মঙ্গলবার, ০৭ মে ২০২৪
01 শাহজাদপুর সংবাদ ডটকমঃ মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা সাঈদির আপিলের রায় নিয়ে বরাবরের মত বিএনপি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানোর ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছিলো। আপিলের রায় ঘোষণার পর সবাই উৎসুক থাকলেও বিএনপি নেতারা এ প্রসঙ্গে সরাসরি মুখ খুলেননি । তবে জোটভুক্ত দল হিসেবে রায় নিয়ে বিএনপি’র নীরবতা প্রসঙ্গে জামাত শিবিরে চাপা ক্ষোভ সঞ্চারের পর সিদ্ধান্ত বদলেছে বিএনপি হাইকমান্ড। জানা গেছে, পূর্ণাঙ্গ রায় হাতে পাবার পরই বৃহস্পতিবার জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। রায় প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু গনমাধ্যমকে বলেন, এই রায় আগামীতে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণাঙ্গ রায় না পড়ে মন্তব্য করা যাবে না। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে কোনো মন্তব্য করা যাবে না। একই কথা বলেছেন ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এর আগে বুধবার রায় ঘোষণার পর তাৎক্ষনিক বিএনপি নেতাদের প্রতিক্রিয়া জানতে চাইলে বরাবরের মতো এবারও মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিএনপি নেতারা। আলাপকালে তারা জানান, এই মামলার বিচারের রায় নিয়ে বিএনপি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানোর ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো প্রতিক্রিয়া দেয়ার প্রয়োজন হলে তা দলীয় ফোরামে আলোচনা করেই জানানো হবে। প্রসঙ্গত , বুধবার সকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। বেঞ্চের অপর চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এই মামলায় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের করা দুটি আপিলের ওপর শুনানি শেষে গত ১৬ এপ্রিল আপিল বিভাগ রায় অপেক্ষমাণ রাখেন। এর ঠিক পাঁচ মাসের মাথায় আজ রায় ঘোষণা করা হলো। রায় নিয়ে অসন্তোষ এদিকে এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, বুদ্ধিজীবী, লেখক-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই তাঁরা জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বহুমাত্রিক দায় যাঁর, তাঁর আমৃত্যু কারাদণ্ড তাঁদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ পরিবার এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারকেও উপহাস করা হয়েছে; অপমান করা হয়েছে এবং তাদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি বিশিষ্টজনরা রাষ্ট্রপক্ষের সমালোচনা করে বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া নিয়ে নানা মহলে আঁতাত ও আপসের বিষয়ে জনমনে যে সন্দেহ ও উৎকণ্ঠা দীর্ঘদিন ধরে দানা বাঁধছে, এ রায়ের মাধ্যমে তা আরো বাড়বে।       শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/18/09/2014

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতসোমবার দুপ...

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

অপরাধ

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র সাব্ব...