শুক্রবার, ০২ মে ২০২৫
করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ থাকা সিরাজগঞ্জের ৭ শতাধিক কিন্ডারগার্টেনের ১০ হাজারেরও অধিক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। এসব কিন্ডারগার্টেনের মালিকরাও অর্থসংকটে পড়ে শিক্ষক-কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল দিতে পারছেন না। আজ রোববার (১০ মে) শহরের জুয়েল অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে কিন্ডারগার্টেন উদ্যোক্তা ও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণোদনা চালু সহ সরকারের প্রতি ৪ দফা দাবী জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আহবায়ক মো. বরকতুল্লাহ বলেন, করোনা সংকটের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর একমাত্র আয়ের উৎস ছাত্র-ছাত্রীদের টিউশন ফি আদায় সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের ৯৮ ভাগ অসচ্ছল উদ্যোক্তারা পড়েছেন চরম অর্থসংকটে। এ কারণে তারা শিক্ষকদের বেতন, বাড়ি ভাড়া ও বিদ্যুৎ বিল দিতেও ব্যর্থ হচ্ছেন। এতে করে জেলার ৭ শতাধিক কিন্ডারগার্টেনের দশ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে স্কুল বন্ধ থাকাকালীন শিক্ষক-কর্মচারীদের মাসিক ৭ হাজার টাকা বেতন, রেশনের ব্যবস্থা, স্কুল ভবনের ভাড়া মওকুফ ও স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করার দাবী জানানো হয়। এ সময় জেলা কিন্ডার গার্টেন সমন্বয় পরিষদের উপদেষ্টা রেজাউল করিম জুয়েল, সদস্য সচিব মফিজুল আলম জোয়ার্দ্দার বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি/সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।
আরো খবরঃ
শাহজাদপুরে এইউএসবি জ্ঞানালোক কিন্ডার গার্টেন স্কুলের ৩০ জন শিক্ষার্থীর ২৫ জনই বৃত্তিলাভ করেছে শাহজাদপুরে একুশে প্রদক প্রাপ্ত আলোক চিত্রী শিল্পী ভাষা সৈনিক আমানুল হকের ৯০ তম জন্ম বিদস পালিত। গাউছিয়া-নিউমার্কেটসহ ১১ মার্কেট খুলছে না ঈদের আগে

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী