রবিবার, ০২ নভেম্বর ২০২৫

শাহজাদপুর সংবাদদাতাঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র বিল মহান জাতীয় সংসদে পাশ হওয়ায় গতকাল শুক্রবার শাহজাদপুরের নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। সকালে হাসিবুর রহমান স্বপন এমপি ঢাকা থেকে শাহজাদপুর আসলে এ সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় বিভিন্ন স্কুল,কলেজ,কিন্ডারগার্টেন,মাদ্রাসা,ব্যবসায়ী সংগঠন,শ্রমিক ইউনিয়ন বাদ্য বাজনা নিয়ে আনন্দ মিছিল নিয়ে প্রায় সহশ্রাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এমপি স্বপনকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে এমপির নেতৃত্বে এক বিশাল আনন্দ র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সংবর্ধনা চলাকালে বিসিক বাসষ্ট্যান্ড এলাকা হতে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার দুই দিকে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বৃষ্টিকে উপেক্ষা করে এই বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যেন আনন্দে উদ্বেলিত স্বতস্ফূর্ত জনতার ঢল নামে। এ আনন্দ যেন গোটা উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। পরে হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ‘আমরা শাহজাদপুরবাসী’র পক্ষে এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি হাসিবুর রহমান স্বপন বলেন,‘ এ বিজয় শাহজাদপুরবাসীর। দীর্ঘদিন ধরে শাহজাদপুরের বিভিন্ন রাজনৈতিক মহল, সুধীজন শাহজাদপুরে রবীন্দ্রনাথের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবীতে আন্দোলন সংগ্রাম করে আসছিল। এজন্য তারা বিভিন্ন সময়ে মানববন্ধন, মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচী পালন করে । সেই দীর্ঘ প্রতীক্ষীত দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর ২৫ শে বৈশাখ কবিগুরুর ১৫৪ তম জন্মজয়ন্তী উৎসবে শাহজাদপুরে এসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমাদের চাওয়া পাওয়ার চেয়ে তিনি আমাদের অনেক বেশী কিছু দিয়েছেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চির ঋণী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে শাহজাদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আরোও বলেন,‘ইতিমধ্যেই রাস্তার কাজ ও সীমানা প্রাচীরবাবদ ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি বছরে টেন্ডারের মাধ্যমে এ কাজ শুরু হবে বলে তিনি ঘোষণা দেন। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা। নাগরিক কমিটির আহবায়ক এ এম আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ নূরুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা শামছুল আলম, মাজেদ আলী, মহির উদ্দিন, থানা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, কে এম নাছির উদ্দিন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গত রোববার ঐতিহ্যবাহী শাহজাদ...

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটন

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটন

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...