মঙ্গলবার, ১৪ মে ২০২৪
7-5-15-pic-1 -আবুল বাশার- বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। আমাদের প্রাণের স্বজন। বাঙালির জীবন-যাপন,সংস্কৃতি সবকিছু জুড়ে আছে রবীন্দ্রনাথ।রবীন্দ্র নাথ জমিদারী তদারকির কাজে ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত ৭ বছরে অনেক বার শাহজাদপুরে এসেছেন, অবস্থান করেছেন তাঁর কাছারি বাড়িতে। শাহজাদপুর কাছারি বাড়ির তাঁর শোবার ঘড়ের দক্ষিনের বারান্দা এবং তাঁর প্রিয় বকুল তলার বেদীতে বসে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে থেকে রচনা করেছেন অসংখ্য মূল্যবান কবিতা, গান ও ছোট গল্প। লিখেছেন তার প্রিয়জনদের কাছে অসংখ্য চিঠি। সে কারনেই শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি ঐতিহাসিক মর্যাদা নিয়ে এখনও বাঙলা,বাঙগালি, বাঙলা ভাষা ও জাতীয় চেতনার ঐক্যতান বহন করে চলেছে। তাইতো প্রানের একান্ত অনুভূতি থেকেই আমরা সকলে মিলে গেয়ে উঠি “আমার সোনার বাঙলা আমি তোমায় ভালবাসি”। রবীন্দ্র নাথের এ হৃদয়স্পর্শী গানটি আমাদের জাতীয় সঙ্গীত। তবে এ কাছারি বাড়ি প্রতিষ্ঠা পাবার অনেক পূর্বে এর আরও একটি ইতিহাস রয়েছে। এখনকার ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত রবীন্দ্র কাছারি বাড়িটি পূর্বে ছিল নীল কুঠি। শতশত বছরের শাসক ও শোষক গোষ্ঠি ইংরেজদের পতন ঘটেছে বহু আগেই। তবে তাদের শোষণের নানা স্মৃতিচিহ্ন অস্তিত্ব আজো বহন করে চলেছে এ দেশের বিভিন্ন এলাকা। এসব এলাকার মধ্যে শাহজাদপুর নীলকুঠি (রবীন্দ্র কাছারি বাড়ি) অন্যতম। অনুসন্ধানে দেখা গেছে শাহজাদপুর এলাকা নীল চাষের জন্য তৎকালিন সময়ে উপযুক্ত এলাকা হিসেবে ইংরেজদের কাছে বিবেচিত ছিল। ফলে এখানে প্রত্যক্ষভাবে আগমন ঘটে ইংরেজদের। বিভিন্ন স্থানে গড়ে উঠে নিলকুঠি। সে সময়ে এলাকার নদী তীরবর্তী কৃষিমাঠ জুড়ে নীল চাষ করা হতো। আজো সেসব স্থান নীল চাষের সাক্ষ্যবহন করছে। এই নীল চাষের জন্য শ্রমিক হিসাবে বিভিন্ন এলাকার দরিদ্র দিনমজুরদের জোর করে কাজে লাগানো হতো। এলাকার কৃষদের নানা ভয়ভীতি ও নির্যতনের মাধ্যেমে নীল চাষে বাধ্য করা হতো। পরবর্তীতে ব্যাপক কষ্টদায়ক ও নির্যাতন মূলক নীলচাষ করতে কৃষকেরা একপর্যায়ে অনাগ্রহ প্রদর্শন শুরু করে। শুরু হয় নীল চাষের বিরুদ্ধে নির্যাতিত কৃষকদের বিদ্রোহ। এরপর থেকে দেশের বিভিন্নস্থানে বিচ্ছিন্নভাবে কৃষক বিদ্রোহ শুরু হয়। নীলচাষ বন্ধে নীলকুঠিতে কৃষকেরা অক্রমন করে। একসময়ে হাজার হাজার বিক্ষুব্ধ কৃষকদের চাপ ও ঘেড়াও আন্দোলনের মুখে ছোট লাট গ্রান্ট নীল চাষ বন্ধের ঘোষণা দেন। পরে বৃটিশ সরকার নীলচাষ বন্ধে নীল কমিশন গঠন করে। এরপর থেকে পর্যায়ক্রমে নীলচাষ বন্ধ হয়ে যায়। পরে এতদাঞ্চল নাটোরের রানী ভবানীর কাছে হস্তান্তর হয়। পরে ১৮৪০ সালে তিন তৌজির অন্তর্গত এ ডিহি শাহজাদপুরের এ অংশ নিলামে উঠলে কবিগুরু রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র তের টাকা দশ আনায় এই জমিদারী কিনে নেন। সেই থেকে এটি ছিল রবীন্দ্র নাথের পারিবারিক জমিদারীর অংশ। পরে পূর্ববাংলার জমিদারীর অংশ কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ী, শাহজাদপুরের কুঠিবাড়ী ও নওগার পতিসর কাছারিবাড়ী এলাকার জমিদারী তদারকি করার দায়িত্ব পরে রবীন্দ্রনাথের উপর। জমিদারী দেখাশোনার কাজে রবীন্দ্রনাথ শিলাইদহ কুঠিবাড়ী থেকে নদী পথে তার প্রিয় পদ্মা ও চিত্রা বোটে চেপে শাহজাদপুরে আসতেন। নদীপথে যাতায়াত ও বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হতেন রবীন্দ্রনাথ। এভাবেই কবিগুরু তার শহুরে বৃত্তাবদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে বাংলার প্রকৃতি,জনমানুষ,সমাজ-সংস্কৃতি ও অর্থনীতির সাথে মিলেমিশে একাকার হয়ে রচনা করতে সক্ষম হয়েছিলেন বাংলা সাহিত্যের বিশেষ ভান্ডার। রবীন্দ্র জমিদারির শাসনামলে রবীন্দ্র কাছারিবাড়ীর আশেপাশে বাগদি সম্প্রদায়ের জনগোষ্টিকে বসানো হয়েছিল। তারা জমিদারবাড়ীর নানা কাজকর্ম করতো পাশাপাশি রবীন্দ্রনাথের পালকির বাহক হিসেবে কাজ করতো। ঐতিহাসিক সাক্ষ্য হিসেবে বাগদি সম্প্রদায়ের একটি জনবসতি এখনো রয়েছে। লেখক :- মুক্তিযোদ্ধা,সাংবাদিক,কলামিষ্ট ও গবেষক মোবাইল নং-০১৮৫৫-৬৯৪৯৪৬

সম্পর্কিত সংবাদ

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরের প্রায় সহস্রাধিক নলকূপ চালিত ইরি-বোরো স্কিমে পানির সংকট; কৃষকের বিপাকে

কৃষি

শাহজাদপুরের প্রায় সহস্রাধিক নলকূপ চালিত ইরি-বোরো স্কিমে পানির সংকট; কৃষকের বিপাকে

নিজস্ব প্রতিনিধি : পানির স্তর নিচে নেমে যাওয়ায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ইরি-বোরো চাষে চলছে পানির চরম সংকট। কৃষক চা...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...