শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ শহরে মানুষের উপচেপড়া ভিড়। রাস্তায় যানজট। দোকানপাট বিপণীবিতাণগুলোতে মানুষ আর মানুষ। আগে থেকেই সিরাজগঞ্জ জেলা লকডাউন থাকলেও বাজার ও রাস্তাঘাটে কিছুটা ভিড় ছিল । এখন রবিবার থেকে দোকান-পাট খুলে দেয়ার পর শহরের এবং উপজেলা পর্যায়ের মার্কেটগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। কয়দিন আগেও ত্রাণ সামগ্রীর জন্য যারা অধির আগ্রহে অপেক্ষা করেছেন, সেই মানুষগুলোও বিপণি বিতাণে কেনাকাটার জন্য ভীড় করছেন। কোন রকম নিরাপত্তা নিশ্চিত না করেই চলছে কেনা-বেচা। তবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাকেটগুলোর সামনে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা কাটাসহ ভীড় না করার জন্য হ্যান্ড মাইকে আহবান জানাচ্ছেন। কিন্তু কে শোনে এসব সতর্কবার্তা। কেনা কাটাই আগে দরকার, জীবন বাঁচবে পরে। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ১০টায় মার্কেটগুলো খোলার কথা থাকলেও তা আগেই খোলা হচ্ছে। মার্কেট খোলার সাথে সাথে সাথে উপচে পড়া ভীড় শুরু হয়েছে। দূর-দূরান্তের ক্রেতারা সকাল থেকে শহরে আসতে শুরু করে। অনেকেই মার্কেট খোলার অপেক্ষায় সামনে বসে থাকেন। সিরাজগঞ্জ শহরের মার্কেটগুলোর মধ্যে শহরের প্রাণকেন্দ্র শহীদ সোহরাওয়ার্দ্দী সড়কে অবস্থিত মার্কেটে ভিড় সবচেয়ে বেশি। নিউ মার্কেটেও বেড়েছে কেনা কাটা। অভিজাত কিছু মার্কেট ও শপিং মলগুলোতে জীবাণুনাশক ও ব্যবহারের ব্যবস্থা রাখা হলেও অধিকাংশ মার্কেটগুলোতে কোন বিধি নিষেধের তোয়াক্কা করছেন না ক্রেতা বিক্রেতাগণ। সিরাজগঞ্জ নিউ মার্কেটে আসা ক্রেতা শরিফা বেগম বলেন, দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় জরুরী অনেক কিছুই কিনতে পারিনি। এ কারণে বাধ্য হয়ে নিজের ব্যবহারী এবং বাসার কিছু মালামাল কিনতে এসেছি। তৈরি পোশাক বিক্রির দোকানিরা বলেন, আরো এক সপ্তাহ পর থেকে তাদের দোকানে ভিড় হবে। তখন জীবাণুনাশক ব্যবহারের ব্যবস্থা করা হবে। শহরের প্রাণকেন্দ্র শহীদ সোহরাওয়ার্দী সড়কের ব্যস্ততম মার্কেটগুরোতে নামে মাত্র জীবাণুনাশক ব্যবহারের ব্যবস্থা, তবে তা কে ব্যবহার করে, কে বা তা খেয়াল রাখে এমন অবস্থা। সবই পুলিশের কাজ। ব্যবসায়ীদেরও দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। এ দিকে দোকান পাট খোলার কারণে শহরে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। লোকজনকে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত না করার আহবান জানিয়ে শহরে মাইকিং করা হলেও কেউ মানছে না। শহরে রিক্সা চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে কিছু কিছু সড়কে। তার পরও যানজট কমছে না। কর্তূব্যপালনরত সিরাজগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর আবু জাফর ও সাইফুল ইসলাম বলেন, পুলিশ সর্বাত্বক চেষ্টা করছে মানুষকে সচেতন করার পাশাপাশি করোনা আইন মেনে চলার জন্য। হ্যান্ড মাইক দিয়ে মার্কেটগুলোর সামনে এবং রাস্তায় প্রচার করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কথা শুনছে না। তারা জীবনের মায়া তুচ্ছ করে ছুটছেন বিপনী বিতানগুলোতে। ঈদে নতুন কিছু চাই, করোনা আক্রমণ করুক বা না করুক তা পরে দেখা যাবে। তবে পুলিশের তৎপরতায় ফুটপাতগুলোতে এখনও কোন দোকানী পসরা সাজিয়ে বসার সুযোগ পায়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন -শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

শাহজাদপুুরে অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন -শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু

শামছুর রহমান শিশির : মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্...

ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি

আন্তর্জাতিক

ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি


  1. ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা...

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের

অর্থ-বাণিজ্য

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্র...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত

সরকারি চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণ...