বুধবার, ০১ মে ২০২৪
19

শাহজাদপুর সংবাদ ডট কমঃ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট তিনি নড়াইলের মাছিমদিয়া গ্রামের এক দরিদ্র রাজমিস্ত্রির ঘরে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল লাল মিয়া। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার জন্মজয়ন্তী উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে রোববার ভোরে শিল্পীর বাসভবনে কোরআনখানি, সকাল সাড়ে ৮টায় শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হবে। এছাড়া মিলাদ মাহফিল, বাসভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। ভিন্ন বৈশিষ্ট্যের ছবি এঁকে স্বশিক্ষিত সুলতান সারা বিশ্বে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন। একমাত্র তিনিই প্রথম এশিয়ান, যার অাঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয়েছিল। জীবন-জীবিকার যুদ্ধে অবতীর্ণ খেটে খাওয়া মানুষগুলোর স্থূল পেশিবহুল অবয়ব বার বার উঠে এসেছে তার তুলির অাঁচড়ে, যা ছিল সুলতানের চিত্রকলার মৌলিক দিক। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবমুক্ত নিজ স্বকীয়তায় সমৃদ্ধ। দেশীয় কৃষ্টি আর ঐতিহ্যে লালিত সম্পূর্ণ ব্যতিক্রমী এ চিত্রকর্ম দিয়েই তিনি দেশের গন্ডি পেরিয়ে সমাদৃত হয়েছেন বিশ্বব্যাপী। শিল্পীর মৃত্যুর পর তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সুলতানের বসতবাড়ি সংলগ্ন দুই একর ৫৭ শতক জমিতে নির্মাণ করা হয়েছে শিশুস্বর্গ ও 'সুলতান স্মৃতি সংগ্রহশালা'। এতে শিল্পী সুলতানের অাঁকা ছবি, ব্যবহার সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র স্থান পেয়েছে। রয়েছে শিল্পীর অাঁকা বেশ কিছু দুর্লভ ছবি ও ব্যবহার্য জিনিসপত্র। তবে প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে তার অনেক দুর্লভ ছবি।জীবদ্দশায় দেশে সুলতানের চিত্রকর্মের চারটি সম্মিলিত ও দুটি একক প্রদর্শনী হয়। বিদেশে তার চিত্রকর্মের একক প্রদর্শনী হয় ২০টিরও বেশি। তার অাঁকা শেষ পূর্ণাঙ্গ চিত্রকর্ম 'সুখী পরিবার' এবং অসমাপ্ত ছয়টি ছবির মধ্যে অন্যতম ৩৬ ফুট দীর্ঘ মানব সভ্যতার ক্রমবিকাশ। চিত্রকর্মের জন্য অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সুলতান। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো_ ১৯৮২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক 'ম্যান অব দ্য ইয়ার', ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক আর্টিস্ট ইন রেসিডেন্স, ১৯৮২ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদক।

সম্পর্কিত সংবাদ

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের আয়োজনে গত শনিবার সন্ধ্যায় উপজেলার শহীদ স্মৃতি হলরুমে “হাতের মুঠোয় হাজার বছর আমরা...

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী

বগুড়াসহ এ অঞ্চলের মানুষদের বহুল প্রতিক্ষিত বগুড়া- সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের সম...

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

খেলাধুলা

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

মুুহিতের রেকর্ড খরুচে বোলিংয়ের ম্যাচে ৪ উইকেটে ২২৪ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে ৪ রানে হারে...

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

বাংলাদেশ

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

একটি সংগঠনের উদ্যোগে বদলে গেছে গ্রামের চিত্র। গ্রামের সকল পরিবার হয়েছে এখন সচ্ছল। এই গ্রামে এখন ফিতরা ও যাকাত নেওয়া মানু...