বেলকুচিতে ফুল বিক্রি করছে প্রতিদিন
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শেয়ালকোল এলাকার উত্তর সারুটিয়া গ্রামের ভিলেজ নার্সারীর মালিক আব্দুল হাকিম সকালে ভ্যানে করে প্রতিদিন বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী মার্কেটের ঢাকা ব্যাংক সংলগ্ন ভ্যানে করে বেলি, গাঁদা, সাদা গাঁদা, ডালিয়া ফুল নিয়ে আসছে এবং বিক্রিও করছে ভাল। ভিলেজ নার্সারীর মালিক আব্দুল হাকিমকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভিলেজ নার্সারীটি গড়ে তুলেছি ৬ বিঘা জায়গার উপর। গত বৎসরের তুলনায় এ বৎসর ফুল বিক্রি অনেক কম। কারণ টানা হরতাল অবরোধে তেমন ফুল বিক্রি হচ্ছে না। গত বৎসর অনেক দুর দুরান্ত থেকে ক্রেতারা ফুল ক্রয় করতো, এ বৎসর তা আ হচ্ছে না। গত বৎসরের তুলনায় এবার নার্সারীতে লাভবান কম। সে জন্যই প্রতিদিন শিয়ালকোল এলাকা থেকে বেলকুচিতে নিজস্ব ভ্যানে করে ফুল নিয়ে আসছি এবং ঘুরে বিক্রি করছি। আব্দুল হাকিমকে ফুলের দাম জিজ্ঞেস করা হলে তিনি বলেন, গাঁদা ফুল গাছ প্রতি পিচ-২০ টাকা, বেলি ফুলে গাছ প্রতিপিচ ৩০-৩৫ টাকা, ডালিয়া ফুল কয়েক ধরনের আছে, লাল ডাল ফুলের গাছের অনেকটাই বেশী, এর দাম -৫০ টাকা, আভা রঙের ডালিয়া ফুল গাছ বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা, ছোট ছোট লাল গাঁদা বিক্রি হচ্ছে ১০ টাকা। গত বৎসর এ সময়ে ফুল বিক্রি করেছিলাম প্রায় ৭০-৮০ হাজার টাকা। কিন্তু এ বৎসর মনে হয় হয় ৪০-৫০ হাজার টাকার ফুল বিক্রি করতে পারবো। কারণ হরতাল অবরোধে ফুল তেমন বিক্রি করতে পারছি। তবু আসা করছি ২১ ফেব্র“য়ারীতে হয়তো বা একটু চড়া দামে বিক্রি করতে পারবো।
পরিবার পরিজন নিয়ে ফুল বিক্রি করে কেমন স্বাবলম্বী হয়েছেন এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলে অতিতের তুলনায় আমি অনেক স্বাবলম্বী। কারণ যে জমি আমার আছে, সেখানে ভাল ফসল উৎপাদন হয় না। সে জন্যই আমি প্রায় ৩ বৎসর যাবত ভিলেজ নার্সারী নামে একটি নার্সারী গড়ে তুলেছি। ফসলের চাইতেও ফুলের উৎপাদন ভাল এবং আয়ও বেশী। পরিবাব পরিজন নিয়ে বেশ ভাল ভাবেই চলছি এবং কিছু কিছু সঞ্চয় করে যাচ্ছি।
আব্দুল হাকিম আরও বলেন, সারা বৎসই ফুলের চাষ করে থাকি। প্রতিদিন ফুলকে বড় করার জন্য ভোরে উঠে প্রত্যেকটি গাছে স্প্রে করতে হয়। এতে ফুৃলও বড় হয় এবং দেখতেও তরতাজা দেখায়, ক্রেতাদের আকর্ষনও বৃদ্ধি পায়। বেলকুচিতে প্রতিদিন আমি এক ভ্যান করে ফুল বিক্রি করছি, বিক্রিও ভাল হচ্ছে। হরতাল অবরোধের কারণে সিরাজগঞ্জ শহরে যেতে পারছি না। বেলকুচির তুলনায় শহরে ফুলের বিক্রি অনেকটাই বেশী কদর, কিন্তু এবার তা হলো না।
সম্পর্কিত সংবাদ
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক... ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক... শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২জনকে বহিস্কার করা...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
স্বাস্থ্য
৫টি উপায়ে মনকে নিয়ন্ত্রণে রাখুন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২ জনকে বহিস্কার
