 
                            
                    
                    
                    
                                        
                     
                            
                    
                    
                    
                                        
                    সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার গ্রামে জোরপূর্বক ২৮ শতক পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা, হামলা, মারপিট, মসজিদ ও সীমানা খুঁটি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মণিরামপুর বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম।
৫ এপ্রিল (শনিবার) বিকেলে পৌর এলাকার খঞ্জনদিয়ার গ্রামের ঘটনাস্থলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতা শাহ আলম সাংবাদিকদের বলেন, উপজেলার দ্বারিয়াপুর মৌজার এস এ ৫১৪ খতিয়ানভুক্ত এস এ ৪৮৮০ ও ৪৮৮১ দাগের ২৮ শতক সম্পত্তি তার দাদা শেখ মো: হোসেন আলীর সত্ব দখলীয় সম্পত্তি। দাদার মৃত্যুর পর বাপ/ চাচারা ১৯৫৭ সালে বন্টননামা দলিল করলে সে দলিল অনুযায়ী উক্ত সম্পত্তি আমার পিতা শেখ মো: শাহজাহান আলীর অংশে পড়ে। সে মোতাবেক আমার পিতার নামে উক্ত সম্পত্তি এসএ রেকর্ডভুক্ত হয়ে চুড়ান্তভাবে প্রচারিত প্রকাশিত হয়। বিগত আর এস জরিপে উক্ত সম্পত্তি ভুল বশত উল্লাপাড়ার খাসেরচর এলাকার হাতেম আলী তালুকদার ছেলে ওয়ারেছ আলী তালুকদারের নামে রেকর্ড হয়। পরে বিষয়টি জানতে পেরে শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে অপর প্রকার মোকদ্দমা নং-০৩ / ২০২০ রেকর্ড সংশোধনী মামলা করি যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ভুয়া মালিকানা দাবী উত্থাপন ওয়ারেছ আলী তালুকদার গং ও এনামুল হক গং একই সম্পত্তি নিয়ে একই আদালতে আমাদেরকে বিবাদী করে অপর প্রকার মোকদ্দমা নং ৪৪/২০ দায়ের করলেও গত ২৪/০৪/২৪ খ্রি. তারিখে মামলাটি প্রত্যাহার করে নেন। উক্ত মূল মোকদ্দমা ৪৪/ ২০২০ প্রত্যাহার করলেও মোঃ এনামুল হক গং উক্ত নালিশী সম্পত্তি নিয়ে আমাদের বিরুদ্ধে একই আদালতে মিস ভাইলেশান মোকদ্দমা নং ৩২/ ২০২০ দায়ের করেছেন সে মামলাটিও বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এমতবস্থায় বিজ্ঞ আদালতে উপরে উল্লেখিত মামলাসমূহ চলমান থাকাবস্থায় আজ ৫ এপ্রিল শনিবার সকাল ৯ টার দিকে ওয়ারেছ আলী তালুকদারের ভাগিনা মণিরামপুরের হাজী রশিদুল হকের ছেলে এনামুল হক, নাজমুল হক, বাদশা মিয়াসহ ২৫/৩০ জন অজ্ঞাত সন্ত্রাসীরা আমাদের পৈত্রিক উক্ত সম্পত্তি বিজ্ঞ আদালতকে অবজ্ঞা করে জোরপূর্বক দখলের অপচেষ্টা করে। এতে বাঁধা দিতে গেলে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আমাকে, ছোটভাই শহিদুল ইসলাম জুলফিকার (৫০), তার স্ত্রী নার্গিছ পারভীন (৪০) ও জেমি (৩০) কে রক্তাক্ত জখম করে। এ রক্তাক্ত হামলা, মসজিদ ও সীমানা বেড়া ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুবিচারে প্রশামনের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী নেতা শাহ আলম।
উক্ত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতা শাহ আলম, শহিদুল ইসলাম জুলফিকার, নার্গিছ পারভীন, জেমি এবং শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেনসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
 
                    শাহজাদপুর
শাহজাদপুরে ২ দিনে করোনায় আক্রান্ত ৪
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে গত ২ দিনে মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন, পৌর এলাকার দ্বাবারিয়া...
 
                    অপরাধ
রাতের আধারে শাহজাদপুরে ঢুকছে বাইরের মানুষ
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে যখন গোটা দেশকে সরকার কর্তৃক ঝুকিপূর্ন ঘোষনা করা হয়েছে এবং সন্ধ্যা ৬ টার পরে লোক চলাচল সীমিত...
 
                    জাতীয়
করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল, হাসপাতালে ভর্তি
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তাকে রাজধানীর সম্ম...
 
                    বিনোদন
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে থানায় জিডি
 
                    খেলাধুলা
আইসোলেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
 
                    জাতীয়
অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে
ভাইস অ্যাডমিরাল থেকে পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবালকে। বৃহস্পতিবার গণভব...

