

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ‘ফিদায়ী হিজরত’ বা ‘আত্মঘাতী’ শাখার সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার রাত আড়াইটার দিকে জেলার কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বড়াইগ্রামের আবু সাঈদের স্ত্রী ও জেএমবির শীর্ষ ফেরার নেতা ফরিদুল ইসলামের মা ফুলেরা খাতুন (৪৫), দুই মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং প্রতিবেশি রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩৫)। ফরিদুলের বাড়িতে গোপন বৈঠককালে এদের আটক করা হয় বলে দাবি ডিবির।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় ডিবি পুলিশের ওসি ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক রওশন আলী এবং উপ-পরিদর্শক ইয়াসির আরাফাত ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ পর্যন্ত জেলায় ৩১ জন জেএমবি সদস্য ধরা পড়লেও এই প্রথম কোনও আত্মঘাতী দলের সদস্যদের আটক করতে সক্ষম হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাই কমান্ডের নির্দেশে এরা ‘ফিদায়ী হিজরত’ বা ‘আত্মঘাতী’ হামলার মাধ্যমে কাফির, মুসরিক, মুরতাদ বা ইসলামের শত্রুদের হত্যার উদ্দেশ্যে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছিল বলেও ডিবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
ডিবি পুলিশের সেকেন্ড অফিসার রওশন আলী জানান,‘গত বছর কাজিপুরে জেএমবির বিশেষ অভিযান পরিচালনার সময় শীর্ষ ফেরার নেতা ফরিদুল ইসলাম গা-ঢাকা দেন। মূলত তারই প্ররোচনায় তার দু’বোন ও মাসহ প্রতিবেশীরা জেএমবি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।’
ওসি ওয়াহেদুজামান জানান, ‘এক বছর আগে জেএমবি নেতা ফরিদুল নিখোঁজ হবার পর থেকেই কাজিপুর উপজেলার বড়াইতলীর এ পরিবারটিকে বিশেষ নজরে রাখা হচ্ছিল। বড় ধরনের নাশকতার ঘটনার আগেই পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের নির্দেশে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।’
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ বলেন, ‘হাই কমান্ডের নির্দেশে আটককৃত এসব নারী জেএমবিরা ‘ফিদায়ী হিজরত’ বা ‘আত্মঘাতী’ হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে জব্দ কম্পিউটার থেকে তথ্য পাওয়া যায়, বিভিন্ন চাইনিজ ও জাপানি কুংফু-কারাতের ছবি দেখে এরা নিজেরাই শারীরিক কসরতের প্রশিক্ষণ নিতো। তাদের সকলের শরীরে টাইম বোমা যুক্ত করে নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল এদের প্ররোচনাকারীদের। ভাল ঘরে বিয়ে ও সংসার ধর্ম পালনের পর এরা আত্মঘাতী হামলার মাধ্যমে কাফের, মুসরেক ও মুরতাদ হত্যা করে অনায়াশেই বেহেস্তে প্রবেশ করবে, এমন বিশ্বাসে এদের সংগঠিত করা হয় বলেও পুলিশের কাছে স্বীকার করেছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যারা নাশকতার ঘটনা ঘটায়, তারাই এদের অনুসারী বলেও তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সব কিছু বলা সম্ভব হচ্ছে না। ’
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই সিরাজগঞ্জ শহরের মাছুমপুর এলাকার একটি বাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক জেএমবির ওই
সদস্যরা হলো- সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বাদুল্যাপুরের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), এই উপজেলার পরানবাড়িয়ার সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোচাদহ দক্ষিণপাড়ার মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুনা বেগম (১৯)।
বর্তমানে তারা কারাগারে রয়েছে। পুলিশের দাবি, ওই চার নারী তাদের পরিবারের সদস্য ও স্বামীর দ্বারা প্রভাবিত হয়ে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়েছে।
বাংলা ট্রিবিউনের সৌজন্যে
সম্পর্কিত সংবাদ

অপরাধ
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘট...

অপরাধ
শাহজাদপুরে ৮ স্কুল শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার
শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বার...

শিক্ষাঙ্গন
বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন
তানিম তূর্যঃ বাংলা নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পাইকপাড়া মডেল একডেমীর উদ্দ্যোগে তরুণ প্রজন্মের লেখা 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়...

সিরাজগঞ্জ জেলার সংবাদ
উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নে ডোবার পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১৪) নামে একটি শিশুর মৃত...

আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

রাজনীতি
শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়
সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...