শুক্রবার, ০২ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বাষিক নির্বাচনে বিশিষ্ট শিল্পপতি হাজী ফিরোজ হোসেনের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। হাজী ফিরোজের চাচা হাজি শফিকুল ইসলাম শফির প্যানেল নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছেন। জানা গেছে, খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোববার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্যপদে বিজয়ীরা হলেন, আবু কুরাইশ, বায়জিদ হোসেন, আজিজুল হক ও মোকলেছুর রহমান। ৪ জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ১১ জন পদপ্রার্থী নির্বাচনে অংশ নেন। বিনা প্রতিন্দ্বন্দীতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া, শিক্ষক প্রতিনিধি হিসেবে সিনিয়র শিক্ষক হায়দার আলী ও আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫১৬। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, শাহজাদপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল ইসলাম ভোট গনণা শেষে সর্বসন্মুখে বিজয়ীদের নাম ও নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে, হাজী ফিরোজের পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে হাজী ফিরোজের সমর্থকেরা বিজয়ীদের নিয়ে আনন্দ উল্লাস করেন এবং এলাকায় মিষ্টি বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী