বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপে মাশরাফি ও তামিম ইকবালের পারফরম্যান্স এবং ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেলকে নিয়ে গণমাধ্যমের সামনে বোর্ডের কয়েকজন কর্মকর্তার প্রকাশ্য নেতিবাচক মন্তব্যে ক্ষোভ ঝেড়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার। ওয়ানডে বিশ্বকাপে দলনেতা মাশরাফির পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। প্রত্যাশা পূরণ করতে পারেননি তামিমও। দুজনের পারফরম্যান্স নিয়ে বোর্ডের অনেকে কানাঘুষা করতেন- বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে ‘সাড়ে ৯’ জন খেলোয়াড় নিয়ে! সম্প্রতি নট আউট নোমান অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘যখন বলা হয় বাংলাদেশ দল সাড়ে ৯ জন বা ১০ জন নিয়ে বিশ্বকাপে খেলেছে… আর এটা যখন মিডিয়ার সামনে বসে বলবে! ফাজলামো করে হোক বা গুরুত্ব দিয়েই হোক, একজন দর্শক এটা বলতে পারে। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ মহলের কেউ যখন এটা মিডিয়ার সামনে বলে তখন অবশ্যই কষ্ট লাগবে। কারণ আমি তো বোর্ডের বিরুদ্ধে কোনোদিন একটা কথা বলেনি। বোর্ড আমাকে ডেকে বলতে পারে।’ বিশ্বকাপে নিজের ম্লান পারফরম্যান্স মেনে নিলেও চেষ্টার কোনো কমতি ছিল না বলে খোলাসা করেন মাশরাফি। তিনি জানান, ‘বিশ্বকাপে এমন কোনো প্র্যাকটিস সেশন নেই যে আমি যোগ দেইনি। একদিন দুইজন খেলোয়াড় অনুশীলন করেছে, সেখানে একজন আমি ছিলাম। আমার ভালো খেলতে হবে এই চেষ্টা ছিল। আমি বিন্দুমাত্র ছাড় দেইনি। সর্বোচ্চ চেষ্টা করেছি, জানি না কেন হয়নি।’ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ব্রেন টিউমারে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য অনুদান দিয়েছিল বিসিবি। এ নিয়েও অসন্তোষ আছে অনেক বোর্ড কর্তার। মাশরাফি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মোশাররফ রুবেলের ব্রেন টিউমার হয়েছে। আপনি (অনুযোগ করে) মিডিয়ায় বলছেন- কারও কয়দিন পর ক্যান্সার হবে, তাকেও টাকা দিতে হবে… তখন খেলোয়াড় হিসেবে মনে হয়- আমরাও অনেক কিছু বলতে পারি যেগুলো আপনাদের করারই প্রয়োজন নেই, কিন্তু আপনারা করেন। আমরা বলেছি কখনো? রুবেল মৃত্যুপথযাত্রী ছিল। পাপন ভাই বা বোর্ডের সর্বোচ্চ মহল আলোচনা করেই তো তার চিকিৎসার টাকাটা দিয়েছে। আপনার আপত্তি থাকলে পাপন ভাইর সামনেই করতেন, মিডিয়ার সামনে এসে কেন বলছেন? চিন্তা করুন, এটা শুনে রুবেলের পরিবারের কেমন লেগেছে।’ ইউটিউবের এই অনুষ্ঠানে মাশরাফি অকপটে স্বীকার করেন, বোর্ডের শীর্ষপর্যায়ের কর্তাদের এমন আচরণ মেনে নিতে পারেননি তিনি। মাশরাফি বলেন, ‘সত্যি বলতে, এই বিষয়গুলো আমার খারাপ লেগেছে। আমার পারফরম্যান্সের কারণে আমাকে যেখানেই নামান না কেন, আমি প্রস্তুত আছি। কিন্তু বোর্ডের মানুষ কথা শোনাবে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাও আপনাদের মাধ্যমে জেনেছি, আমার সামনে বললেও এক কথা ছিল। মিডিয়াকে বললে এটা সবাইকে বলা হয়ে যায়। তখন মিডিয়াও ভাবে- আমাদের ভেতরে সমন্বয় নেই। প্রশ্ন ওঠে- আমাকে তারা কোন চোখে দেখে আর আমি কোন চোখে দেখি। আমার উনাদের প্রতি শ্রদ্ধা আছে, বিশ্বাস করি বেশিরভাগ মানুষেরই আছে। যাদের ভালো লাগে না তারা অন্যভাবে বিষয়টা দেখতে পারত, যেটা করেনি।’ নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গল...

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

শিক্ষাঙ্গন

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ আজ অবধি

শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উদযাপন

শাহজাদপুর

শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উদযাপন

আজ ৯ মার্চ মঙ্গলবার শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি পালন করেছে জাতীয় সমাজ তান্ত্রিকদল...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

জাতীয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে বুধবার দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,...