শুক্রবার, ০৩ মে ২০২৪
আম্ফানের প্রভাবে সৃষ্ট উজানের ঢলে গত কয়েক দিনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলে রোপিত প্রায় ২০ হেক্টর কাঁচা-পাঁকা ধানের ক্ষেত তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার বাঘাবাড়ি-নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। এ বাঁধটি ভেঙ্গে গেলে শাহজাদপুর উপজেলার প্রায় ১৪ হাজার হেক্টর ধানের জমিসহ বৃহত্তর চলনবিলের বিভিন্ন উপজেলায় রোপিত বিপুল পরিমান ধান ও অন্যান্য ফসল বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হবে। সেইসাথে উপজেলার বিস্তৃর্ণ বাথান এলাকা প্লাবিত হয়ে গো-খাদ্যেরও তীব্র সংকট সৃষ্টি হবে। একদিকে পানি বৃ্িদ্ধ ও অন্যদিকে শ্রমিক সংকটে পড়ে ধান কাটা নিয়ে এলাকার হাজার হাজার কৃষক মহাবিপাকে পতিত হয়ে বর্তমানে প্রতিটি মুহুর্ত চরম উদ্বেগ আর উৎকন্ঠায় কাটাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে এদিন রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমদ বাঘাবাড়ি-নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করে বাঁধের সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্টদের যথাযথ নির্দেশ দিয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে শাহজাদপুর উপজেলায় ২২ হাজার ৮’শ ৭০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়। ইতিমধ্যে প্রায় ৮ হাজার হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১৪ হাজার ৮’শ ৭০ হেক্টর জমির পাঁকা, আধা-পাঁকা জামির ধান কাটতে এখনও কমপক্ষে ৭ দিন সময় লাগবে। এর মধ্যে পানিবৃদ্ধি অব্যাহত থাকলে কৃষকদের ধান ঘরে তোলা অসম্ভব হয়ে পড়বে। এদিকে, যমুনায় পানি বৃদ্ধির ফলে ইতিমধ্যেই যমুনার চরাঞ্চলের চামতারা, ছোট চামতারা, বানতিয়ার, বানিয়া সিংগুলীতে রোপিত প্রায় ১’শ হেক্টর জমির ধান, বাদাম, তিল, পটল, কাঁচা মরিচ, করোলাসহ সবজির ক্ষেত প্লাবিত হয়েছে। এতে চরাঞ্চলের কৃষকদের অবর্ণনীয় ক্ষতি হয়েছে। উপজেলার সোনাতুনী ও হাবিবুল্লাহনগর ইউনিয়নের লূৎফর রহমান, আব্দুল মালেক, রমজান মোল্লা, রায়হান মোল্লা ও শুকচাঁদ মীরসহ স্থানীয় কৃষকেরা জানান,‘হঠাৎ করে যমুনায় পানি বৃৃদ্ধি পাওয়ায় তাদের ধানসহ সবজির ক্ষেত ডুবে গেছে। অধিক মজুরী দিয়েও ধান কাটা শ্রমিক না পাওয়ায় তারা নিজেরা পরিবারের সবাইকে নিয়ে ঝুঁকির মধ্যে পাঁকা, আধা-পাঁকা ধান কাটতে বাধ্য হচ্ছেন।’ এদিকে, উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস সালাম জানান, ‘যমুনায় গত ৩ দিনে ৬ ফুট পানি বৃদ্ধিতে প্রায় ২০ হেক্টর ধানের জমিতে পানি ঢুকেছে। ডুবে যাওয়ার আগেই কৃষকেরা এসব ধান কেটে ফেলছে। ধান কাটার জন্য সরকারি প্রণোদনার ১৬ টি ও বাইরে থেকে আনা আরও ৩০ টিসহ মোট ৫৬টি কম্বাইন্ড হার্ভেষ্টার দিয়ে দ্রুত গতিতে ধান কাটার কাজ চলছে যা সপ্তাহখানিকের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।’ অপরদিকে, বাঘাবাড়ি-নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন,‘শাহজাদপুরসহ চলনবিলাঞ্চলবাসী ও এ অঞ্চলের ফসলী জমিকে বন্যার হাত থেকে রক্ষায় এ বাঁধটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে। বাঁধের সুরক্ষায় পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারকে যথাযথ ব্যবস্থাগ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে। ভবিষ্যতে বাঁধটি স্থায়ীভাবে নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

শাহজাদপুরে প্রাইম থার্মাল ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে প্রাইম থার্মাল ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

মফস্বল এলাকায় বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয়ে মঙ্গলবার (৩০) মার্চ রাতে শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলো পাড়ায় প্...

ক্ষমতা কুক্ষিগত করতেই সম্প্রচার নীতিমালা : ফখরুল