বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
indira-taj আবুল বাশারঃ আজ ঐতিহাসিক ৩ রা এপ্রিল। এদিন রাত ১০ টায় ১০ নম্বর সফদার জং রোডে ইন্দিরা গান্ধীর সঙ্গে তাজউদ্দীনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের শুরুতেই ইন্দিরা গান্ধী প্রথমেই তাজউদ্দীনকে প্রশ্ন করেছিলেন,‘শেখ মুজিব কেমন আছেন ?’ তাজউদ্দীন উত্তরে বলেছিলেন,‘আমার যখন তার সঙ্গে শেষ দেখা হয় তখন তিনি সববিষয় পরিচালনা করছিলেন। তাঁর যে পরিকল্পনা ছিল সে মতোই আমাদের কাজ চলছে। এবং হাই কমান্ড হিসেবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। যাঁর যেটা দায়িত্ব সেভাবে কাজ করছি এবং আমি আমার দায়িত্ব হিসেবে এখানে এসেছি। আলোচনাকালে খুব পরিস্কারভাবে ইন্দিরা গান্ধীকে তাজউদ্দীন বললেন,‘এটা আমাদের যুদ্ধ। আমরা চাই ভারত এতে জড়াবে না। আমরা চাইনা ভারত তার সৈন্য দিয়ে, অস্ত্রদিয়ে আমাদের স্বাধীন করে দিক। এই স্বাধীনতার লড়াই আমাদের নিজেদের এবং আমরা এটা নিজেরাই করতে চাই। এই ক্ষেত্রে আমাদের যা যা দরকার হচ্ছে, আমাদের মুক্তিবাহিনী গড়ে তোলার জন্য আপনার দেশে আশ্রয়, ট্রেনিংয়ের সবরকম সুবিধা এবং সে ব্যাপারে আপনাদের সাহায্য-সহযোগিতা ও অস্ত্র সরবরাহ। এ সব আমাদের জরুরী প্রয়োজন হবে। আর আমরা যে রকম পরিস্থিতি দেশে দেখে এসছি তাতে মনে হয় যে দুই এক সপ্তাহের মধ্যে প্রচুর শরণার্থী এ দেশে ঠাঁই নেবে। তাদেও আশ্রয় ও আহারের ব্যাবস্থা ভারত সরকারকে করতে হবে। কূটনৈতিক ক্ষেত্রেও বিশেষ অবদান রাখবেন এটা আমরা আশা করি। ইন্দিরা গান্ধীর সাথে আরোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্তর্জাতিকীরণ যাতে না ঘটে সে বিষয়ে তাজউদ্দিন জোর দিয়ে বলেন। তিনি নতুন রাষ্ট্রের পররাষ্ট্র নীতিমালাও ব্যাখ্য করেছিলেন সাবলীলভাবে। তিনি জানিয়েছিলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি হবে জোট নিরপেক্ষ। সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়। বাংলার মানুষের সংগ্রাম মানবতার পক্ষে ও হিংস্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে । সকল গণতন্ত্রী মানুষ ও ও সরকারের সহায়তা আমরা চাই। ইন্দিরা গান্ধীও একটি স্বাধীন রাষ্ট্রের ধীশক্তি ও আত্নমর্যাদাসম্পন্ন এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে ওয়াকিফাল রাষ্ট্রনায়কের মতই কথা বলেছিলেন তাজউদ্দীনের সাথে। পরস্পরের মত বিনিময়ের মাধ্যমে তাজউদ্দীনের সাথে ইন্দিরা গান্ধীর প্রশাসনের পারস্পারিক শ্রদ্ধা ও হৃদয়তাপূর্ন সম্পর্ক গড়ে ওঠে। ভারত সরকার সর্বাতœকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য ও সমর্থনের প্রতিশ্রুতি প্রদান করেন। দ্বিতীয় দফা বৈঠকে ইন্দরা গান্ধী শেখ মুজিব গ্রেফতারের সংবাদ জানান, যা পাকিস্থান সরকার তখনো প্রচার করেনি। এ খবর শুনে তাজ উদ্দিন বঙ্গবন্ধুর জীবন রক্ষার যা কিছু করণীয় তা করতে শ্রীমতি ইন্দিরা গাগন্ধীকে অনুরোধ জানিয়েছিলেন। ইন্দিরা গান্ধী আশ্বাস দিয়েছিলেন, ‘তিনি সর্বাত্নক চেষ্টা করবেন। ইন্দিরা গান্ধীর সাথে সাফল্যজনক সাক্ষাতকারের আলোকে ভারত সহ বহির্বিশ্বেও সাথে সম্পর্ক গড়ে তোলার এবং মুক্তিযুদ্ধকে জাতীয় কাঠামোর অন্তর্ভুক্ত করে তাকে পরিচালনার জন্য অবিলম্বে সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। যথাশীঘ্র প্রয়োজনটির রূপদানের জন্য সরকার গঠনের জন্য তিনি ও আমিরুল ইসলাম আলোচনা করেন এম আর সিদ্দিকী, আব্দুর রউফ প্রমুখের সঙ্গে। ময়মনসিং জেলা আওয়ামীলীগের সভাপতি ভাষা সৈনিক রফিকউদ্দিন ভূইয়া সহ আরো অনেকে চিঠির মাধ্যমে সরকার গঠনের লক্ষ্যে ঐক্যমত পোষণ করেন। তাঁরা লিখলেন,‘যেন অবিলম্বে সরকার গঠন করা হয় এবং তাজউদ্দীন আহমদ যেন সেই সরকারের প্রধান মন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন । আলাপ-আলোচনার পর সিন্ধান্ত নেয়া হয় অসহোযোগ আন্দোলনের সময় বঙ্গবন্ধু তাঁর সহকর্মী শীর্ষস্থানীয় পাঁচজন নেতা সহ যে হাইকমান্ড গঠন করা হয়েছিল এবং যারা ছায়া সরকারের কাজ করছিলেন, তাদের নিয়েই প্রথম বাংলাদেশ সরকার গঠন করা হবে। হাইকমান্ড নিয়ে সরকার গঠনের সিন্ধান্ত নেয়ার পর প্রথম কাজ হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ মন্ত্রী সভার বাকি সদস্যদের খুঁজে বের করা। দিল্লি থেকে কোলকাতা পৌঁছার পর দেখা হয়েছিল মন্ত্রীসভার সদস্য এম, মনছুর আলী ও আবু হেনা কামরুজ্জামানের সঙ্গে। তাঁরাসহ আওয়ামীলীগের প্রায় অর্ধশত এমএলএ, এমপি ও রাজনীতিক যাঁরা সীমান্ত অতিক্রম করে কোলকাতায় আশ্রয় গ্রহন করেছিলেন, তাঁদের সাথে সরকার গঠন ও মুক্তিযুদ্ধকে সাফল্যমন্ডিত করার ব্যপারে সরকারের ভূমিকা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা হয়। এম, মনছুর আলী ও আবু হেনা কামরুজ্জান স্বাধীন বাংলা সরকারের সাথে একাkত্নতা প্রকাশ করেন। সরকার গঠনে সকলেই তাজউদ্দীনকে প্রধানমন্ত্রী হিবে মেনে নেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

অপরাধ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে ন...

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

আজ বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র শবে কদর

জাতীয়

আজ বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র শবে কদর

অনলাইন নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়...