শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের বাগদীপাড়া মহল্লার স্বামী পরিত্যাক্তা আদিবাসি নারী(৩৫)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাহবুব আলম(৪৬) নামের এক আনসার বাহিনীর সদস্যকে বুধবার দুপুরে সাময়ীক বরখাস্ত(ফ্রিজ) করা হয়েছে। তিনি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সরাবাড়ি গ্রামের নওজেশ আলীর ছেলে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহার সরকারি বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মাহবুব আলম মঙ্গলবার রাতে পাশের শাহজাদপুর উপজেলা জনপ্রকৌশল অধিদপ্তরের একটি দ্বিতল ভবনের অস্থায়ী ক্যাম্পে রাত্রিযাপন কালে রাত দেড়টার দিকে পাশের বাগদীপাড়া মহল্লার স্বামী পরিত্যাক্তা আদিবাসি নারীর ভাঙ্গাবেড়া দিয়ে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। রাতেই তারা বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর উপজেলা আনসার ভিডিপি অফিসারকে অবহিত করে। তারা বিষয়টি সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট অফিসার সিফাত-ই-খোদাকে জানালে তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে সাময়ীক বরখাস্ত ও ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। অপরদিকে বুধবার দুপুরে ভিকটিম নিজেই বাদী হয়ে আনসার সদস্য মাহবুব আল কে আসামী কওে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা আনসার ভিডিপি অফিসার ইনামুল হক জানান,ইতোমধ্যেই এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট অফিসার সিফাত-ই-খোদা তাকে সাময়ীক বরখাস্ত করেন। এ ছাড়া এ ঘটনা তদন্তে তিনি সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডেন্ট অফিসার মো: জসীম উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সিরাজগঞ্জ সার্কেলের একজুটেন্ট মো: সোহেল রানা ও শাহজাদপুর উপজেলা আনসার ভিডিপি অফিসার ইনামুল হক। এ তদন্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে তথ্য জানতে বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহার সরকারি বাসভবনের গেটে গেলে নিরাপত্তার দায়ীত্বে নিয়োজিত আনসার সদস্য আব্দুস সালাম দুই স্থানীয় সাংবাদিকের সাথে অসদাচরণ করেন ও তাদেরকে লাঞ্ছিত করেন। বিষয়টি তাৎক্ষণিক ভাবে সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডেন্ট অফিসার মো: জসীম উদ্দিনের কাছে অভিযোগ করা হলে তিনি জানান,অসদাচরণের দায়ে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন, এ ঘটনায় ওই আনসার সদস্যর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

উল্লাপাড়া

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে ইয়াম ইসলাম( ৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে...

উপজেলা কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

অর্থ-বাণিজ্য

উপজেলা কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির নব-নির্বাচিত ক...

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা

উপ-সম্পাদকীয়

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা