 
                            
                    
                    
                    
                                        
                     
                            
                    
                    
                    
                                        
                    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বাঘাবাড়ির বিন্ন্যাদাইর নামক স্থানে শুক্রবার আনুমানিক সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার(২৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ির বিন্ন্যাদাইর নামক স্থানে মোটরসাইকেল (পাবনাঃ ল- ১২-২৮৫৫) মোটরসাইকেল আরোহী ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন, পার্শ্ববর্তী পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু সামা প্রামানিকের ছেলে হাফেজ মোঃ আলামিন ও রফিক প্রামানিকের ছেলে হাফেজ মোস্তফা।
ঘটনাস্থলেই হাফেজ আল আমিন এর মৃত্যু হয়, এলাকাবাসী মোস্তফা কে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতদের পারিবারিক সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফা ও আলামিনের চাচাতো ভাই রবিউল (১৪) এর মৃত্যু হলে তার জানাযার জন্য হাফেজ মাওলানা গোলাম মোস্তফা প্রতিবেশী রিফাতের কাছ থেকে তার মোটরসাইকেল কে নিয়ে টাঙ্গাইলের অবস্থানরত হাফেজ আল-আমিন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকেই বাঘাবাড়ীতে অবস্থান করে। আলামিন বাঘাবাড়ীতে এসে তার চাচাতো ভাই মোস্তফার মোটরসাইকেলে উঠে বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামে যাচ্ছিল।
বগুড়া রিজিয়নের পাবনার মাধবপুর থানা হাইওয়ের সাব-ইন্সপেক্টর মোঃ মঈন জানান, বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল বিন্নাদাইর এসে পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আলামিন নিহত হয়, মোস্তফাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে সেও মারা যায়। তিনি আরও জানান, আমরা লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে প্রচলিত আইন অনুযায়ী পরিবারের কাছে লাশ হস্তান্তর করব। তবে ঘাতক বাসটিকে নির্দিষ্টকরণ বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিহতদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে, ইমাম হাফেজ মাওলানা গোলাম মোস্তফার মুসুল্লিরা ঘটনাস্থলে আসতে থাকে, একই বাড়ীতে তিনটি মৃত্যুর কারণে এলাকায় ও পরিবারে শোকের মাতম চলছে।
সম্পর্কিত সংবাদ
 
                    দিনের বিশেষ নিউজ
বিষ্ময়কর এক ফল 'চালতা'
আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য
 
                    বেলকুচি
একদিনে ৫স্কুলছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন বেলকুচির ইউএনও
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই দিনে পাচ স্কুলছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন ব...
 
                    দিনের বিশেষ নিউজ
‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত
‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা...
 
                    আইন-অপরাধ
মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামে সংঘর্ষ : নিহত ১, আহত ১০
মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে ডেকে ৪টি গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এমনই এক ভয়াবহ চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের শাহজাদপ...
 
                    উপজেলা নির্বাচন
আধুনিক ও মডেল নরিনা ইউনিয়ন গড়তে নৌকায় মনোনয়ন চান সনজিত
অবহেলিত নরিনা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নের রূপদান করতে চান সনজিত
 
                    স্বাস্থ্য
ঘুম থেকে উঠে আগে পানি না ব্রাশ — কোনটা সঠিক? চিকিৎসকের পরামর্শ জানুন
ঘুম থেকে উঠে ব্রাশ না করেই পানি খাওয়া কি ক্ষতিকর? চিকিৎসকরা জানালেন সকালে খালি পেটে পানি পানের উপকারিতা ও সঠিক অভ্যাস।

