বুধবার, ০৮ মে ২০২৪
শামছুর রহমান শিশির : আজ বৃহস্পতিবার রাত ৯ টায় সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাতের সভাপতিত্বে ও থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের পরিচালনায় শাহজাদপুর থানা গোলঘরে থানার অফিসার ইনচার্জ রেজাউল হকের বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক, নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম, এসআই বানী ইসরাইল, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আল আমিন হোসেন প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার এসআই আব্দুল জলীল, এসআই কংকন বিশ্বাস, সাংবাদিক শামছুর রহমান শিশির, সাবেক ছাত্রনেতা আশিকুল হক দিনার, এসআই মোতালেব, এসআই তৈয়বুর, এসআই ফারুক আজম, এসআই কমল কুমার দেবনাথ, এসআই ফরিদুল ইসলাম, এসআই নুরুল হুদা, তান্না লোদী, এএসআই কালাম, এএসআই সাইফুল, এএসআই কালাম (২), এএসআই আফজাল, এএসআই শারমীন, কমিউনিটি পুলিশিং সদস্য সাজিদ হায়দার ভোলাসহ থানায় কর্মরর্ত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ। বক্তব্যে বানী এসআই বানী ইসাইল বলেন, ‘ প্রায় ২৬ মাস ধরে সুযোগ্য অফিসার ইনচার্জ রেজাউল হকের সাথে কাজ করতে পেরে ধন্য। তিনি তার যোগ্যতা, মেধা, দক্ষতার সাথে শাহজাদপুরের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে সেবা প্রদানে সর্বোচ্চ সচেষ্ট থেকেছেন।’ সাংবাদিক আল আমিন হোসেন বলেন, ‘ শাহজাদপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক আমাদের তথ্য প্রদানে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে গেছেন। নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়াও তেমনি সংবাদকর্মীদের তথ্য প্রদানে আন্তরিক থাকবেন-এটাই প্রত্যাশা। সেইসাথে বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক পদ্দোনতি পেয়ে বদলী হয়ে ঢাকা যাচ্ছেন। তার নতুন কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করি।’ নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, ‘ রেজাউল স্যারের সাথে আমার ১৯৯৮ সাল থেকে পারিবারিক সু-সম্পর্ক গড়ে ওঠে। স্যারের পদোন্নতি না হলে তার স্থানে আমাকে পদায়ন করা হলেও আমি এখানে আসতাম না। আমি যদিও স্যারের মতো মেধাবী নই, তথাপিও শাহজাদপুরবাসীর কল্যাণে ও সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি অনুকূলে রাখতে সাধ্যমতো কাজ করবো। এজন্য আমি সকলের সহযোগীতা কামনা করছি।’ বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, ‘ শাহজাদপুর থানায় কর্মরত সকল অফিসারের নিকট আমি কৃতজ্ঞ। তারা সর্বদা সকল কাজে আমাকে সহযোগীতা করেছেন। আমি যতদিন এখানে কর্মরত থেকেছি, সবসময় চেষ্টা করেছি আইন প্রত্যাশীদের অধিকার যেনো কোন ভাবেই ক্ষুন্ন না হয় বা তাদের আইনগত সহায়তা প্রদানের অধিকার থেকে কোনভাবেই বঞ্চিত করা না হয়। নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া আমার অতি প্রিয় অফিসার ও ঘনিষ্ঠজন। আশাকরি তিনি শাহজাদপুরবাসীর কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।’ সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত বলেন, ‘ রেজাউল হক অত্যন্ত দক্ষ অফিসার হিসেবে পুলিশ বাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। তিনি যেখানেই কাজ করেছেন সেখানেই জনমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার বিনয়ী মনোভাব, অদম্য ধের্য্য ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সঠিকভাবে থানার সকল কর্মকান্ড পরিচালনা করেছেন। ভবিষ্যতেও তার এ সফলতা বজায় থাকবে বলে আমি মনে করি। ভবিষ্যতে তার উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করি।’ এ সময় থানার অফিসারদের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হককে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সন্মাননা জানানো হয় এবং নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক নবাগত অফিসার ইনচার্জকে দায়িত্ব বুঝে দিচ্ছিলেন।

সম্পর্কিত সংবাদ

কবিগুরুর ১৬০ তম জন্মদিনে শাহজাদপুর সংবাদ ডটকমের শুভেচ্ছা

সম্পাদকীয়

কবিগুরুর ১৬০ তম জন্মদিনে শাহজাদপুর সংবাদ ডটকমের শুভেচ্ছা

আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন। শুভ জন্মদিনে অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্...

নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন

নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম শারীরিক চিকিৎসা শেষে দেশে ফিরে উপজেলা আওয়ামী...