শাহজাদপুর সংবাদঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনস্থ এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দিতে ৫ লাখ ৬০ হাজার সিঙ্গেল ফেজ ইলেকট্রনিক মিটার কিনছে সরকার। আরইবির 'পল্লী এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ প্রকল্প' এর আওতায় প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে এসব মিটার কেনা হচ্ছে বলে ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন এ প্রসঙ্গে বলেন, আরইবির সম্প্রসারণ প্রকল্পের আওতায় সাড়ে পাঁচ লাখের বেশি মিটার কেনা হচ্ছে। তিনি বলেন, পাঁচটি ভাগে এসব মিটার কেনা হবে। মিটার কেনার প্রস্তাব মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরইবি সূত্রে জানাযায়, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মিটার কেনার প্রস্তাবের সারসংক্ষেপ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার আগামী বৈঠকে এ প্রস্তাবটি উত্থাপন ও অনুমোদন হতে পারে বলেও এ কর্মকর্তারা জানান। অনুমোদনের জন্য পাঠানো সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, আরইবির 'পল্লী এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ প্রকল্প' এর আওতায় ৫ লাখ ৬০ হাজার সিঙ্গেল ফেজ ইলেকট্রনিক মিটার কেনা হবে। এতে ব্যয় হবে ৬২ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। মোট পাঁচ লটে বা ধাপে এসব মিটার কেনা হবে। প্রতি ধাপে কেনা হবে ১ লাখ ১২ হাজার সিঙ্গেল ফেজ মিটার। এর আগে ১৫ জুলাই গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়াতে ৪ হাজার ৭১৮ কোটি টাকা ব্যয়ে তিনটি বিদ্যুৎ প্রকল্পের আওতায় ২৬ হাজার ১৯০ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ করার অনুমোদন দেয় সরকার। এ তিন প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালের মধ্যে পাঁচ বিভাগের ৪৩ জেলায় ২ হাজার ৮১০ কিলোমিটর সঞ্চালন লাইনও সংস্কার করা হবে। তিন প্রকল্পের আওতায় সারা দেশে নতুন করে ১১ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রকল্প তিনটি হলো পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যক্রম-২ এবং পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কার্যক্রম-২।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...
শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২ জনকে বহিস্কার
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২জনকে বহিস্কার করা...
শিক্ষাঙ্গন
শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
শাহজাদপুর প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গত রোববার ঐতিহ্যবাহী শাহজাদ...
অপরাধ
শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে প্যানেল মেয়রের স্ত্রীকে ধষর্ণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
স্থানীয় সংবাদদাতাঃ আজ সোমবার সন্ধায় শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শ...
শিক্ষাঙ্গন
শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর উপজেলায় ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদ...
শাহজাদপুর
রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি...

