সোমবার, ০৬ মে ২০২৪
শামছুর রহমান শিশির, রাজীব রাসেল, ফারুক হাসান কাহার : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে আজ সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য ওই অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানের সকল বক্তাই অবিলম্বে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’ এর শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান। এ প্রসঙ্গে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, ‘রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে শাহজাদপুরে আয়োজিত অনুষ্ঠানে আসার আগেই তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী তাকে আশ্বাস দিয়ে বলেছেন, খুব শীঘ্রই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র ভাইস চ্যান্সেলর ও প্রকল্প পরিচালক নিয়োগদান করে আগামী সেসন থেকেই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ -পিপিএম, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এমএ হামিদ লাভলু প্রমূখ। ওই উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব । এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহ্মিদা হক শেলী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া । স্থানীয় গণমাধ্যমকর্মীদের দাবির প্রেক্ষিতে এইচ টি ইমাম রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাষ্কর্য নির্মাণের ঘোষণা দেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গহণের জন্য স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের ওপর দায়িত্ব প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, শাহজাদপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের শিল্পীবৃন্দ। বিকেলে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার শিল্পীবৃন্দ ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন শিল্পগোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। এছাড়া, রবীন্দ্রস্মারক প্রবন্ধ পাঠ ও আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ড. সাইফুদ্দীন চৌধুরী। উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন, অধ্যাপক মেরিনা জাহান কবিতা, ড. মাহফুজা হিলালী হ্যাপী ও প্রফেসর এএম আব্দুল আজীজ। শেষে নৃত্য পরিবেশন করেন নৃত্যলোকের শিল্পীবৃন্দ। এর আগে সকালে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র শিক্ষা কার্যক্রম অবিলম্বে চালুর দাবিতে শাহজাদপুরবাসী, উপজেলা আইনজীবী সমিতি, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সার্কেল শাহজাদপুরসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ঘন্টাব্যাপী রবীন্দ্র কাছারিবাড়ির প্রধান ফটক সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনোয়ার হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আব্দুল হামিদ লাভলু, ডা. ইউনুস আলী খান, সার্কেল শাহজাদপুরের শামছুর রহমান শিশির, রাজীব রাসেল, ফারুক হাসান কাহার ও হান্নান শেখ প্রমূখ। আগামীকাল মঙ্গলবার জন্মজয়ন্তীর ২য় দিনে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে সকালে শিশু কিশোরদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ-৪ এর জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার সিরাজগঞ্জের উপ-পরিচালক। এদিকে, কবিগুরুর জন্মজয়ন্তীর প্রথম দিনেই কবিগুরুর শাহজাদপুরের কাছারিবাড়ি প্রাঙ্গণ রবি ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে। অন্যদিকে, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী গ্রামীণ মেলায় ভীড় উপচে পড়ছে। পুরো শাহজাদপুর উৎসবের শহরে পরিণহ হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

শাহজাদপুরে নিষিদ্ধ থ্রি-হুইলার-বাস সংঘর্ষে মা-মেয়ে নিহত! আহত ৫

শাহজাদপুর

শাহজাদপুরে নিষিদ্ধ থ্রি-হুইলার-বাস সংঘর্ষে মা-মেয়ে নিহত! আহত ৫

সিরাজগঞ্জ শাহজাদপুরে নিষিদ্ধ থ্রি-হুইলার-বাস সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবা...

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতসোমবার দুপ...

শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা

আন্তর্জাতিক

শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্...