সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশিরঃ তাপমাত্রা বৃদ্ধি, বসবাসের উপযোগী পরিবেশের অভাব, ফসলে কীটনাষকের অতিমাত্রায় প্রয়োগ,আনাড়ি মধু সংগ্রহকারীদের দ্বারা মৌচাকে অগ্নিসংযোগে মৌমাছিকে পুরিয়ে মেরে ফেলা, খাদ্যের অভাবসহ বহুবিধ কারনে কৃষিপ্রধান দেশে পরাগায়নে ব্যাপক সফল ভূমিকা রক্ষাকারী মুক্ত মৌমাছির সংখ্য ও আনাগোনা আশংকাজনক হারে দিন দিন কমছে । মৌমাছির আনাগোনার হার কমতে কমতে এতটাই কমেছে যে গ্রাম গঞ্জের বিভিন্ন ফলবান বৃক্ষে আগের মতো আর মুক্ত মৌমাছি চাক বা বাসা বাধছে না।প্রতিকূল আবহাওয়া ও মনুষ্যসৃষ্টি বহুমূখী সমস্যায় জর্জরিত হয়ে মুক্ত মৌমাছি ক্রমেই বাক্সবন্দী হয়ে পড়ছে।বিশেষ করে নানা সমস্যায় জর্জরিত এসব মৌমাছি উপযুক্ত বাসযোগ্য আবাসের অভাবে সুন্দরবন ভিত্তিক একটি বিশেষ এলাকাকেন্দ্রিক হয়ে পড়ছে।দেশের উত্তরাঞ্চলসহ উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বঅঞ্চল এলাকা থেকে মুক্ত মৌমাছি ফুলের অভাবে চলে যাচ্ছে সুন্দরবন এলাকায়।মৌমাছির প্রজনন বৃদ্ধি ও সংরক্ষণের অভাবে যে হারে উত্তরাঞ্চলসহ উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বঅঞ্চল এলাকা থেকে মুক্ত মৌমাছি দক্ষিণ এলাকায় চলে যাচ্ছে তাতে মৌমাছির প্রজনন ও আনাগোনা একটি বিশেষ অঞ্চলভিত্তিক হয়ে পড়ছে।মৌমাছির প্রজনন বিঘ্নিত হওয়ায় তারা ক্রমাগত কোনঠাসা হয়ে পড়ছে।সংরক্ষণের কোন উদ্যোগ নেই ! চলনবিল অঞ্চলে মধু সংগ্রহকারী মৌচাষীরা জানিয়েছেন, অতীতে দেশে আম, জাম, কাঠাল, বিভিন্ন বুঁনো ফুলগাছসহ বিভিন্ন ফসলের ফুলের মধুর ওপর ভিত্তি করে প্রচুর মৌমাছির বাস ছিল গ্রামগঞ্জে।এ সময় মুক্ত মৌমাছি আমগাছে বাসা করে মধু সংগ্রহ ও বংশবৃদ্ধি ঘটাতো।মাত্র দুইযুগ আগেও এমন কোন গ্রাম খুঁজে পাওয়া যেতো না যে গ্রামে একটিও মৌমাছির চাক নেই।বর্তমানে দেশের উত্তরাঞ্চলসহ উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বঅঞ্চল এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এবং শুষ্ক আবহাওয়া ও জলবায়ুর কারণে মৌমাছিদের বসবাস ও বংশবৃদ্ধিতে চরম নেতিবাচক প্রভাব পড়ছে।জলীয় আবহাওয়া বিরাজমান এলাকায় দিন দিন চলে যাচ্ছে মৌমাছি।অতীতে আম, জাম, কাঠালসহ বিভিন্ন ফলবান বৃক্ষ পরিলক্ষিত হলেও ক্রমবর্ধিত জনসংখ্যার প্রবল তোড়ে এসব গাছপালা ও বনাঞ্চল কেটে উজাড় করে দেওয়ায় মৌমাছিদের বসবাস ও প্রজনন বিঘ্নিত হচ্ছে।কৃষিপ্রধান এ দেশের অজ্ঞ কৃষকেরা অতিমাত্রায় কীটনাষক ফসলী জমিতে ব্যবহার করছেন।ফসলী জমিতে অতিমাত্রায় কীটনাষকের ব্যবহারের ফলে মৌমাছি কীটনাষক পানে মারা যাচ্ছে।এছাড়া আনাড়ি মধু সংগ্রহকারীদের ধারনা, মৌচাক থাকলেই মধু পাওয়া যাবে।তাদের এ ভ্রান্ত ধারনায় মধু সংগ্রহ করতে তারা আগুণ জ্বেলে মৌমাছি পুরিয়ে মেরে ফেলছে।ফলে মৌমাছির বংশবৃদ্ধি মারাত্বকভাবে ব্যহত হচ্ছে। বিশেষজ্ঞ কৃষিবিদগনের মতে,পর্যাপ্ত খাবারের অভাবে মৌমাছি সুন্দরবনের গেওয়াসহ বিভিন্ন বুঁনো ফুল থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহে সুন্দরবনমূখী হয়ে পড়েছে।জীবন ধারনের জন্য পর্যাপ্ত খাবার আর উপযোগী বাসস্থানের অভাবে যেসব মৌমাছি জলীয় আবহাওয়া এলাকা সুন্দরবনে চলে যাচ্ছে তা আর ফিরে আসছে না।ফলে দেশের উত্তরাঞ্চলসহ উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বঅঞ্চল এলাকায় মৌমাছির আনাগোনা ক্রমাগত কমছে। কৃষিপ্রধান এ দেশে প্রায় সব ধরনের ফসলের পরাগায়নে ব্যাপক ভূমিকা রাখা এসব মৌমাছি যে হারে অন্যত্র চলে যাচ্ছে তা কৃষির উৎপাদনের জন্য রীতিমতো উদ্বেগের বিষয়।এজন্য রাস্তার ধারে ইউকালিপ্টাস, ইপিলইপিল জাতীয় বৃক্ষ রোপনের পরিবর্তে ফলবান বৃক্ষ রোপন এবং ব্যাপকভিত্তিতে ফুলচাষের উদ্যোগ গ্রহন করা উচিত।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে ২'শ ৮৫ পিছ ইয়াবা ও ২ কেজি ৯'শ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে ২'শ ৮৫ পিছ ইয়াবা ও ২ কেজি ৯'শ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২

র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী।

বজ্রপাতে চিরতরে ঝরে গেলো এক ক্রিকেট প্রেমির স্বপ্ন ও প্রাণ

জানা-অজানা

বজ্রপাতে চিরতরে ঝরে গেলো এক ক্রিকেট প্রেমির স্বপ্ন ও প্রাণ

শামছুর রহমান শিশির : মৃত্যু বিধাতার অমোঘ এক বিধি। দু'দিন আগে পরে সবাইককে মৃত্যুর তেতো অনিবার্য স্বাদ গ্রহণ করতে হবে। তবে...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

দুধের দাম কমানোয় খামারীরা দিশেহারা

মিল্কভিটা

দুধের দাম কমানোয় খামারীরা দিশেহারা

বাংলাদেশ দুগ্ধ উৎপাদন কারী সমবায় ইউনিয়ন (মিল্কভিটা) গত পহেলা ফেব্রুয়ারী থেকে খামারীদের ন...

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শিক্ষাঙ্গন

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ শিক্ষার্থীদের নিকট থেকে জোর করে উপবৃত্তির টাকা কেটে নেওয়া ও এর প্রত...