বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
‍শাহবুদ্দিন খলিফাশাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফার অনিয়ম দূর্নীতির তদন্ত শুরু হয়েছে। সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইয়েম এ তদন্ত শুরু করেছেন। তদন্ত কর্মকর্তা আবু সাইয়েম এদিন সকালে শাহজাদপুর থানায় পৌছে তদন্ত কাজ শুরু করেন। তিনি ইন্সপেক্টর তদন্ত, আব্দুল হাই, এস আই রেজাউল করিম, ডিউটি অফিসার সহ ৫ জনের সাক্ষ্য গ্রহন ও জবানবন্দী রেকর্ড করেন। ৩ কার্যদিবসের মধ্যে এ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। এর আগে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যলায়ের পক্ষথেকে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইয়েমকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি কে ৩দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার শাহজাদপুর থানার ওসি শাহাবুদ্দিন খলিফাকে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে শাহজাদপুর থানা থেকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এ ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের এই আদেশ প্রদান করা হয়। সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, থানায় যোগদানের পর থেকেই কাজে ধীরগতি ও বিভিন্ন মামলার অগ্রগতিতে গাফিলতি সহ প্রশাসনিক কারনে জেলার শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে। জানা যায় গত ১ মে শাহজাদপুর শহরের বিভিন্ন এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীতা করে লিফলেট বিতরণকালে আল বাইয়্যেনাতের ৯ সদস্য গ্রেফতার হয়। এদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা না নেওয়ায়, রিমান্ডে আনতে অনিহা প্রকাশ, রিমান্ডে আনার পর শাহজাদপুর থানা সার্কেলের এ এস পি জমির উদ্দিন কে জিজ্ঞাসাবাদে বাধা প্রদান গ্রেফতারকৃত আল বাইয়্যেনাতের সদস্যদের রক্ষার চেষ্টা, ট্রেন পোড়ানো মামলার আসামী মেয়র নজরুল ইসলামকে দাওয়াত করে খাওয়ানো এবং তারসাথে গভীর সখ্যতা গড়ে তোলা এবং মেয়র পূত্র সজিব কর্তৃক প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে ছাড়ার পরেও তাকে গ্রেফতারে অনিহা প্রকাশ সহ নানা অনিয়ম দূর্নীতির কারনে ওসি শাহাবুদ্দিন খলিফাকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়। এ ঘটনা তদন্তে গঠিত এ তদন্ত কমিটি বৃহস্পতিবার থেকে তদন্তকাজ শুরু করেছে। এ তদন্তে অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইয়েম জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

বিনোদন

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

টেগর গ্যেটে পিস ইউনির্ভাসিটি থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়// প্রত্যাশা-প্রতিক্ষার দুই দশক পর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী

জাতীয়

টেগর গ্যেটে পিস ইউনির্ভাসিটি থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়// প্রত্যাশা-প্রতিক্ষার দুই দশক পর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী