শাহজাদপুর সংবাদঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনস্থ এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দিতে ৫ লাখ ৬০ হাজার সিঙ্গেল ফেজ ইলেকট্রনিক মিটার কিনছে সরকার। আরইবির 'পল্লী এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ প্রকল্প' এর আওতায় প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে এসব মিটার কেনা হচ্ছে বলে ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন এ প্রসঙ্গে বলেন, আরইবির সম্প্রসারণ প্রকল্পের আওতায় সাড়ে পাঁচ লাখের বেশি মিটার কেনা হচ্ছে। তিনি বলেন, পাঁচটি ভাগে এসব মিটার কেনা হবে। মিটার কেনার প্রস্তাব মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরইবি সূত্রে জানাযায়, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মিটার কেনার প্রস্তাবের সারসংক্ষেপ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার আগামী বৈঠকে এ প্রস্তাবটি উত্থাপন ও অনুমোদন হতে পারে বলেও এ কর্মকর্তারা জানান। অনুমোদনের জন্য পাঠানো সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, আরইবির 'পল্লী এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ প্রকল্প' এর আওতায় ৫ লাখ ৬০ হাজার সিঙ্গেল ফেজ ইলেকট্রনিক মিটার কেনা হবে। এতে ব্যয় হবে ৬২ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। মোট পাঁচ লটে বা ধাপে এসব মিটার কেনা হবে। প্রতি ধাপে কেনা হবে ১ লাখ ১২ হাজার সিঙ্গেল ফেজ মিটার। এর আগে ১৫ জুলাই গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়াতে ৪ হাজার ৭১৮ কোটি টাকা ব্যয়ে তিনটি বিদ্যুৎ প্রকল্পের আওতায় ২৬ হাজার ১৯০ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ করার অনুমোদন দেয় সরকার। এ তিন প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালের মধ্যে পাঁচ বিভাগের ৪৩ জেলায় ২ হাজার ৮১০ কিলোমিটর সঞ্চালন লাইনও সংস্কার করা হবে। তিন প্রকল্পের আওতায় সারা দেশে নতুন করে ১১ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রকল্প তিনটি হলো পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যক্রম-২ এবং পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কার্যক্রম-২।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...
আন্তর্জাতিক
করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন
ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...
জাতীয়
শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...
অর্থ-বাণিজ্য
নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি
ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন...
দিনের বিশেষ নিউজ
বিষ্ময়কর এক ফল 'চালতা'
আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য
বাংলাদেশ
করোনা সনদ জালিয়াতি করে ধরা শাজাহান খানের মেয়ে!
করোনা সনদ (কোভিড-১৯) জালিয়াতি করে নেগেটিভ রিপোর্ট নিয়ে ধরা খেলেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্...

