শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির : ‘ সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের আমৃত্যু সাজা নয়- মৃত্যুদন্ড চাই। সমকাল পরিবার নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের পরিবারের পাশে সবসময় থাকবে।’ আজ শনিবার বেলা ৩ টায় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক মরহুম আব্দুল হাকিম শিমুলের কবর জিয়ারত শেষে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ ( পিআইবি) এর চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এ কথা বলেন। এ সময় সমকাল পরিবারের পক্ষ থেকে মরহুম সাংবাদিক শিমুলের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন সমকাল সম্পাদক । স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, 'শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুই সেদিন সংঘর্ষের সময় পুলিশের বাঁধা উপেক্ষা করে শটগান দিয়ে সাংবাদিক শিমুলকে প্রকাশ্যে গুলি করে। তাদের গুলিতেই মারা যান সাংবাদিক শিমুল। এটা পুলিশই বলেছে। আমরা এ হত্যাকান্ডের প্রধান আসামি মেয়র মিরু ও তার ভাই মিন্টুসহ সকল অপরাধীদের ফাঁসি চাই।’ সেইসাথে অবিলম্বে মেয়র মিরুকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কারেরও তিনি দাবি জানান। এ সময় দৈনিক সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) এস. এম শাহাব উদ্দিন, দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, দৈনিক সমকালের ডিজিএম (সার্কুলেশান) অমিত রায়হান, স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশীদ খান হাসান, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজ্রুী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকসহ ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জ ও স্থানীয় গণ্যমাধ্যমকর্মী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পিআইবি চেয়ারম্যান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বের ওই সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজ খবর নেন । শাহজাদপুরে মরহুম সাংবাদিক শিমুলের কবর জিয়ারত শেষে পিআইবি’র চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে রওয়ানা দেন। এদিন বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সন্মেলন কক্ষে সমকাল সাংবাদিক শিমুলের স্মরণ সভা শীর্ষক এক সভায় তারা যোগদান করবেন বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

শাহজাদপুর

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...

ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি

আন্তর্জাতিক

ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি


  1. ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা...

বিষ্ময়কর এক ফল 'চালতা'

দিনের বিশেষ নিউজ

বিষ্ময়কর এক ফল 'চালতা'

আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের

অর্থ-বাণিজ্য

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্র...