বুধবার, ০১ মে ২০২৪
আল-আমিন: সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের চরভাটবেরা প্রাথমিক বিদ্যালয়টির বেহাল দশা বিগত কয়েক বছর ধরে। বর্ষাকালের শুরু থেকেই টানা চার মাস ধরে চরভাটবেরা গ্রামের শিশুদের স্কুলে যাতায়াতের একমাত্র উপায় নৌকা। বাড়িসহ চারপাশ পানিতে ভরপুর, স্কুলও থাকে প্লাবিত। কিন্তু চার মাস স্কুল বন্ধ রাখা সম্ভব না তাই শিশুরা এ সময়টাতে দলবেঁধে নৌকায় করে স্কুলে যাওয়া-আসা করে। একইভাবে যাতায়াত করেন শিক্ষকরাও। নদীতে পূর্ণ জোয়ার থাকায় বর্ষার পানি নামতে না পেরে আটকে থাকায় মে শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত এভাবেই চলে স্কুলে যাতায়াত। ফলে প্রতিবছরই বর্ষাকাল শুরুর সাথে সাথে এখানকার আশপাশের কয়েকটি স্কুলের গ্রামের কয়েকশত বাবা-মায়ের উৎকণ্ঠার শুরু হয়। এ উৎকণ্ঠা থাকে পুরো বর্ষা মৌসুম। গ্রামের শিশুরা এভাবেই গত ১২ বছর ধরে বছরের চার মাস নৌকায় করে স্কুলে আসা-যাওয়া করছে। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগ থাকলেও অবস্থার পরিবর্তন হয়নি এক যুগেও। ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে স্থায়ী জলাবদ্ধতার কারণে উপজেলার বিলাঞ্চল দূর্গানগর ইউনিয়নের রাউতান, নুন্দীবেরা, চরভাটবের, ভাটবেরা গ্রামের মানুষ বর্ষা মৌসুমে চার় মাস আবদ্ধ অবস্থায় বসবাস করেন। ফলে পানিবন্দি এ গ্রামসহ আশপাশের গ্রামের শিশুরা গ্রামের পশ্চিম প্রান্তে অবস্থিত ৩০ নাং চরভাটবেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে নৌকায়। স্কুলে পাঠদান গ্রহণের জন্য জীবনের ঝুঁকি নিয়েই নৌকা চালিয়ে আসে কোমলমতি এসব শিশু। তবে স্কুলের কাছাকাছি থাকা অনেকেই হাঁটু বা কোমর পানি ভেঙে আসে স্কুলে। যাতায়াত কষ্টের কোনো প্রভাব নেই পানিবন্দি এ স্কুলের শিশুদের মধ্যে। প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতি শতকরা ৯০ শতাংশ। তেমনি প্রাথমিক সমাপনী পরীক্ষাতেও শতভাগ পাশের অনন্য ধারা রক্ষা করে চলছে স্কুলটি। সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায়, স্কুল শুরু সময়ের আগেই ছোট ছোট নৌকায় করে এসে হাজির শিশুরা। পায়ে হেঁটে আসার পথ নৌকায় ঝুঁকি নিয়ে এলেও তাদের মধ্যে হৈ-হুল্লোড় আর হাসি ঠাট্টার কোনো কমতি ছিল না। তবে স্কুলভবনটি ছাড়া আশপাশের মাঠঘাট, স্কুলের টয়লেট, টিউবয়েল সব তলিয়ে গেছে। স্কুলের একাধিক শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলে স্কুল ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। খসে পড়ে ভবনের পলেস্তার ও দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় ফাটল । এ সময় জীবনের ঝুকি নিয়েও ক্লাস করে এবং ভোগান্তির শেষ থাকে না ছাত্র ছাত্রীদের । স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও সহকারী শিক্ষক ইউসুফ হোসেন জানালেন, স্কুলের বেশিরভাগ শিক্ষার্থী চরভাটবেরা গ্রামের। চলতি বছর স্কুলে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। পানিবন্দি অবস্থায় স্কুল চালু রাখায় শিশুদের পাশাপাশি তারাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং বিকল্প ভাবে ক্লাস নিচ্ছেন রাস্তার উপরে এবং মসজিদের ভিতরে । অত্র এলাকার সাংবাদিক আল-আমিন সাথে কথা হলে তিনি জানান, জরাজীর্ণ ভবনটি বাদে স্কুলের মাঠের জায়গা উঁচু করে নতুন ভবন করা হলে এ সমস্যা থাকবে না। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জে মাহমুদ ইজদানী মুঠোফনে এই প্রতিবেদকে বলেন স্কুল মাঠ উঁচু করে ভবন নির্মাণের চাহিদাপত্র সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে অনুমোদন ছাড়াই চলছে গরু ছাগলের হাট

অপরাধ

শাহজাদপুরে অনুমোদন ছাড়াই চলছে গরু ছাগলের হাট

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন,'তারা একটি হাট বসাসোর জন্য অবেদন করলে তা ডিসি অফিসে পাঠান...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম শারীরিক চিকিৎসা শেষে দেশে ফিরে উপজেলা আওয়ামী...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...