মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির  : আজ  সোমবার রাতে ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, কাজী শওকত, সাগর বসাক, হাসানুজ্জামান তুহিন, আল আমিন হোসেন, এমএ জাফর লিটন, শামছুর রহমান শিশির প্রমূখ। সভার শুরুতে শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আব্দুল বাকী মির্জা, সদস্য অধ্যক্ষ সিরাজুল হক, গোবিন্দ চক্রবর্তী ও আব্দুল হাকিম শিমুলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু নবাগত সদস্য যুগান্তর ও বিজয় টিভির মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংবাদ প্রতিদিনের মুস্তাক আহমেদ, দৈনিক দিনকালের আল আমিন হোসেন, দৈনিক এশিয়ার বাণীর আবুল হাসনাত টিটো, আমার সংবাদের জহুরুল ইসলাম, ভোরের ডাকের জেলহক হোসাইন, কলম সৈনিকের এসএম শফিউল হক ও আজকালের খবর মাসুদ মোশাররোফের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। নবাগতদের পক্ষ থেকে মুস্তাক আহমেদ শাহজাদপুর প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ সকলকে ধন্যবাদ জানিয়ে শাহজাদপুর প্রেসক্লাবের গতিশীলতা ও উত্তরোত্তর সমৃধি কামনা করে বক্তব্য প্রদান করেন। পরে সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শাহজাদপুর প্রেসক্লাবের গঠনতন্ত্রের কতিপয় ধারা সংশোধন, সংযোজন ও প্রতিস্থাপন করা হয়। সভায় শাহজাদপুর প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজে অবদান রাখার জন্য স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, প্রয়াত পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোহন, প্রয়াত অধ্যক্ষ সিরাজুল হক, অত্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুর রউফের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পরিশেষে শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য, দৈনিক সমকাল প্রতিনিধি, দুর্বৃত্তের গুলিতে নিহত আব্দুল হাকিম শিমুলের নামে ‘আব্দুল হাকিম শিমুল পদক-২০১৮’ প্রবর্তন করায় সমকাল কর্তৃপক্ষকে শাহজাদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

কোঁকড়া চুলের সহজ সুন্দর লুক

জীবনজাপন

কোঁকড়া চুলের সহজ সুন্দর লুক

খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

জাতীয়

খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

করোনার কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় উৎপাদন আরও অনেক বাড়াতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জ...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরসহ উত্তরাঞ্চলে জীবন রক্ষাকারী ঔষধ ফুটপাত ও মুদি দোকানে

অপরাধ

শাহজাদপুরসহ উত্তরাঞ্চলে জীবন রক্ষাকারী ঔষধ ফুটপাত ও মুদি দোকানে

শামছুর রহমান শিশিরঃ শাহজাদপুর, সিরাজগঞ্জসহ দেশের শষ্যভান্ডার খ্যাত অঞ্চল উত্তরাঞ্চলের নগ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”