বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সৈয়দ শামীম শিরাজী, সিরাজগঞ্জ: গ্রামীণ প্রাচীন ঐতিহ্যবাহী কামার শিল্প নানা সংকটে আজ প্রায় বিলুপ্তির পথে। প্রয়োজনীয় উপকরণের অভাবে, কারিগরদের মজুরিবৃদ্ধি, তৈরি সামগ্রী বিক্রয় মূল্য কম, কয়লা মূল্যবৃদ্ধি, বিদেশ থেকে বড় বড় ব্যবসায়ীদের স্টিল সামগ্রী আমদানীসহ চরম আর্থিক সংকট ও উৎপাদিত পণ্যের চাহিদা কম থাকায় কামার শিল্পটি আজ প্রায় বিলুপ্তির পথে। কিন্ত আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দেশি প্রযুক্তি দা, কুড়াল, বেকি, খুন্তি, কাটারিসহ ছোট বড় ছুরি বানাতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কামাররা। হাটবাজারসহ বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই পৌরশহরের বাইরে থেকে গ্রামের লোকজনেরা গরু মহিষ, ছাগল জবাই ও গোশতের কাজের জন্য কামারিদের কাছে প্রয়োজনীয় ধারালো দেশি তৈরি চাকু, বটি, কাটারি, ও ছোট বড় সাইজের ছুরি তৈরির আগম অর্ডার দিতে শুরু করেছেন। তাই প্রত্যেক কামারের দোকানে শুধু টং টং শব্দে এখন মুখরিত। আসন্ন ইদুল আযহাকে সামনে রেখে কামার কর্মকাররা সারাবছরের তুলনায় বর্তমান রাতদিন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখানকার কর্মকারদের নিপুণ হাতেগড়া তৈরি বটি, ছুরি, কাটারি, কুঠার, লাঙ্গলের ফলাসহ বিভিন্ন সাইজের লৌহজাত দ্রব্য তৈরি করে থাকেন। সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল হাটের কর্মকার শাহালি এবং বাহিরগোলা বাজারের পলাশ কর্মকার জানান, লোহা পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা আমাদের পেশা, বাপ, দাদার পৈত্রিক সূত্রে আমি এই পেশার সাথে জাড়িত আছি। এখানে একটি মাঝারি ধরনের দা ও কাটারি তৈরি করে ওজন অনুযায়ী দুশ’ হতে তিনশ’ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর ক’দিন পরই ঈদুল আযহা। ঈদ সামনে রেখে সিরাজগঞ্জ কামারপাড়াগুলোতে টুং টাং শব্দে চলছে নির্ঘুম কর্মব্যস্ততা কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহৃত দা-বঁটি, ছুরিসহ হরেকরকমের জিনিস তৈরি ও ধারানোর জন্য কামাররা গভীর রাত অবধি কাজ করছেন। গতকাল কামারখন্দ কামারপাড়ায় গিয়ে দেখা যায়, লোকজন পুরনো দা-বঁটি নিয়ে আসছেন ধার দেয়ার জন্য। তবে অনেকেই আসছেন নতুন ছুরি কিংবা দা কিনতে বা বানানোর অগ্রিম অর্ডার দিয়ে যেতে। সেখানে কামারের দোকানে আসা ওহিদ মিয়া বলেন, ঈদের দিন দুই আগে দা-বঁটি নিয়ে দৌঁড়াদৌঁড়ি করা সম্ভব হয় না। তাই প্রতি বছরই আমি কোরবানির অন্তত ১৫ দিন আগে দা-বঁটিতে ধার দিই। এবারো এসেছি। সিরাজগঞ্জের কামারখন্দে সবচেয়ে বেশি কামারের দোকান রয়েছে। এখানে প্রায় শতাধিক কামার কাজ করেন। বছরের বেশির ভাগ সময় তাদের একটা ব্যস্ততা থাকে কিন্তু কোরবানির সময়টা তাদের জন্য ভরা মৌসুম। এ সময়ে দম ফেলার ফুরসত নেই। কামারখন্দ বাজারের কামার নারায়ণ জানান, এই মৌসুমে তার দৈনিক বিক্রি হয় আট থেকে ৫/৭ হাজার টাকা। কোনো কোনো দিন আরো বেশি। দা কিংবা ছুরি ধার দেয়ার জন্য তিনি নেন ২০-৫০ টাকা। এক যুগেরও বেশি সময় ধরে কামারের কাজ করে যাওয়া নারায়ণ এ পেশা ছাড়তে রাজি নন। তিনি এ পেশায় বেশ সফলতা লাভ করেছেন বলেও জানান। তবে ভিন্ন অভিব্যক্তি প্রকাশ করলেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের কামার হরি দাস। তার বক্তব্য, কামার শিল্প এখন আর আগের জায়গায় নেই। এখন এগুলো মেশিনেই তৈরি হচ্ছে। গত কয়েক বছর দেখা যাচ্ছে, বাজারে পাকা লোহার ছুরির চেয়ে চাইনিজ ছুরিই বেশি চলছে। তিনি আরো বলেন, কামাররা যে পরিমাণ পরিশ্রম করে সে অনুযায়ী তারা মাইনে পায়। সেখানে একটা দেশি ছুরি দাম ২০০ টাকা সেখানে একটি চাইনিজ ছুরি পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। আর সারা বছর তো কাজ নেই বললেই চলে। বলুন, এ শিল্প বাঁচবে কীভাবে? এব্যাপারে তাই ভুক্তভোগিরা এ শিল্পকে বাচিয়ে রাখার জন্য সহজ শর্তে প্রয়োজনীয় ঋণ ও সরকারের পৃষ্ঠপোশকতা কামনা করেছে।     সূত্র: https://www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

অপরাধ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘট...

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম  মৃত্যুবার্ষিকী পালিত

রাজনীতি

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ২৭ ডিসম্বের -২০১৮ খ্রিষ্টাব্দ : গতকাল বুধবার বাদ আছর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় ক...

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

শিক্ষাঙ্গন

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

তানিম তূর্যঃ বাংলা নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পাইকপাড়া মডেল একডেমীর উদ্দ্যোগে তরুণ প্রজন্মের লেখা 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ জেলার সংবাদ

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নে ডোবার পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১৪) নামে একটি শিশুর মৃত...