শাহজাদপুর সংবাদ ডটকম, সিরাজগঞ্জ : গত দু’দিন যাবৎ পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। বিশেষ করে কাজিপুর উপজেলা সহ চরাঞ্চলের মানুষ আবারো নতুন করে পানি বন্দি হয়ে পড়েছে। যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে অভ্যন্তরীন নদ-নদীর পানিও বৃদ্ধির পাশাপাশি চলছে বৃষ্টি। পানি বৃদ্ধির কারনে জেলার নতুন নতুন এলাকা বন্যার কবলে পড়ছে। পানি বৃদ্ধির কারনে প্রবল স্রোতে ব্রম্মপূত্র বন্যা নিয়ন্ত্রন বাধে প্রচন্ড চাপ পড়ছে। জেলার চরাঞ্চল গুলোর প্রায় কয়েক হাজার ঘর-বাড়ি এখন ১ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে রয়েছে। বিশুদ্ধ খাবার পানির অভাবে ডাইরিয়া, আমাশয় সহ নানা ধরনের পেটের পীড়া শুরু হয়েছে। সেই সাথে বন্যা কবলিত মানুষদের হাত-পায়ের ঘা সহ চুলাকানিও দেখা দিয়েছে।
সরকারী ভাবে কিছু ত্রাণ বিতরন করা হলেও প্রতন্ত্য অঞ্চলের বন্যা কবলিতরা এখনো কোন ত্রাণ পায়নি বলে অভিযোগ করেছেন। ফলে তারা অনাহার-অর্ধাহারে দিনানিপাত করছে। জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, নতুন করে পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। বন্যা কবলিতদের জন্য ত্রাণ বিতরন অব্যহত রয়েছে। প্রতিটি উপজেলায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছে ত্রাণ পৌছে দেয়া সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ত্রাণ বিতরন করছে। আরো ত্রাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/29.08.2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শামছুর রহমান শিশির/ফারুক হাসান কাহার : শাহজাদপুরের গণমানুষের আশা আকাঙ্খা প্রতিফলনের দর্প... শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্... ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিকতম সহিংসতায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রথম নিহত হওয়া সৈন্যটি এর আগে সামাজিক... ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে
মতামত
শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান ব্যবস্থাপনা সম্পাদক শরীফ সরকারকে সার্কেল শাহজাদপুরের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
আন্তর্জাতিক
আমি এক ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করেছি- বলা সেই ইসরায়েলি সৈন্য নিহত
দিনের বিশেষ নিউজ
ওসমান হাদির মৃত্যুতে ড. এম এ মুহিতের শোক!
