শুক্রবার, ০২ মে ২০২৫
01 শাহজাদপুর সংবাদ ডটকমঃ মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা সাঈদির আপিলের রায় নিয়ে বরাবরের মত বিএনপি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানোর ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছিলো। আপিলের রায় ঘোষণার পর সবাই উৎসুক থাকলেও বিএনপি নেতারা এ প্রসঙ্গে সরাসরি মুখ খুলেননি । তবে জোটভুক্ত দল হিসেবে রায় নিয়ে বিএনপি’র নীরবতা প্রসঙ্গে জামাত শিবিরে চাপা ক্ষোভ সঞ্চারের পর সিদ্ধান্ত বদলেছে বিএনপি হাইকমান্ড। জানা গেছে, পূর্ণাঙ্গ রায় হাতে পাবার পরই বৃহস্পতিবার জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। রায় প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু গনমাধ্যমকে বলেন, এই রায় আগামীতে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণাঙ্গ রায় না পড়ে মন্তব্য করা যাবে না। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে কোনো মন্তব্য করা যাবে না। একই কথা বলেছেন ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এর আগে বুধবার রায় ঘোষণার পর তাৎক্ষনিক বিএনপি নেতাদের প্রতিক্রিয়া জানতে চাইলে বরাবরের মতো এবারও মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিএনপি নেতারা। আলাপকালে তারা জানান, এই মামলার বিচারের রায় নিয়ে বিএনপি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানোর ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো প্রতিক্রিয়া দেয়ার প্রয়োজন হলে তা দলীয় ফোরামে আলোচনা করেই জানানো হবে। প্রসঙ্গত , বুধবার সকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। বেঞ্চের অপর চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এই মামলায় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের করা দুটি আপিলের ওপর শুনানি শেষে গত ১৬ এপ্রিল আপিল বিভাগ রায় অপেক্ষমাণ রাখেন। এর ঠিক পাঁচ মাসের মাথায় আজ রায় ঘোষণা করা হলো। রায় নিয়ে অসন্তোষ এদিকে এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, বুদ্ধিজীবী, লেখক-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই তাঁরা জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বহুমাত্রিক দায় যাঁর, তাঁর আমৃত্যু কারাদণ্ড তাঁদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ পরিবার এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারকেও উপহাস করা হয়েছে; অপমান করা হয়েছে এবং তাদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি বিশিষ্টজনরা রাষ্ট্রপক্ষের সমালোচনা করে বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া নিয়ে নানা মহলে আঁতাত ও আপসের বিষয়ে জনমনে যে সন্দেহ ও উৎকণ্ঠা দীর্ঘদিন ধরে দানা বাঁধছে, এ রায়ের মাধ্যমে তা আরো বাড়বে।       শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/18/09/2014

সম্পর্কিত সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ' এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের 'বি' ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

তৃতীয় প্রজন্মের ভাবনা

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই...

দেশে দুধের চাহিদা পূরণ করছে মিল্কভিটা। বিশ্বের সর্বাধুনিক এনালাইজারে দুধ পরীক্ষা : ভেজালের কোন সুযোগ নেই - ভাইস চেয়ারম্যান, মিল্কভিটা

অর্থ-বাণিজ্য

দেশে দুধের চাহিদা পূরণ করছে মিল্কভিটা। বিশ্বের সর্বাধুনিক এনালাইজারে দুধ পরীক্ষা : ভেজালের কোন সুযোগ নেই - ভাইস চেয়ারম্যান, মিল্কভিটা

বিশেষ প্রতিবেদক : দেশের নিউজিল্যান্ডখ্যাত জনপদ ও দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ বাঘাবাড়ী মিল্কশেড এরিয়ায় প্রতিদি...

পৌর মেয়র মিরুর বাড়ির ডোবা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

অপরাধ

পৌর মেয়র মিরুর বাড়ির ডোবা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরুর মণিরামপুর...