বুধবার, ১৫ মে ২০২৪
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর উপজেলার সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌরমেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু (৪০) গ্রেফতারের ৬৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পিন্টু জামিন লাভ করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে ছাড়া পান তিনি। এসময় কারাফটকে পিন্টুর আইনজীবীসহ বেশ ক'জন স্বজন উপস্থিত ছিলেন। জামিনে মুক্তির পর কারাফটক থেকেই মাইক্রোবাস যোগে পিন্টু ঢাকার পথে যাত্রা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সিরাজগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার জানান, 'মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মিস কেস নং-১৩৩০০/১৭-এর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও জাফর আহমেদ গত ৩ এপ্রিল পিন্টুর জামিন মঞ্জুর করেন। উক্ত জামিন মঞ্জুর আদেশের প্রেক্ষিতে রোববার সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন মঞ্জুর হয়। বিকেল ৫ টার দিকে জামিন মঞ্জুরের আদেশপত্রটি আদালত থেকে জেলা কারাগারে আসে। আদেশপত্রটি যাচাই-বাছাই শেষে পিন্টু সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কারাগার থেকে মুক্ত হন।' উল্লেখ্য, পৌরমেয়র মিরুর দু'ভাই মিন্টু ও পিন্টু গত ২ ফেব্রুয়ারি দুপুরে মেয়রের বাড়িতে আটক রেখে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে দিয়ে ভ্যানে তুলে দেন। পরে গুরতর অবস্থায় উদ্ধার করে বিজয়কে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে তার স্বজনেরা। ওই ঘটনায় পরদিন বিজয়ের চাচা এরশাদ আলী বাদী হয়ে মেয়র মিরু ও তার দু'ভাই মিন্টু ও পিন্টুসহ ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন। ঘটনার ৬৭ দিন পর উচ্চ আদালতের আদেশে জামিনে ছাড়া পেলেন পিন্টু।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর