

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি-চৌহালীর মানুষের মধ্যে বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি ধীর গতিতে কমাতে স্বস্তি ফিরে এসেছে। বুধবার ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ সে.মি মিটার পানি কমেছে। এর যমুনার পানি বিপৎসীমার ৬৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোড্রে নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, পানি কমা শুরু হলে ভাঙ্গন দেখা শুরু হয়। এখন পর্যন্ত বেলকুচি-চৌহালীর কোন স্থানে ভাঙ্গন শুরু হয় নাই। পানি উন্নয়ন সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ড সার্বিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। বেলকুচি-চৌহালীর প্রায় ৭০ হাজার লোক পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। অপর দিকে জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৬০ প্রাথমিক বিদ্যালয় সহ কমপক্ষে ২৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি ডুবে গেছে। এছাড়াও আড়াই হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কর্মহীন হয়ে পড়া মানুষগুলো অর্ধাহারে দিন কাটাচ্ছে। বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশকিছু পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। অপরদিকে পানিবাহিত রোগ ডায়ারিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বানভাসী মানুষেরা। বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সিরাজগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ডায়রিয়া, আমাশয়জনিত বেশকিছু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন জানান, ইতিমধ্যে জেলার বানভাসী মানুষের জন্য ১০০ মেট্রিক টন চাল ও তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে। আরো দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দু-একদিনের মধ্যে সেগুলো বিতরণ করা হবে।
সম্পর্কিত সংবাদ

রাজনীতি
শাহজাদপুরে বিএনপি’র সাধারণ সম্পাদক হিরু যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ গ্রেফতার
সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিতের শ্রীফলতলাস্থ বাসভবন থেকে পুলিশ শাহজাদপুর উপজেল...

শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে বৈশাখ ১৪২২
শাহজাদপুর সংবাদ ডেক্সঃ ফেসবুক থেকে সংগৃহিত ছবিঘর। হয়তো আপনার নিজের বা পছন্দের মানুষের ছবিও পেয়ে যেতে পারেন আমাদের এই এ্য...

জাতীয়
তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
বাংলাদেশের জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান মারা গেছেন। ১৫ অক্টোবর ২০২৫, কিডনি ডায়ালাইসিস...

দিনের বিশেষ নিউজ
‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত
‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা...