শুক্রবার, ০২ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধিঃ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল হক খোকনকে সজ্ঞাহীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। জানা যায়, শনিবার রাত ৮ টার দিকে প্রথম আলোর সিরাজগঞ্জের অফিস থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে শাহজাদপুরের তালগাছির নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রীজের কাছে এসে পৌছালে রিপন নামের এক নির্মাণ শ্রমিক রাস্তা পাড় হওয়ার সময় তার মোটরসাইকেলের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল সহ দুজনেই পাকা সড়কের উপর পরে যান। এ সময় সাংবাদিক খোকনের মাথার হেলমেট ছিটকে পড়ে গেলে তিনি মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে সজ্ঞাহীন হয়ে যান। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্ত বমি শুরু হয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় । সেখানে তার সিটিস্ক্যান শেষে তাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুর ১২টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অস্ত্রপ্রচার চলছিল। অপর দিকে ওই শ্রমিকেরও একটি পা ভেঙ্গে যাওয়ায় তাকে উদ্ধার করে বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী