মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকেঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে গাভীর ম্যাস্টাইটিস ও রিপিট ব্রীডিং রোগ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। ফলে কৃষকরা রোগাক্রান্ত এসব গাভী নিয়ে চরম বিপাকে পড়েছে। এ রোগে আক্রান্ত গাভীকে চিকিৎসা দিতে গিয়ে অনেক কৃষক সর্বশান্ত হয়ে পড়েছে। ফলে শাহজাদপুর উপজেলার গো-খামার হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। শাহজাদপুর উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও কৃষকদের সাথে আলাপ করে জানা গেছে, প্রায় ১১ হাজার গাভী এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। শাহজাদপুর উপজেলায় প্রায় আড়াই লক্ষ উন্নত জাতের গবাদী পশু রয়েছে। এর মধ্যে ১ লাখ ১৪ হাজার ৫৫৯ টি উন্নত জাতের গাভী রয়েছে। এর ২০ ভাগ গাভীই এ দুটি রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও খামার মালিক আব্দুস সামাদ ফকির বলেন, ২/৩ বছর আগেও এ রোগ দুটির এতো প্রাদুর্ভাব ছিল না। সুষম দানাদার খাদ্য ব্যবহারের পর থেকে এর মাত্রা ভয়াবহ রুপ নিয়েছে। ফলে কৃষকরা চরম লোকসানের মুখে পড়েছে। বিশেষ করে যেসব গাভীকে অধিক দুগ্ধ বর্ধক ক্যাটল ফিড খাওয়ানো হচ্ছে সেসব গাভী থেকে সাময়িকভাবে ২ থেকে ৩ লিটার দুধ বেশী উৎপাদন হলেও ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ওইসব গাভী এ দুটি রোগে বেশী আক্রান্ত হচ্ছে। তিনি আরো বলেন, বাজারে চটকদার মোড়কে ও প্যাকেটে প্রায় ১০ থেকে ১৫ টি কোম্পানীর অধিক দুগ্ধ বর্ধক ক্যাটল ফিড চালু রয়েছে। কোম্পানীর প্রতিনিধিদের চটকদার কথায় প্রলুব্ধ হয়ে এবং অধিক পরিমান দুধ প্রাপ্তির আশায় এসব ক্যাটল ফিড বাজার থেকে কিনে খাওয়াচ্ছে। আর এসব খাদ্যে দুধ বর্ধক মেডিসিন থাকায় তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে গাভীর ওলান ফোলা বা ম্যাস্টাইটিস এবং বার বার হিট আসা বা রিপিট ব্রীডিং রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে দ্বারিয়াপুর পশ্চিমপাড়া গ্রামের গো-খামারি রফিক শেখ বলেন, তার খামারের ১টি গাভী ওলান ফোলা বা ম্যাস্টাইটিস রোগ ও ২টি গাভী রিপিট ব্রীডিং রোগে আক্রান্ত হয়েছে। ১টি গাভীকে ৯ বার এবং আরেকটি গাভীকে ৫ বার বীজ দিয়েও গর্ভধারন সম্ভব হয়নি। বার বার চিকিৎসা দিয়েও কোন কাজ হচ্ছেনা। চিকিৎসা ব্যয় জোগাতে গিয়ে তিনি চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে গাভী ২টি কে অর্ধেক দামে কসাইদের কাছে বিক্রি করা ছাড়া কোন উপায় নেই। এছাড়া ম্যাস্টাইটিস আক্রান্ত গাভীটির চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। তিনি আরো বলেন, তার খামারে মোট ১৯টি গাভী ছিলো। এখন রয়েছে ১২টি। এ দুটি রোগে আক্রান্ত ৭টি গাভী অর্ধেকেরও কম দামে বিক্রি করতে হয়েছে। যার এক একটি গাভীর দাম ১ লাখ থেকে সোয়া লাখ টাকা। অথচ পানির দরে বিক্রি করে আর্থিকভাবে চরম লোকসানে পড়তে হয়েছে। এর মধ্যে ৩টিতে এ দুটি রোগ দেখা দেওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। ফলে তার গো-খামারটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অপরদিকে কাকিলামারি গ্রামের বাবু মিয়া জানান, দু’বছর ধরে তার ১টি গাভী ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা দিলে সাময়িক ভালো হলেও পরে আবারও এ রোগ দেখা দিচ্ছে। ফলে তিনি গাভীটি নিয়ে চরম বিপাকে পড়েছেন। এর সত্যতা স্বীকার করে শাহজাদপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই বলেন ক্যাটল ফিড খাওয়ানোর কারনে এ রোগ হচ্ছে কি না তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব না। তিনি আরো বলেন, সাধারনত গাভীর পুষ্টিহীনতার কারনে রিপিট ব্রীডিং হয়ে থাকে। ২ থেকে ৩ বারের অধিক হলে রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অজ্ঞতাবশত খামারিরা তা না করে টোটকা চিকিৎসা দিয়ে বার বার ব্রীডিং করায় জটিল আকার ধারন করছে। ফলে গাভীর প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে যাচ্ছে। অপরদিকে খামারের নোংরা অপরিচ্ছন্নতার কারনে ম্যাস্টাইটিস রোগ দেখা দিচ্ছে। এব্যাপারে ফরচুন ক্যাটল ফিডের মার্কেটিং এক্সিকিউটিভ আব্দুর রহিম খামারিদের অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কোম্পানী সহ বাজারে যতগুলো কোম্পানীর ক্যাটল ফিড রয়েছে, তাতে কোন ক্ষতিকারক উপাদান নেই। ফলে এসব খাদ্য খাওয়ানোর কারনে এ রোগ হচ্ছে না। তিনি এর জন্য খামারের পরিবেশ, পরিচ্ছন্নতা ও কৃষকের অজ্ঞতাকে দায়ী করেন।
সম্পর্কিত সংবাদ
আইন-আদালত
ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
বাংলাদেশ
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ
এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা...
