মঙ্গলবার, ১৪ মে ২০২৪
স্থানীয় সংবাদদাতাঃ আজ সোমবার সন্ধায় শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শাহজাদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র লিয়াকত হোসেনের স্ত্রী রুমা হোসেন বাদী হয়ে শাহজাদপুর থানায় এ মামলা দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৬ আগষ্ট রোববার রাত সাড়ে ৮টার দিকে রুমা হোসেন দরগাপাড়ার নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী হানিফ শেখের বাড়িতে যাওয়ার পথে পৌর মেয়র নজরুল ইসলাম অকস্মাৎ তাকে জাপটে ধরে স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তার আত্মচিৎকারে লোকজন ছুটে এলে মেয়র নজরুল ইসলাম সেখান থেকে দ্রুত সটকে পরে। এ ব্যাপারে কাউন্সিলর লিয়াকত হোসেন বলেন, প্রায় ৩ বছর ধরে মেয়র নজরুল ইসলাম তার স্ত্রী রুমা হোসেনকে নানা ভাবে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তিনি আরও বলেন, লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখা হয়েছিল। এছাড়া মেয়র নজরুলকে এ ব্যাপারে বার বার সতর্ক করা হয়েছিল। কিন্তু মেয়র নজরুল সংশোধন না হয়ে এবং কুপ্রস্তাবে রুমা হোসেন সারা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। সকল অভিযোগ অস্বীকার করে মেয়র নজরুল ইসলাম বলেন, দরগাপাড়া গ্রামের আমির আলীর বাড়িতে মাদলা গ্রামের বালু ব্যবসায়ী মোস্তফার সাথে রুমা হোসেনকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী আটক করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌছে মোস্তফাকে চরথাপ্পর দিয়ে বিদায় করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করেছে। এ ব্যাপারে রুমা হোসেন বলেন, মেয়র নজরুল ইসলাম তার অপকর্ম ধামাচাপা দিতে আমির আলীর বাড়ির মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়েছে। এলাকাবাসী এদিন তাকে কারও সাথে আপত্তিকর অবস্থায় আটক করেনি। উল্টো মামলা ভিন্ন খাতে প্রবাহের উদ্দেশ্যে মেয়র মিথ্যা গুজব রটিয়ে ফাঁয়দা লোটার চেষ্টা করছে। ঘটনার সত্যতা স্বীকার করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, প্যানেল মেয়র লিয়াকত হোসেনের স্ত্রী রুমা হোসেন বাদি হয়ে পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে পৌর মেয়র কর্তৃক প্যানেল মেয়রের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সম্পর্কিত সংবাদ

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতে করোনা রোগী

বাংলাদেশ

হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতে করোনা রোগী

কুমিল্লার লাকসামের একটি বেসরকারি হাসপাতালের আইসলেশনে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক রোগী গোপনে পালিয়ে বাড়িতে চলে যাওয়ার অভ...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

সাংবাদিক শামছুর রহমান শিশিরের নানীর ইন্তেকাল

সাংবাদিক শামছুর রহমান শিশিরের নানীর ইন্তেকাল

আমরা অত্যন্ত গভীর শোকাহত অবস্থায় জানাচ্ছি ‍যে, সাংবাদিক মো. শামসুর রহমান শিশির এর নানী ও মরহুম কুতুব উদ্দিন মোল্লার স্ত্...