 
                            
                    
                    
                    
                                        
                     
                            
                    
                    
                    
                                        
                     মোঃ মুমীদুজ্জামান জাহান,শাহজাদপুর থেকেঃ শাহজাদপুর উপজেলার দুই মোবাইল ও ইলেকট্রিক মেকানিক্স মীর সাহেব উদ্দিন (২০) ও কামরুল ইসলাম (১৭) ইলেকট্রিক সেচযন্ত্র মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রলিংয়ের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তাদের এই উদ্ভাবিত প্রযুক্তির সাহায্যে উপজেলার বড়মহারাজপুর গ্রামের গ্যাদন আলী প্রামানিকের ৩০ বিঘা সবজির জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেচ কার্য ডিজিটালাইজড করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মীর সাহেব উদ্দিন ও রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি পুর্বপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে কামরুল ইসলাম ৮ম শ্রেণীতে পড়ার পর পিতামাতার দরিদ্রতার কারণে আর লেখাপড়া করা সম্ভব হয়নি। অসহায় পিতার আয়ে সংসার চালাতে কষ্ট দেখে এরা দুজন শাহজাদপুরের জনৈক মেকানিক্সের কাছে মোবাইল ও ইলেকট্রিক মেকানিক্সের উপর দীক্ষা নিয়ে এলাকায় মোবাইল ও ইলেকট্রিকের মেকানিক্সের কাজ করে সংসার চালানো শুরু করে। কিছুদিন এভাবে কাজ করার পর তারা লক্ষ করে ইলেকট্রিক সেচযন্ত্র শ্যালো মেশিন অপারেটিংয়ে কৃষককে চরম নাজেহাল হতে হয়। বিশেষ করে লোডশেডিংয়ের কারণে ঘনঘন বিদ্যুৎ যাওয়া আসা করায় লোভোল্টেজের সৃষ্টি হয়ে ঘনঘন ইলেক্ট্রিক মটর ও সার্কিট ব্রেকার পুড়ে যায়। এতে সেচকার্য ব্যাহত হয়ে ব্যাপক ফসল বিপর্যয় ঘটে। ফলে কৃষকদের মোটা অংকের আর্থিক ক্ষতি সাধিত হয়। এ থেকে নিঃস্কৃতি পাওয়ার উপায় খুজতে গিয়ে এ দুই যুবক এই প্রযুক্তি উদ্ভাবন করেন। সাহেব উদ্দিন ও কামরুল ইসলাম জানান, এখন প্রায় প্রতিটি কৃষকই যেহেতু মোবাইল ফোন ব্যবহার করেন সেহেতু মোবাইল ফোনের সাহায্যে সেচযন্ত্র কন্ট্রলিংয়ের প্রযুক্তি উদ্ভাবনে ছয় মাস আগে মনোনিবেশ করেন। তারা নেটে সার্চ দিয়ে মোবাইলের সাথে অটো সার্কিট ডিভাইস যুক্ত করার উপযোগী কিছু ডিভাইসের তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এরপর সেগুলো বাজার থেকে সংগ্রহ করে যুক্ত করে বাস্তব রুপদানের চেষ্টা করেন। বারবার তা পুরে নষ্ট হলেও হাল ছাড়েননি এ দুজন। দীর্ঘ ৬ মাস চেষ্টার পড়ে চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে তারা সাফল্য অর্জন করেন। তাদের এই নব উদ্ভাবিত প্রযুক্তি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বড়মহারাজপুর গ্রামের সবজি চাষী গ্যাদন আলী প্রামানিক। গত ৫ ডিসেম্বর শুক্রবার গ্যাদন আলীর ইলেক্ট্রিক সেচযন্ত্র শ্যালো মেশিনে এই ডিভাইস যুক্ত করে পরীক্ষামূলক ভাবে তারা সফলতা অর্জন করেন। গ্যাদন আলী জানান, তিনি এখন মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই তার সেচযন্ত্র বন্ধ এবং চালু করতে পারছেন। এছাড়া বিদ্যুৎ গেলে এবং আসলে মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে জানতে পারছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারছেন। ফলে তাকে আর রাতদিন শ্যালোঘরে বসে থাকতে হচ্ছেনা। সময় বেচে যাওয়ায় তিনি নির্দিধায় অন্যান্য কাজ করতে পারছেন। এতে তার মজুরি খরচও অনেক কমে গেছে। আবার জমিতে চাহিদা অনুযায়ী সেচ দিতে পারছেন। এতে তিনি উল্লাস প্রকাশ করছেন। এব্যাপারে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা হালিমুল হক মিরু সরেজমিন পরিদর্শন করে বলেন, এ দুই খুদে উদ্ভাবককে সরকারি ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হলে তাদের উদ্ভাবিত এ প্রযুক্তি কৃষি ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তি চালু হবে। এতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিষণ-২০২১ সাল কৃষি ক্ষেত্রেও ব্যাপক সফলতা অর্জন করবে। তাই তিনি এ ব্যাপারে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
মোঃ মুমীদুজ্জামান জাহান,শাহজাদপুর থেকেঃ শাহজাদপুর উপজেলার দুই মোবাইল ও ইলেকট্রিক মেকানিক্স মীর সাহেব উদ্দিন (২০) ও কামরুল ইসলাম (১৭) ইলেকট্রিক সেচযন্ত্র মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রলিংয়ের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তাদের এই উদ্ভাবিত প্রযুক্তির সাহায্যে উপজেলার বড়মহারাজপুর গ্রামের গ্যাদন আলী প্রামানিকের ৩০ বিঘা সবজির জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেচ কার্য ডিজিটালাইজড করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মীর সাহেব উদ্দিন ও রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি পুর্বপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে কামরুল ইসলাম ৮ম শ্রেণীতে পড়ার পর পিতামাতার দরিদ্রতার কারণে আর লেখাপড়া করা সম্ভব হয়নি। অসহায় পিতার আয়ে সংসার চালাতে কষ্ট দেখে এরা দুজন শাহজাদপুরের জনৈক মেকানিক্সের কাছে মোবাইল ও ইলেকট্রিক মেকানিক্সের উপর দীক্ষা নিয়ে এলাকায় মোবাইল ও ইলেকট্রিকের মেকানিক্সের কাজ করে সংসার চালানো শুরু করে। কিছুদিন এভাবে কাজ করার পর তারা লক্ষ করে ইলেকট্রিক সেচযন্ত্র শ্যালো মেশিন অপারেটিংয়ে কৃষককে চরম নাজেহাল হতে হয়। বিশেষ করে লোডশেডিংয়ের কারণে ঘনঘন বিদ্যুৎ যাওয়া আসা করায় লোভোল্টেজের সৃষ্টি হয়ে ঘনঘন ইলেক্ট্রিক মটর ও সার্কিট ব্রেকার পুড়ে যায়। এতে সেচকার্য ব্যাহত হয়ে ব্যাপক ফসল বিপর্যয় ঘটে। ফলে কৃষকদের মোটা অংকের আর্থিক ক্ষতি সাধিত হয়। এ থেকে নিঃস্কৃতি পাওয়ার উপায় খুজতে গিয়ে এ দুই যুবক এই প্রযুক্তি উদ্ভাবন করেন। সাহেব উদ্দিন ও কামরুল ইসলাম জানান, এখন প্রায় প্রতিটি কৃষকই যেহেতু মোবাইল ফোন ব্যবহার করেন সেহেতু মোবাইল ফোনের সাহায্যে সেচযন্ত্র কন্ট্রলিংয়ের প্রযুক্তি উদ্ভাবনে ছয় মাস আগে মনোনিবেশ করেন। তারা নেটে সার্চ দিয়ে মোবাইলের সাথে অটো সার্কিট ডিভাইস যুক্ত করার উপযোগী কিছু ডিভাইসের তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এরপর সেগুলো বাজার থেকে সংগ্রহ করে যুক্ত করে বাস্তব রুপদানের চেষ্টা করেন। বারবার তা পুরে নষ্ট হলেও হাল ছাড়েননি এ দুজন। দীর্ঘ ৬ মাস চেষ্টার পড়ে চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে তারা সাফল্য অর্জন করেন। তাদের এই নব উদ্ভাবিত প্রযুক্তি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বড়মহারাজপুর গ্রামের সবজি চাষী গ্যাদন আলী প্রামানিক। গত ৫ ডিসেম্বর শুক্রবার গ্যাদন আলীর ইলেক্ট্রিক সেচযন্ত্র শ্যালো মেশিনে এই ডিভাইস যুক্ত করে পরীক্ষামূলক ভাবে তারা সফলতা অর্জন করেন। গ্যাদন আলী জানান, তিনি এখন মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই তার সেচযন্ত্র বন্ধ এবং চালু করতে পারছেন। এছাড়া বিদ্যুৎ গেলে এবং আসলে মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে জানতে পারছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারছেন। ফলে তাকে আর রাতদিন শ্যালোঘরে বসে থাকতে হচ্ছেনা। সময় বেচে যাওয়ায় তিনি নির্দিধায় অন্যান্য কাজ করতে পারছেন। এতে তার মজুরি খরচও অনেক কমে গেছে। আবার জমিতে চাহিদা অনুযায়ী সেচ দিতে পারছেন। এতে তিনি উল্লাস প্রকাশ করছেন। এব্যাপারে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা হালিমুল হক মিরু সরেজমিন পরিদর্শন করে বলেন, এ দুই খুদে উদ্ভাবককে সরকারি ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হলে তাদের উদ্ভাবিত এ প্রযুক্তি কৃষি ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তি চালু হবে। এতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিষণ-২০২১ সাল কৃষি ক্ষেত্রেও ব্যাপক সফলতা অর্জন করবে। তাই তিনি এ ব্যাপারে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
                                        
                                        
                    সম্পর্কিত সংবাদ
 
                    জাতীয়
করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল, হাসপাতালে ভর্তি
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তাকে রাজধানীর সম্ম...
 
                    বিনোদন
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে থানায় জিডি
‘পাসওয়ার্ড’ সিনেমায় জনপ্রিয় ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’ গানের অংশ অনুমতি ছাড়া ব্যবহার করায় চিত্রনায়ক ও প্রযো...
                    
                 
                    জাতীয়
অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে
ভাইস অ্যাডমিরাল থেকে পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবালকে। বৃহস্পতিবার গণভব...
 
                    বিনোদন
করোনামুক্ত হলেন কোয়েল মল্লিক
সপরিবারে করোনামুক্ত (কোভিড-১৯) হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রোববার (২ আগস্ট) এক টুইটে এ তথ্য জানিয়েছেন ওই অভিনেত...
 
                    খেলাধুলা
আইসোলেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীম করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে মন্ত্র...
                    
                 
                    রাজনীতি
বেলকুচি পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র চিরনিদ্রায় শায়িত
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ হাজার হাজার মানুষের চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন বেলকুচি পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক...

