শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

Untitled-1শাহজাদপুর প্রতিনিধিঃ একটি অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী হয়েও এখনও চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। তাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনও রহস্যজনক ভাবে বরখাস্ত করা হয়নি। তিনি হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করে (স্মারক নং ২৬৫) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরারর পাঠানো হলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। সাজাপ্রাপ্ত এই ইউপি চেয়ারম্যান সাজা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার না করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলমের ভাতিজা সেলিম রেজা ও সিহাবকে জাপানে পাঠানোর কথা বলে ২০০৭ সালের ৩০ নভেম্বর ২৫ লাখ টাকা গ্রহন করেন। ৩ মাসের মধ্যে বিদেশ পাঠানোর কথা বলে ১৫০ টাকা মূল্যের স্ট্যাম্পে এ ব্যাপারে উভয়পক্ষের মধ্যে একটি চুক্তি হয়। ওই সময়ের মধ্যে বিদেশ পাঠাতে ব্যর্থ হয় কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম টাকা ফেরতের জন্য তাকে চাপ সৃষ্টি করলে বর্তমান ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তাকে একটি চেক প্রদান করেন। কিন্তু চেকটি ডিজঅনার হয়ে যায়। ফলে সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম ২০১৩ সালের ১৭ ফেব্র“য়ারী ৪০৬ ও ৪২০ ধারায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলা (নং সিআর ৬০/১৩) দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে ৪২০ ধারার অপরাধের অভিযোগটি আদালতে প্রমাণিত হয়। ফলে চলতি বছরের ২৯ এপ্রিল কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত ৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। আদালতের কাছে আসামী সাইফুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। গত ১ মাস অতিবাহিত হলেও সাজাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে পুলিশ রহস্যজনক কারণে গ্রেফতার করেনি। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাজা প্রাপ্ত এ আসামিকে এখনও বরখাস্ত করা হয়নি। ফলে সাজা প্রাপ্ত হয়েও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপদে বহাল তবিয়তে রয়েছেন। উল্লেখ্য ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম গ্রেফতার হওয়ার পর থেকে তার এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। মামলার বাদি সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জানান, রায়ের কপি সংশ্লিষ্ট সকল বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। তারপরেও এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যাপারে কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাদীর সাথে বিষয়টি আপোষ মিমাংসা করা হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল হাই বলেন, এখনও পর্যন্ত এ ধরণের কোন গ্রেফতারী পরোয়াণা থানায় এসে পৌছায় নি। এ ছাড়া বিষয়টি তার জানা নেই। ফলে তাকে গ্রেফতার করাও হয়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

শাহজাদপুর

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...

ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি

আন্তর্জাতিক

ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি


  1. ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা...

বিষ্ময়কর এক ফল 'চালতা'

দিনের বিশেষ নিউজ

বিষ্ময়কর এক ফল 'চালতা'

আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের

অর্থ-বাণিজ্য

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্র...