শাহজাদপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) বেলা ১১ টায় শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের স্বর্নকারপট্টিস্থ যমুনা জুয়েলার্সের দ্বো-তলায় অবস্থিত ওই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকার।
এ উপলক্ষে সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রী ভগবৎ গীতা পাঠ করা হয়।
পরে উক্ত কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য দিলীপ মুখার্জী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রাম সরকার, উত্তম দত্ত, অসীম ভট্টাচার্য, তুষার কান্তি সাহা, যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ সূত্রধর, রবীন্দ্রনাথ দাস, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, কোষাধ্যক্ষ রামচন্দ্র ফৌজদার, সহ-কোষাধ্যক্ষ মানিক কুমার দেব, দফতর সম্পদক অসীম কুমার রায়, প্রচার সম্পাদক ভরত সাহা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, সমাজকল্যাণ সম্পাদক রনি বসাক, সাংস্কৃতিক সম্পাদক সমীর কুমার দত্ত, পূজা সম্পাদক দীলিপ গোস্বামী জুয়ান, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, কার্যকরী সদস্য তরুণ কুমার দত্ত, বিশ্বনাথ সাহা, দীপক বসাক, ভরত বসাক প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, শাহজাদপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলাস্থল হিসেবে এ কার্যালয়ের শুভযাত্রা হলো। এ কার্যালয় থেকে ভবিষ্যতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে নানা ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে যা সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবী ছিলো। এ কার্যালয়ের আনুষ্ঠানিক শুভযাত্রার মধ্য দিয়ে দীর্ঘ প্রত্যাশিত সেই দাবীটি অবশেষে পূরণ হওয়ায় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদকসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা, পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...
আন্তর্জাতিক
করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন
ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...
আন্তর্জাতিক
ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি
ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা...
দিনের বিশেষ নিউজ
বিষ্ময়কর এক ফল 'চালতা'
আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য
জাতীয়
শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...
অর্থ-বাণিজ্য
প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্র...
