ধর্ষকদের বিচারের দাবিতে কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

সারাদেশের নারীদের সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে ইভটিজিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে

সারাদেশের নারীদের সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে ইভটিজিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শাহজাদপুর সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালন করা হয়েছে।

 আজ ১০ মার্চ (সোমবার) সকালে এ কর্মসুচি পালন করা হয়। শাহজাদপুর সরকারি কলেজ চত্বরে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন- কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ-আল-সাফায়েত আদিব. মেরাজ হোসেন, সাব্বির, ইমরান রিপন, সায়মন প্রমুখ । 


ছাত্রদল নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তাই, এই বাংলাদেশে কোন ধর্ষকের ঠাঁই হবেনা । আমরা ইতোমধ্যে শাহজাদপুরকে মাদকমুক্ত করাসহ নানা অপকর্মের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করে আসছি । 

এখানে কোন অপরাধ করতে দেয়া হবেনা । মানববন্ধনে বক্তারা মাগুড়ার আছিয়ার  ধর্ষণকারীদেরসহ সারাদেশের সকল ধর্ষণকারীর মৃত্যুদন্ডের দাবি জানান ।