
চন্দন কুমার আচার্য : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রায় ১০ কিলোমিটার দুরে ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রাম মানব পাচারের এক অভয়ারণ্য হিসাবে গড়ে উঠেছে। ছোট সগুনা গ্রামের মানব পাচারকারী এবং উক্ত গ্রাম থেকেই নিখোঁজ ৫ জন, ২জন থাইল্যান্ডের জেল হাজতে। ছোট সগুনা গ্রামের প্রায় ঘরে ঘরে মালয়েশিয়া অভিবাসী রয়েছে। উক্ত গ্রামে মানবপাচারকারী সদস্য এবং সদস্যাও আছে।
চলছে সন্তানহারা মায়েদের শোকের মাতম





সরেজমিন পরিদর্শন কালে সেখানকার এক ভয়ানক চিত্র দেখা যায়। গত শুক্রবার বিকাল ৪ টায় সাংবাদিক পৌছানোর কথা শুনে সঙ্গে সঙ্গে সন্তান হারা মায়েরা চারপাশে ঘিরে ধরে এবং তাদের একটিই মাত্র কথা আমার সন্তানকে ফিরে যেন পাই এবং যারা আমাদের কোলকে খালি করেছে তাদের শাস্তি যেন হয়। আপনাদের নিকট, প্রশাসনের নিকট এবং এটা সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করি। গ্রামের ইউসুফ প্রামাণিকের স্ত্রী মাহমুদা খাতুন (২০) তিনি বলেন, আমার দেবরের জন্য আমার ৩ বছর বয়সী সন্তান সামিউল হোসেন দেবর জুয়েল এর জন্য সব সময় কান্নাকাটি করে। তিনি আরো বলেন, আমার সন্তানের যখন তার চাচার কথা মনে পড়ে তখনই আমাকে নয়তো আমার শ্বশুরকে মোবাইল নিয়ে বলে জুয়েল চাচাকে ফোন দাও। তখন তার কথা শুনে বাড়িতে কান্নার স্বর বেজে উঠে। তার কথা গুলো এভাবেই বলতে ছিল ক্রন্দন যুক্ত স্বরে মাহমুদা খাতুন। ছোট সগুনা গ্রামের মানব পাচারকারীরা হলেন, মৃত কাদের প্রামানিক এর পুত্র তৈয়ব আলী, রিনা খাতুন, স্বামী-তৈয়ব আলী, আঃ সালাম এর পুত্র এরশাদ, মজিদ আকন্দের পুত্র জাহাঙ্গীর। গ্রামের মানব পাচার কারী সক্রীয় সদস্য তৈয়ব আলী, রিনা খাতুন এরা দু’জন লোক গুছিয়ে দিত মালয়েশিয়ায় অবস্থানরত জাহাঙ্গীরের নির্দেশে। তারা আরও বলেন, আমরা কখনও জানিনা, আমাদের সন্তান মালয়েশিয়ার পথে যাত্রা করেছে। নিখোঁজকারীরা হলেন, ১। ছোট গ্রামের হোছেন আলী ও ফাতেমা খাতুনের পুত্র বাদশা প্রামানিক (২০), ২। সুলতান প্রামাণিক ও সোহাগী খাতুনের পুত্র সাগর (২০) ৩। হাছেন আলী প্রামাণিক ও রুবিয়ার পুত্র জুয়েল (২৫), ৪। । ইসমাইল প্রামানিক ও ছালেকা বেগমের পুত্র রুবেল ( ২৩), ৫। ঢাকায় বেক্সিমো গ্রুপের কর্মরত কাটিং হেলপার জামাল মিয়া সহ উপরোক্ত নিখোঁজ ৫ ব্যক্তি গত চার মাস পূর্বে বাড়িতে না বলে দালালদের খপ্পরে পরে ট্রলারে মালয়েশিয়া চলে যায়। জুয়েল রানার মাতা রুরিয়া খাতুন ক্রন্দন সুরে বলে আমার সন্তানকে যে দালালেরা নিয়ে গেছে তাদের যেন সৃষ্টি কর্তার গজব পরে। তার ভাবি মাহমুদা খাতুন বলেন আমরা আজও তাদের আশায় বসে আছি। কবে ফিরে আসবে আমার দেবর জুয়েল সহ আরও ৪জন। তিনি আরও বলেন আমার ছেলে সামিউল হোসেন (৩) তার চাচার খুব বাধ্য ছিল। চাচার কথা মনের পরলেই তার দাদা হাছেন আলীর নিকট মোবাইল এগিয়ে দেয়। বলে আমার চাচাকে ফোন দাও। তার কথা গুলো শুনে সন্তান হারা মায়েরা কান্নায় জর্জরিত হয়। অপর দিকে নেজাব আলী প্রামানিক ও আলেয়া খাতুনের পুত্র মোহাম্মদ প্রামানিক(২৮) ও আব্দুর রহমানের পুত্র শামসুল হক (৩০) উক্ত ৫জন যাওয়ার প্রায় ১ মাস পূর্বেই মালয়েশিয়ায় যাওয়ার পথে থাইল্যাল্ডে পুলিশে হাতের আটক হয়। মোহাম্মদ আলী ও শামুসল হক এখনও থাইল্যান্ডের জেল হাজতে আছে। মোহাম্মদ আলীর স্ত্রী রুবিয়া খাতুন বলেন, আমাকে শয়তানরা স্বামী হারা এবং সন্তান হারা করেছে। তাদের শাস্তি যেন অবশ্যই হয় এটা আমি আপনাদের মত সাংবাদিক ও প্রশাসনকে অনুরোধ করবো। গত শুক্রবার সরজমিনে পরিদর্শন কালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান কে ফোন দিলে তিনি বলেন, মানব পাচারকারী ও নিখোজ সন্তানদের তালিকার বিস্তারিত তথ্য প্রেরনের দায়িত্ব এসআই ফয়সাল হোসেনকে দেওয়া হয়েছে। তার নিকট নিখোজ কারীদের ছবি নাম ও ঠিকানা ও মানব পাচারকারী সক্রিয় সদস্যদের নামের তালিকা প্রেরন করলেই আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বর্তমানে মোহাম্মদ প্রামানিক(২৮) ও শামসুল হক (৩০) এর তালিকা বেলকুচি থানায় এসেছে।
বর্তমানে আঃ সালাম এর পুত্র এরশাদ, মজিদ আকন্দের পুত্র জাহাঙ্গীর মালয়েশিয়ায় অবস্থান করছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...
রাজনীতি
শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠান
আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, ১২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলার পাড়কোলা মৌজায় টেকনিক্যাল স্কুল এন্...
দিনের বিশেষ নিউজ
বিষ্ময়কর এক ফল 'চালতা'
জাতীয়
খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী
অপরাধ
শাহজাদপুরে ফসলী জমি রক্ষায় আদালতের কারণ দর্শানোর নোটিশ; বন্ধ হয়নি বালু ভরাট কাজ
