রবিবার, ০২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: আজ ২৫ এপ্রিল শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার ত্রি-বার্র্ষিক সন্মেলন অনুষ্ঠিত হবার কথা থাকলেও ৪র্থ বারের মতো আবারও ওই সন্মেলন স্থগিত করায় স্থানীয় যুবলীগ নেতাকর্মী ও সমর্থকেরা চরম আক্ষেপ আর হতাশা প্রকাশ করেছেন। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক কাজকর্মে গতিশীলতা ফিরিয়ে এনে নৌকা মার্কাকে বিজয়ী করে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা’কে আবারও বাংলার প্রধানমন্ত্রী করতে কেন্দ্রীয় যুবলীগ যে অঙ্গীকারে আবদ্ধ; শেষতক ৪র্থ বারের মতো স্থানীয় উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন আবারও স্থগিত করায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নেয়া সেই লক্ষ্য সেই অঙ্গীকারেও গুঁড়েবালি পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মতামত ব্যাক্ত করেছেন। গত ১১ মার্চ সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি মঈন উদ্দিন খান চিনু ও সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল হাকিম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন করার তারিখ নির্ধারণপূর্বক সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয় শাহজাদপুর উপজেলা যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে । ওই নির্দেশনা মোতাবেক শাহজাদপুর উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত সন্মেলন সম্পন্ন করতে সকল প্রস্তুতিও নিয়েছিলেন। ভোটারগণ ১৩ বছর পর ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতা নির্বাচনের স্বপ্ন দেখলেও সন্মেলন স্থগিত করায় সে আশা সেই স্বপ্ন শেষমেষ হতাশায় নিমজ্জিত হয়েছে। জানা গেছে, গত ২০০৪ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মোঃ ইউনুস আলী সভাপতি, মামুনর রশীদ লিয়াকত সাধারণ সম্পাদক ও হারুণ শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী ৩ বছর পর ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হবার পর আয়োজকবৃন্দ মোট ৪ বার সন্মেলন সম্পন্ন করার তারিখ ঘোষণা করলেও তা সম্পন্ন না হওয়ায় প্রার্থীগণ ও ভোটারেরা চরম দুঃখ প্রকাশ করেন। এ সন্মেলনে সভাপতি পদে মানুনর রশীদ লিয়াকত (বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক), ইউনুস আলী ( বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর), আরিফুল ইসলাম পলাশ (সাবেক জিএস, সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ), নুরুল ইসলাম মিঠু (উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও সহ-সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থা) এবং সাধারণ সম্পাদক প্রদে মোঃ রাজীব শেখ ( উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), কামরুল হাসান হিরোক (সবুজ বিপ্লবের উদ্যোক্তা, শাহজাদপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক-সভাপতি) ও যুবলীগ নেতা আশিকুল হক দিনারের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো। এ সন্মেলনের সভাপতি-সাধারণ সম্পাদক পদের সিংহভাগ নেতৃবৃন্দ ও ভোটারেরা চরম হতাশা প্রকাশপূর্বক অভিযোগে জানান,‘তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন করার জন্য ইতিপূর্বে ৩ বার দলীয় ভাবে তারিখ, দিন, ক্ষণ, স্থান নির্ধারণ করে ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন করার ঘোষণা দেয়া হলেও শেষমেষ তার ওপর স্থগিতাদেশ নেমে আসে। ৪র্থ বারের মতো আজ (২৫) এপ্রিল সন্মেলনের তারিখ ঘোষিত হলেও স্থানীয় জনৈক নেতার সমর্থনপূষ্ট প্রার্থী পরাজিত হবেন-এমন আশংকায় সন্মেলন সম্পন্ন করতে বাধাগ্রস্থ করা হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন।’ নির্ধারিত তারিখে সন্মেলন সম্পন্ন করতে সন্মেলনের সাম্ভাব্য সিংহভাগ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণের মধ্যে কোন দ্বন্দ্ব, সংঘাত, গ্রুপিং ও কোন্দল নেই-তারা ঐক্যবদ্ধভাবে ও শান্তিপূর্ণভাবে সন্মেলন সম্পন্ন করতে প্রতিশ্রতিবদ্ধ মর্মে শাহজাদপুর উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্র নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে গিয়ে বিষয়টি অবগত করলেও শেষমেষ অনুষ্ঠিতব্য ওই সন্মেলনের ওপর স্থগিতাদেশই বহাল থাকায় নেতৃবৃন্দ ও ভোটারবৃন্দ হতাশাগ্রস্থ্য হয়ে পড়েছেন বলে তারা জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২ জনকে বহিস্কার

শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২ জনকে বহিস্কার

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২জনকে বহিস্কার করা...

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গত রোববার ঐতিহ্যবাহী শাহজাদ...

শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে প্যানেল মেয়রের স্ত্রীকে ধষর্ণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

অপরাধ

শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে প্যানেল মেয়রের স্ত্রীকে ধষর্ণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

স্থানীয় সংবাদদাতাঃ আজ সোমবার সন্ধায় শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শ...

রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি

শাহজাদপুর

রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি...

শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর উপজেলায় ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদ...