

করোনাকালীন বন্ধের ১৯ মাস পর সশরীরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ও বাংলা বিভাগ চালু হওয়ায় শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ ও নেচে গেয়ে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ক্লাসে ফিরেছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-১ এ ক্লাস শুরুর প্রাক্কালে শিক্ষার্থীরা এ মিষ্টি বিতরণ ও নাচ গানের মাধ্যমে আনন্দ উল্লাস করেন।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জাফর ও আফসানা মিমি আইভী বলেন,করোনার কারণে দীর্ঘ ১৯ মাস সশরীরে ক্লাস বন্ধ থাকায় সেশন জটের পাশাপাশি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক ভাবে চাপের মধ্যে ছিল। ফলে তারা হতাশায় ভুগছিল। সশরীরে ক্লাস শুরু হওয়ায় তারা অত্যন্ত খুশি ও আনন্দিত। এ ছাড়া বাংলায় চালু হওয়ায় শিক্ষার্থীরা এ আনন্দ উল্লাস প্রকাশ করেছে।
এ বিষয়ে বাংলা বিভাগের সহকারী প্রক্টর ড.ফখরুল ইসলাম বলেন, করোনার কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষর্থীরা এ আনন্দ উদযাপনে তারা মিষ্টি বিতরণ ও নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেছে। এছাড়া বাংলা বিভাগ চালু হওয়ায় তাদের এ আনন্দ উল্লাস আরও নতুন মাত্রা পেয়েছে।
এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল বলেন, বাংলা বিভাগ চালু হওয়ায় আমরা সবাই খুশি। এছাড়া দীর্ঘদিন বন্ধের পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে এটা খুবই আনন্দের ব্যাপার। তাই তারা এ আনন্দ উল্লাস করেছে।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.শাহ আজম বলেন,প্যান্ডামিক সিচুয়েশন কাটিয়ে সশরীরে ক্লাসে ফেরাটা সভাবতই আনন্দের। আমরা আশাকরছি যথা সময়ে ক্লাস ও সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের সঠিক সময়ে কোর্সমেষ করতে সক্ষম হবো। এ জন্য আমরা অনলাইনে ভারচ্যুয়ালি ক্লাস নিয়ে শিক্ষর্থীদের সিলেবাস শেষ করেছি। আশাকরছি যথা সময়ে পরীক্ষাও শেষ করা সম্ভব হবে। বাংলা বিভাগ চালুর বিষয়ে তিনি বলেন, এটা রুটিন কাজের অংশ। আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে হাজির হতে চাই। তিনি বলেন,রবীন্দ্রনাথকে নিয়ে আরও উচ্চতর গবেষণার জন্য আমরা নতুন গবেষণা বিভাগও চালু করতে যাচ্ছি। যাতে দেশ-বিদেশের শিক্ষার্থীরা এখানে এসে গবেষণার সুযোগ পেয়ে আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে।
সম্পর্কিত সংবাদ

ধর্ম
শাওয়াল মাসে বিয়ের কোনো ফজিলত আছে কি?
সুতরাং শাওয়াল মাসে বিয়ে করাকে যেমন অশুভ মনে করা যাবে না, এ মাসে বিয়ে করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করারও কোনো ভিত্তি নেই। ত...

জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শিক্ষাঙ্গন
রতনকান্দি আল-হামিদ মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি আলী সাদাত খান মজলিস
নতুন সভাপতি মো. আলী সাদাত খান মজলিসসহ ৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব মো. আব্দুল ওয়াহাব, অভিভাবক সদস...

বাংলাদেশ
দেশজুড়ে শোরগোল হলেও প্রকল্প প্রাথমিক পর্যায়ে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর আমার দেশকে বলেন, ‘প্রস্তাবিত হাসপাতালটি নিয়ে দেওয়ার মতো তথ্য এখন পর...
