শনিবার, ১১ মে ২০২৪
Manob-pachar1শাহজাদপুর প্রতিনিধিঃ দালালদের মাধ্যমে অবৈধ ভাবে সমুদ্র পথে ট্রলারে মালয়েশিয়া যাওয়ার সময় সিরাজগঞ্জ জেলার ৭ উপজেলার প্রায় ৩৫০ কিশোর ও যুবক নিখোঁজ রয়েছে। উপজেলা গুলি হলো, শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, কামারখন্দ, চৌহলী, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা। এসব উপজেলা থেকে রওয়ানা হওয়া যুবকের অনেকেরই কয়েকদিন পর মোবাইল ফোনে তাদের করুণ আকুতি সংঘবদ্ধ দালাল চক্র পরিবারের সদস্যদের শুনিয়েছেন। এরপরই প্রিয় সন্তানদের জীবন রক্ষায় ঘটিবাটি ও বসতভিটা বিক্রি করে এবং বিভিন্ন এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে সমস্ত টাকা দালালদের হাতে তুলে দিলেও আজও তাদের খোঁজ মেলেনি । টাকা দিতে দেরী হওয়ায় অনেককে ট্রলারে হত্যা করে লাশ সমুদ্র ফেলে দেওয়া হয়েছে বলেও পরিবারের কাছে সংবাদ দেয়া হয়েছে। তারপরেও সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী আর বাবা হারা সন্তানেরা তাদের স্বজনদের ফেরার আশায় বুকে বেধে প্রতিক্ষার প্রহর গুনছেন। কিন্তু একের পর এক থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলে গনকবরের সন্ধান মিলতে থাকায় তারা দিনভর আহাজারি করছেন। তাদের চাপা কান্না আর বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠছে এলাকার আকাশ-বাতাস। সরেজমিনে বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া এনায়েতপুর, কামারখন্দ এলাকা ঘুরে এ করুন চিত্র দেখা গেছে। বেলকুচি উপজেলার ক্ষিদ্র মাটিয়া দক্ষিন পাড়া গ্রামের আব্দুস সালাম জানান, তার ছোট ভাই শুকুর আলী পরিবারকে না জানিয়ে গত বছরের ২১ ডিসেম্বর বাড়ী থেকে বের হয়। পরে জানা যায় একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হাবিবুল্লাহর সাথে সে সমদ্র পথে ট্রলারে মালয়েশিয়া রওনা হয়েছে। এরপর থেকে ৩ মাস ধরে তার আর কোন খোঁজ নেই। ৩ মাস পর হাবিবুল্লাহ জানায়, তার ভাইকে দালালরা মারপিট করে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দিয়েছে। কান্নাজড়িত কন্ঠে শুকুরের মা হামেলা বেওয়া জানান, হাবিবুল্লাহ ফোন করে বলেছে তার ছেলে শুকর আলীকে সমুদ্রে ফেলে দিয়েছে দালাল চক্র। শুকুর আলীর স্ত্রী নাবালক দুই সন্তান নিয়ে এখনও স্বামীর ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনছে। দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল গ্রামের বেলাল হোসেন জানান, তার ছেলে আব্দুল হালিম(১৫) কে স্থানীয় দালাল ঠোটকাটা লতিফ বেশী টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে নিয়ে গেছেন। এছাড়া একই গ্রামের খোকন (২৬), আমিরুল (১৫), ইসমাইল (১৬), রশিদ (১৫) ও হাবিব (১৮) কে ফুসলিয়ে ২০১৩ সালের ১লা নভেম্বর বাড়ী থেকে নিয়ে গেছে। ৩ দিন পর অজ্ঞাত ফোন থেকে নিজেকে টেকনাফের আলী বলে পরিচয় দিয়ে এ ৬ যুবক ট্রলারে সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছে বলে তিনি জানান। সেই সাথে বিকাশে ২০ হাজার টাকা করে পাঠানোর দাবী করে। তা না হলে সবাইকে হত্যা করে সমুদ্রে ফেলে দেওয়া হবে বলে হুমকি দেয়। এ হুমকির ভয়ে সবার পরিবারের লোকজন ১০ হাজার টাকা করে পাঠায়। এরপর দেড় বছর পার হলেও তাদের কোন খোঁজ নেই। কোথায় আছে, কিভাবে আছে কিছুই তারা জানতে পারেননি। এসব নিখোঁজ স্বজনদের ফিরে পেতে স্থানীয় দালালদের নামে থানায় মামলা করা হয়। এসব আসামি জামিনে বের হয়ে এসে বুক ফুলিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। শুকুর আলী জানান, দুই ছেলে এক মেয়ে রেখে তার ভাই খোকন দেড় বছর ধরে নিখোঁজ রয়েছে। তার কোন সন্ধান নেই। ৭ বছরের ছেলে তাঁতের ললি কেটে মায়ের সংসারের হাল ধরেছে। মা অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করছে। বড় ছেলে ইয়ামিন বাক প্রতিবন্ধি কথা বলতে পারে না, বাবার কথা শুনলে তার দুচোখ বেয়ে শুধু পানি ঝড়ে।এনায়েতপুরের সুলতান মোল্লার মা সালেহা খাতুন জানান, স্থানীয় দালাল আউয়াল তার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে মালয়েশিয়া পাঠনোর কথা বলে গত বছর বাড়ী থেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ নেই। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে বেলকুচির আজুগড়া গ্রামের আবুল কালাম, আবুল বাসার, জাকারিয়া, বারপুর গ্রামের আরিফুল, রেজাউল, রমজান, টেংগাছিয়া গ্রামের শহিদুল, নিশিপুর গ্রামের তারেক। গত ৯ ফেব্রুয়ারী থেকে বেলকুচির ছোট শগুনা গ্রাম থেকে নিখোঁজ রয়েছে সুলতানের ছেলে সাগর (১৫), তৈয়ব আলীর ছেলে আব্দুল্লাহ(১৫), ইসমাইলের ছেলে রুবেল (১৫), হোসেন আলার ছেলে বাদশা (১৪), শিতল প্রাং এর ছেলে জামাল (১৬), হাচেন আলীর ছেলে জুয়েল (১৬), উল্লাপাড়ার গোপিনাথপুর গ্রামের মুছার ছেলে মোশারফ (১৮), শাহজাদপুর উপজেলার জিগারবাড়ী গ্রামের রফিকুল, আব্দুল আলিম, শেলাচাপড়ী গ্রামের আসাদুল, আগনুকালী গ্রামের বেলাল হোসেন, রতনকান্দি গ্রামের আলামিন, বেলতৈল গ্রামের রুবেল (১৭), মনি (২০), জলিল(১৮), রুপনাই গাছপাড়া গ্রামের আব্দুল মোন্নাফ, জেন্নাত আলী, আব্দুল খালেক, নিজাম উদ্দিন, শরীফ উদ্দিন, ব্রাক্ষ্মণ গ্রামের আজমত আলী, ফজল হক সাবু ব্যাপারী, আব্দুর রউফ, চৌহলীর সোদিয়া চাঁদপুর গ্রামের আব্দুর রশিদ, উল্লাপাড়ার ভাংগা বাড়ী হোসেন আলী, গোপীনাথ পুর গ্রামের আব্দুল হালিম, সোনাতলা গ্রামের ফরিদ, দ্বাদশপট্টি গ্রামের কামাল হোসেন, শাহজাদপুরের শান্তিপুর গ্রামের ইস্রাফিল (১৮), রমজান আলী (১৯) এনায়েতপুরের শাহ আলম, ফুলজার, সুলতান মোল্লাহ, আলমগীর হোসেন পবন, কামারখন্দ উপজেলার মনিরুল ইসলাম, নুরনবী, শাহ আলম, রিপন সহ প্রায় ৩৫০ যুবক নিখোঁজ রয়েছেন। আবার অনেক যুবক মুক্তিপণ দিয়ে জীবন নিয়ে ফিরে এসেছে। অনেকে মালয়েশিয়া ও থাইল্যান্ডের জেলখানায় বন্দী রয়েছে। কামারখন্দ উপজেলার খামার পাইকোশা গ্রামের মনিরুল ইসলামের বাবা নুর হোসেন জানান, গত আড়াইমাস পূর্বে তার ছেলেসহ আরো ৪ জন নিখোঁজ হয়। নিখোঁজের ৩৭ দিন পর টেকনাফ থেকে এক দালাল ফোন করে। সেই ফোন মোতাবেক আমি সুদের উপর ঋণ করে টাকা নিয়ে ১ লক্ষ টাকা স্থানীয় দালাল সুলতান ও তার বাবা শুকুর আলীর নিকট জমা দেই। এরপরেও তার ছেলের সাথে কথা বলিয়ে দিতে পারছেনা দালাল চক্র। মালয়েশিয়া যাওয়ার পথে ধরা পড়ে থাইল্যান্ডে ৬ মাস জেল খেটে দেশে ফেরা চালা গ্রামের ওমর সানি জানান, ১৫০ জনের ধারণক্ষমতার একটি ট্রলারে চার শতাধিক যুবক নিয়ে রওনা হওয়া ট্রলারে একজন পানির জন্য চিৎকার করায় গুলি করে তাঁকে হত্যা করা হয়। দুজন পানি ও খাবার না পেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে মারা যান। দুজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সমুদ্রে ফেলে দেওয়া হয়। দিন-রাতে দু’বেলা শুকনো খাবার দেওয়া হয়। কিছু বললেই মারধর করা হয়। স্থানীয় নুরুল ইসলাম দালালের মাধ্যমে তাঁর দলের ২৬ জনকে পাঠানো হলেও তাঁদের অনেকেরই এখন খোঁজ মিলছেনা। শাহজাদপুরের রূপনাই গ্রামের মজনু মিয়া জানান, প্রথমে তাঁকে থাইল্যান্ডের জঙ্গলের মধ্যে রাখা হয়। বেদম মারধর করে বাড়িতে ফোন করানো হয়। এক সপ্তাহ পর সেখান থেকে পাচারকারীরা তাঁকে অন্য একটি জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়। প্রায় ১৫ দিন অনাহারে থেকে জঙ্গলেই জ্ঞান হারান। পরে থাইল্যান্ডের পুলিশ তাঁকে উদ্ধার করে। ৭ মাস জেল খেটে দেশে ফিরেছেন তিনি। সিরাজগঞ্জের বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট ফর ডিজঅ্যাডভানটেজড পিপল (ডিডিপি) এর নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা জানান, গত বছর রামরুর সহযোগিতায় সিরাজগঞ্জের ৭ উপজেলায় জরিপ কাজ চালানো হয়। এতে দেখা যায় মালয়েশিয়ায় চাকরির নিশ্চয়তা দিয়ে দালাল চক্র বিনা ভিসায় জেলা থেকে গত বছরের ৮ মাসে ৪ হাজার লোক সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে ডিসেম্বর পর্যন্ত ৫০০ জনের হদিস পাওয়া যায়নি। ২৫০ জনের সন্ধান মিলেছে থাইল্যান্ডের বিভিন্ন কারাগারে। বাকি ৩ হাজার ২৫০ জনের পরিবারের অধিকাংশ থেকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করেছে পাচারকারীরা। ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা বলেন, সিরাজগঞ্জ এলাকাটি নদী ভাঙন কবলিত। যে কারণে ভিটে মাটিহারা অশিক্ষিত যুবকেরা সহজেই দালালদের খপ্পরে পড়ছেন। সিরাজগঞ্জ কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, আমাদের জরিপ অনুযায়ী জেলায় ৪ থেকে ৫জন নিখোঁজ রয়েছে। তবে ২০১৩ সালে তারা প্রায় ৩১জনকে উদ্ধার করেছেন বলেও জানান। সিরাজগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, মানব পাচারের ঘটনায় জেলার চারটি উপজেলায় মোট ১১টি মামলা হয়েছে। এসব মামলায় বিভিন্ন জেলার ৪০ জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে ২০ জন কে আটক করেছে পুলিশ। বাকীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে ৪টি মামলার চার্জশীটও দেয়া হয়েছে বলেও তিনি জানান। সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, মানব পাচার রোধে জেলার সবগুলো উপজেলায় পর্যায়ক্রমে মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটির মাধ্যমে এলাকায় লিফলেট বিতরণ মসজিদের ইমামদের কে দিয়ে মাইকে প্রচার ও পুলিশ এ সংক্রান্ত মামলার দ্রুত ব্যবস্থা নেন তার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা জনশক্তি কর্মসংস্থান ব্যুরো কে উপজেলা পর্যায়ে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রচারনার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সাংবাদিক শামছুর রহমান শিশিরের নানীর ইন্তেকাল

সাংবাদিক শামছুর রহমান শিশিরের নানীর ইন্তেকাল

আমরা অত্যন্ত গভীর শোকাহত অবস্থায় জানাচ্ছি ‍যে, সাংবাদিক মো. শামসুর রহমান শিশির এর নানী ও মরহুম কুতুব উদ্দিন মোল্লার স্ত্...

শাহজাদপুরের প্রায় সহস্রাধিক নলকূপ চালিত ইরি-বোরো স্কিমে পানির সংকট; কৃষকের বিপাকে

কৃষি

শাহজাদপুরের প্রায় সহস্রাধিক নলকূপ চালিত ইরি-বোরো স্কিমে পানির সংকট; কৃষকের বিপাকে

নিজস্ব প্রতিনিধি : পানির স্তর নিচে নেমে যাওয়ায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ইরি-বোরো চাষে চলছে পানির চরম সংকট। কৃষক চা...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

আপাতত গরম কমছে না

জাতীয়

আপাতত গরম কমছে না

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয...

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

খেলাধুলা

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

মুুহিতের রেকর্ড খরুচে বোলিংয়ের ম্যাচে ৪ উইকেটে ২২৪ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে ৪ রানে হারে...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...