বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামবাসি তাদের চলাচলের একমাত্র সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগ নিয়েছে। আজ রবিবার সরেজমিনে রতনকান্দি গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামের ভিতরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পানি ও খানা-খন্দের কারণে চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পরেছে। শত চেষ্টার পরও ব্যর্থ হয়ে সরকারিভাবে রাস্তাটি সংস্কারের কোন ব্যবস্থা না হওয়ায় অবশেষে গ্রামবাসীরা স্বেচ্ছায় নিজেদের অর্থ ও শ্রমের বিনিময়ে সংস্কার কাজ শুরু করেছে। প্রায় ৩ কি.মি. দীর্ঘ রতনকান্দি গ্রামের প্রধান এ সড়কটি অবিরাম বৃষ্টির কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। তাই বৃষ্টি উপেক্ষা করে রাস্তা সংস্কারের কাজ করছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের সর্ববৃহৎ এ গ্রামটির জনসংখ্যা প্রায় ২২ হাজার। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় সাড়ে নয় হাজার। শাহ্ হাবিবুল্লাহ (রহঃ) এর মাজার শরীফ হতে রতনকান্দি উত্তর পাড়া হতে রতনকান্দি (দক্ষিণ) পাড়া হাট পর্যন্ত প্রায় ৩ কি.মি. দীঘ সড়কটি এক যুগ ধরে কোন সংস্কার কাজ করা হয়নি। ফলে ‘গালা’ ও ‘রূপবাটি’ ইউনিয়ন সহ এ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করেন। এছাড়াও তাঁত ব্যবসায়ীদের তৈরী কাপড় ও তাঁত সামগ্রী, মিল্কভিটার দুগ্ধ সমিতির দুধ সংগ্রহ, সমবায়ীদের গো-খাদ্য আনা-নেয়া করতে হয়। কয়েক বছর ধরে সড়টির হেরিংবোম্ব উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই সড়ক দিয়ে রিকশা, ভ্যান, সিএনজি, মটরসাইকেল, এমনকি বাই সাইকেলও চলাচল করতে পারেনা। ফলে এলাকাবাসিকে প্রতিদিন পায়ে হেঁটে চলাচল করতে হয়। এতে এলাকাবাসিকে চরম দূর্ভোগ পোহাতে হয়। নিরুপায় হয়ে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করছে। সরে জমিন ঘুরে দেখা যায় গ্রামবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে সংস্কার করছে। এ কাজের জন্য খরচ যোগাতে বাড়ি বাড়ি থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা তোলা হয়েছে। গ্রামবাসি জানায় এ কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বররা কেউ সম্পৃক্ত নেই। এমনকি সরকারি কোন অর্থ বরাদ্দও করা হয়নি। সম্পূর্ণ গ্রামবাসির সাহায্য সহযোগিতায় সড়কটি মেরামত করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বেদেপল্লিতে মেরিনা জাহানের খাদ্য সামগ্রী  

রাজনীতি

শাহজাদপুরে বেদেপল্লিতে মেরিনা জাহানের খাদ্য সামগ্রী  

করোনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভাসমান বেদে সম্প্রদায়। সোমবার রাতে শাহজাদপুরে পোতাজিয়া ইউপির গঙ্গাপ্রসাদ গ্রামে...

শাহজাদপুরে যমুনার চরে গমের বাম্পার ফলন

শাহজাদপুরে যমুনার চরে গমের বাম্পার ফলন

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন

জাতীয়

ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন

কভিড-১৯ এর প্রভাবে শিল্প, ব্যবসা-বাণিজ্য, নির্মাণসহ সব খাত স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে কর্মহীন হয়ে পড়েছেন রাজধানীর লাখ...