করোনাকালীন বন্ধের ১৯ মাস পর সশরীরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ও বাংলা বিভাগ চালু হওয়ায় শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ ও নেচে গেয়ে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ক্লাসে ফিরেছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-১ এ ক্লাস শুরুর প্রাক্কালে শিক্ষার্থীরা এ মিষ্টি বিতরণ ও নাচ গানের মাধ্যমে আনন্দ উল্লাস করেন।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জাফর ও আফসানা মিমি আইভী বলেন,করোনার কারণে দীর্ঘ ১৯ মাস সশরীরে ক্লাস বন্ধ থাকায় সেশন জটের পাশাপাশি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক ভাবে চাপের মধ্যে ছিল। ফলে তারা হতাশায় ভুগছিল। সশরীরে ক্লাস শুরু হওয়ায় তারা অত্যন্ত খুশি ও আনন্দিত। এ ছাড়া বাংলায় চালু হওয়ায় শিক্ষার্থীরা এ আনন্দ উল্লাস প্রকাশ করেছে।
এ বিষয়ে বাংলা বিভাগের সহকারী প্রক্টর ড.ফখরুল ইসলাম বলেন, করোনার কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষর্থীরা এ আনন্দ উদযাপনে তারা মিষ্টি বিতরণ ও নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেছে। এছাড়া বাংলা বিভাগ চালু হওয়ায় তাদের এ আনন্দ উল্লাস আরও নতুন মাত্রা পেয়েছে।
এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল বলেন, বাংলা বিভাগ চালু হওয়ায় আমরা সবাই খুশি। এছাড়া দীর্ঘদিন বন্ধের পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে এটা খুবই আনন্দের ব্যাপার। তাই তারা এ আনন্দ উল্লাস করেছে।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.শাহ আজম বলেন,প্যান্ডামিক সিচুয়েশন কাটিয়ে সশরীরে ক্লাসে ফেরাটা সভাবতই আনন্দের। আমরা আশাকরছি যথা সময়ে ক্লাস ও সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের সঠিক সময়ে কোর্সমেষ করতে সক্ষম হবো। এ জন্য আমরা অনলাইনে ভারচ্যুয়ালি ক্লাস নিয়ে শিক্ষর্থীদের সিলেবাস শেষ করেছি। আশাকরছি যথা সময়ে পরীক্ষাও শেষ করা সম্ভব হবে। বাংলা বিভাগ চালুর বিষয়ে তিনি বলেন, এটা রুটিন কাজের অংশ। আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে হাজির হতে চাই। তিনি বলেন,রবীন্দ্রনাথকে নিয়ে আরও উচ্চতর গবেষণার জন্য আমরা নতুন গবেষণা বিভাগও চালু করতে যাচ্ছি। যাতে দেশ-বিদেশের শিক্ষার্থীরা এখানে এসে গবেষণার সুযোগ পেয়ে আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে।
সম্পর্কিত সংবাদ
পৌর নির্বাচন
শাহজাদপুর পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার!
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে পৃথক ঘটনায় এক দিনে ৬ জনের মৃত্যু
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জে নৌকাডুবিসহ তিনটি পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত ও নিখোঁজ...
জাতীয়
ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!
শামছুর রহমান শিশির : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র মামাতো বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খালা, শাহজাদপুর পৌরসদরের দ্বারি... মরহুমের আত্মার মাগফেতার কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন শাহজাদপুর সংবাদ...
ফটোগ্যালারী
শোক সংবাদ : মাজেদা খান লোদী
রাজনীতি
মোহাম্মদ নাসিমের সর্বশেষ শারীরিক অবস্থা
শাহজাদপুর
পীরজাদা সৈয়দ ফরিদুন কারদার শাহীন’র ইন্তেকাল
