শুক্রবার, ০২ মে ২০২৫
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার বন্যাকবলিত যমুনার দুর্গম চরাঞ্চল সোনাতুনী ইউনিয়নের সোনাতুনী ও কুরশি এলাকার ৮’শতাধিক দুঃস্থ, অসহায় বানভাসীদের মধ্যে সাবেক এমপি চয়ন ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিরতণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অপর সদস্য পারভীন জাহান কল্পনা এবং সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন, যারা জনগণের সাথেপাশে আগেও ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে-তাদেরকেই তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী করবেন। এজন্য দুইবার আপনাদের ভোটে নির্বাচিত সাবেক এমপি চয়ন ইসলামের সাথে পাশে থেকে তার হাতকে শক্তিশালী করুন। প্রধানমন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে আত্মনিবেদিত প্রাণ হিসেবে দিনরাত বহুমূখী উন্নয়ন পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলেছেন। পদ্মা সেতু নির্মাণ, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১ দিনে পাঠ্যপুস্তক বিতরণ, কৃষি খাত, যোগাযোগ ও পরিবহন খাত, বিদ্যুৎ ও জ্বালানী খাতসহ সকল খাতেই ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নদী শাষণের জন্য ১ হাজার কোটি টাকার প্রকল্পসহ বিভিন্ন খাতের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জাহান কল্পনা বলেন,‘ সাংস্কৃতিকমনারা মহৎ ও উদার প্রকৃতির হয়ে থাকে। চয়ন ইসলাম সংসদ সদস্য থাকাকালে শাহজাদপুরের যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সময় হয়নি। এজন্য চয়ন ইসলামের পাশে দাঁড়ান।’ তিনি এ সময় আরও বলেন,‘ খালেদা জিয়া লন্ডনে বসে যত ষড়যন্ত্রই করুক না কেনো- মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, দেশবাসী ও আপনারা তা প্রতিহত করবেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে বিরাজিত বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সদা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন। ক্ষতিগ্রস্থ বানভাসীদের বাড়িঘর নির্মাণের মাধ্যমে তাদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন।’ বানভাসীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,‘আপনাদের ভয় নেই। সবসময় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে অগ্রসর করতে নিরলসভাবে কাজ করছেন। দেশের ওই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে রোল মডেল হিসেবে বাংলাদেশকে বিশ্বপরিমন্ডলে প্রতিষ্ঠিত করার উদাত্ত আহবান তিনি জানান।’ সাবেক এমপি চয়ন ইসলাম বলেন,‘আমি অতীতেও বানভাসী মানুষকে যেভাবে সহযোগীতা করেছি, বর্তমানেও ব্যাক্তিগত উদ্যোগে তা করছি। ভবিষ্যতেও আপনাদের সাথে পাশে আছি, থাকবো।’ চয়ন ইসলাম আরও বলেন, ‘ দুই বার সংসদ সদস্য থাকাকালীন সময়ে উপজেলার নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সম্প্রসারিত করা হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নিজে এসে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইতিমধ্যেই ভাইস চ্যান্সেলর এবং রেজিস্টার নিয়োগ দিয়েছেন। তিনি অত্র এলাকার আর্থ-সামাজিক, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন তার ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী হিসেবে আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে।’ ওই ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশ নেন, বাঙালি সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ তুষার, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম ভুলু মাষ্টার, আব্দুল জব্বার,জামিরতা ডিগ্রি কলেজের উপাধ্যাক্ষ আব্দুল বাছেত, জেলা যুবলীগ নেতা আব্দুল আউয়াল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর থানা কমিটির সভাপতি ইউনুস আলী, সাবেক ছাত্রনেতা আলিমুল আল সজিব, রতন শেখ প্রমূখ। পরে যমুনার দুর্গম চরাঞ্চল সোনাতুনী ও কুরশী এলাকায় ত্রাণ বিতরণ শেষে পোরজনা ইউনিয়নের জামিরতা ও পোরজনা বাজারে আয়োজিত পথসভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট দিতে উদাত্ত আহবান জানান। ওই ৪টি স্থানের সভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ আমজনতার ঢল নামে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!