সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
732ef93bfb7a848296d3377e944ea3b0 দীপংকর গৌতম, শাহজাদপুর সংবাদ ডটকম : ১৯ বছর, দেখতে দেখতে পার হয়ে গেল। তবু স্মৃতির পট থেকে মুছে যায়নি ইয়াসমিনের কথা। ইয়াসমিন এক দরিদ্র ঘরে সন্তান। ঢাকায় সে কাজ করতো। দিনাজপুরের এই হতভাগ্য মেয়েটি ২৪ আগস্ট বাড়ি যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসে । এবং উঠে পড়ে ঠাকুরগাঁওগামী নৈশ কোচে।ভোরে ঢাকা থেকে নৈশ কোচ-এর সুপারভাইজার যাত্রী ইয়াসমিনকে দিনাজপুরের দশমাইল মোড়ে এক চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। কিছুক্ষণ পরই সেখানে রাতে টহল পুলিশের একটি দল পৌঁছে। ইয়াসমিনকে দিনাজপুর শহরে পৌঁছে দেয়ার কথা বলে জোরপূর্বক পিকআপ ভ্যানে তুলে নেয় তারা। এরপর তারা দশমাইল সংলগ্ন সাধনা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এ ঘটনা ১৯৯৫ সালের। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিলো আপামর জনসাধারণ । জ্বলে ওঠে উত্তর জনপদের লাল মাটি ।অগ্নিগর্ভা মৃত্তিকার সন্তানরা জেগে ওঠে। কেঁপে ওঠে পেটোয়া বাহিনীর হাতিয়ার। আজও সে দিনটি যেন দরোজায় কড়া নেড়ে বলে যায়-ধর্ষক-খুনীর ঠাঁই নেই বাংলায়। । এ ঘটনায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। ১৯৯৫ সালের ২৪ আগষ্ট এই ঘটনার প্রতিবাদে দিনাজপুরের সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। ওদিন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কোতয়ালী থানা ঘেরাও করে। এতে উত্তেজিত জনতা ৩টি পুলিশ ফাঁড়ি, ৪টি পুলিশ পিকআপ জ্বালিয়ে দিয়ে কোতয়ালী থানায় আক্রমণ করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করে এই প্রতিবাদীরা হচ্ছে সামু, সিরাজ, কাদের । আহত হয় প্রায় শতাধিক মানুষ। শহরের আইন-শৃংখলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় কার্ফ্যু। শহরে নামানো হয় তৎকালীন বিডিআর। তৎকালীন রাজশাহী বিভাগীয় কমিশনার দোষী পুলিশ সদস্যদের বরখাস্ত ও গ্রেফতার এবং তৎকালীন পুলিশ সুপার মোতালেব হোসেন, জেলা প্রশাসক আব্দুল জব্বারসহ কোতয়ালী থানার কর্মরত সব পুলিশ সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। এর পর থেকেই ২৪ আগষ্ট দেশব্যাপী নারী নির্যাতন (ইয়াসমিন দিবস) প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। পরবর্তীতে ওই ঘটনায় ১৯৯৭ সালের ৩১ আগষ্ট রংপুরে বিশেষ আদালতের বিচারক পুলিশের এএসআই ময়নুল হোসেন, কনষ্টেবল আব্দুস সাত্তার ও অমৃতলালকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। পরবর্তীতে তাদের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হয়েছে।ইয়াসমিনের মা শরীফা বেগম আক্ষেপ করে বলেন, বর্তমান সরকার প্রধান তখন বিরোধী দলের নেত্রী থাকাবস্থায় প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি দিবেন। কিন্তু আজও তা রক্ষা হয়নি। পুলিশের গুলিতে নিহত সামুর বিধবা স্ত্রী ও তার পরিজনের খোঁজ নেয়নিকেউ ১৯ বছরেও । মাহমুদা বেগম তার ২ মেয়ে নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন। পুলিশের গুলিতে আহত মনোজ এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। দিনটিকে সামনে রেখে নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন নারী সংগঠনের নেত্রী দিনাজপুর মহিলা পরিষদ সভানেত্রী কানিজ রহমান। ইয়াসমিন ট্রাজেডি ঘটনাকে কেন্দ্র করে ২৪ আগষ্ট দেশব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন। দিনাজপুরে দিবসটি পালনে মহিলা পরিষদ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, জাগপা, পল্লীশ্রীসহ বিভিন্ন এনজিও শোকর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে প্যানেল মেয়রের স্ত্রীকে ধষর্ণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

অপরাধ

শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে প্যানেল মেয়রের স্ত্রীকে ধষর্ণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

স্থানীয় সংবাদদাতাঃ আজ সোমবার সন্ধায় শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শ...

করোনা: দিল্লির সীমান্ত সাত দিনের জন্য বন্ধ করলেন কেজরিওয়াল

আন্তর্জাতিক

করোনা: দিল্লির সীমান্ত সাত দিনের জন্য বন্ধ করলেন কেজরিওয়াল

করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের রাজধানী নয়াদিল্লির সীমান্ত এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী...

শাহজাদপুরে বেদেপল্লিতে মেরিনা জাহানের খাদ্য সামগ্রী  

রাজনীতি

শাহজাদপুরে বেদেপল্লিতে মেরিনা জাহানের খাদ্য সামগ্রী  

করোনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভাসমান বেদে সম্প্রদায়। সোমবার রাতে শাহজাদপুরে পোতাজিয়া ইউপির গঙ্গাপ্রসাদ গ্রামে...

শাহজাদপুরে রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক

রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি

শাহজাদপুর

রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি...

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...