারী আব্দুর রশিদ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুর রশিদ প্রধান শিক্ষক রশিদুল হাসানের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ময়নুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ কর্মকর্তাদের যোগসাজসে অফিস সহকারী আব্দুর রশিদ ঘুষ ছাড়া কোন কাজ করে দেন না শিক্ষকদের। অন্যায়ভাবে তাদের সহকর্মী প্রধান শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীও করেছেন । পুলিশ দুর্নীতিবাজ রশিদকে গ্রেফতার করলেও তার বিরুদ্ধে এখনও বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হয়নি। ওই ন্যাক্কারজনক ঘটনায় কেবলমাত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজড করলেই চলবে না। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি জরুরী কাজে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম। পরে ঘটনাটি শুনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিক অবহিত করি। এখানে আমার দায়িত্বে কোন অবহেলা ছিল না। তার পরেও কেন আমাকে শাস্তিমূলক বদলি করা হল তা আমার বোধগম্য নয়। তার পরেও আমি আমার চাকরির স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছি।’ এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানা, ‘অফিস সহকারী আব্দুর রশিদ ও প্রধান শিক্ষক রশিদুল হাসানে মধ্যে মারপিটের ঘটনার তদন্ত প্রতিবেদন ডিজি অফিসে দাখিল করা হয়। সেখান থেকেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকাকে স্ট্যান্ড রিলিজড করা হয়েছে।’ অপর দিকে অফিস সহকারী আব্দুর রশিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি আরও বলেন, ‘দু’এক দিনের মধ্যেই আব্দুর রশিদের বিরুদ্ধে ডিজি অফিস থেকে ব্যবস্থা নেয়া হবে।’

সম্পর্কিত সংবাদ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

অপরাধ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘট...

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম  মৃত্যুবার্ষিকী পালিত

রাজনীতি

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ২৭ ডিসম্বের -২০১৮ খ্রিষ্টাব্দ : গতকাল বুধবার বাদ আছর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় ক...

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

শিক্ষাঙ্গন

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

তানিম তূর্যঃ বাংলা নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পাইকপাড়া মডেল একডেমীর উদ্দ্যোগে তরুণ প্রজন্মের লেখা 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ জেলার সংবাদ

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নে ডোবার পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১৪) নামে একটি শিশুর মৃত...