শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শাহজাদপুরে বাংলাদেশ  পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৭ মে) বেলা ১১ টায় শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের স্বর্নকারপট্টিস্থ যমুনা জুয়েলার্সের দ্বো-তলায় অবস্থিত ওই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকার। 

এ উপলক্ষে সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রী ভগবৎ গীতা পাঠ করা হয়। 

পরে উক্ত কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য দিলীপ মুখার্জী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রাম সরকার, উত্তম দত্ত, অসীম ভট্টাচার্য, তুষার কান্তি সাহা, যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ সূত্রধর, রবীন্দ্রনাথ দাস, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, কোষাধ্যক্ষ রামচন্দ্র ফৌজদার, সহ-কোষাধ্যক্ষ মানিক কুমার দেব, দফতর সম্পদক অসীম কুমার রায়, প্রচার সম্পাদক ভরত সাহা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, সমাজকল্যাণ সম্পাদক রনি বসাক, সাংস্কৃতিক সম্পাদক সমীর কুমার দত্ত, পূজা সম্পাদক দীলিপ গোস্বামী জুয়ান, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, কার্যকরী সদস্য তরুণ কুমার দত্ত, বিশ্বনাথ সাহা, দীপক বসাক, ভরত বসাক প্রমূখ।

বক্তব্যে বক্তারা বলেন, শাহজাদপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলাস্থল হিসেবে এ কার্যালয়ের শুভযাত্রা হলো। এ কার্যালয় থেকে ভবিষ্যতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে নানা ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে যা সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবী ছিলো। এ কার্যালয়ের আনুষ্ঠানিক শুভযাত্রার মধ্য দিয়ে দীর্ঘ প্রত্যাশিত সেই দাবীটি অবশেষে পূরণ হওয়ায় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদকসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা, পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...