শুক্রবার, ০৩ মে ২০২৪
নিজস্ব সংবাদদাতা : শাহজাদপুরে ‘স্কলার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার’র উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শাহজাদপুর পৌর সদরের রামবাড়ি-খঞ্জনদিয়ার প্রগতি সংঘ এলাকার এ কোচিং সেন্টার কার্যালয়ে গতকাল শুক্রবার সকালে সংবর্ধনার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এম, এ, জাফর লিটন, অর্থ বিষয়ক সম্পাদক সাগর বসাক, প্রগতি সংঘের সভাপতি মোজমাল হোসেন, আবুল হোসেন প্রমুখ। কোচিং সেন্টারের পরিচালক মির্জা হুমায়ুন কবীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- এ কোচিং সেন্টার থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন সুজন, সোহাগ হোসেন, মোশাররাত শারমিন মুন, খায়রুল আনাম সৌহার্দ্য, নূরে নার্গিস পলি, আহমেদ ইমতিয়াজ, জুয়েল রানা, আনোয়ার হোসেন, জিসানারা মাসুম, সোহেল রানা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হুরি জান্নাত শিফা। বক্তারা বলেন, স্কলার কোচিং সেন্টার থেকে শিক্ষা নিয়ে যেসকল মেধাবী ছাত্র-ছাত্রী এমন সব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে, তা জেনে শাহজাদপুরবাসী হিসেবে আমাদের সকলের গর্বে বুক ভরে গেছে। তাই আমরা আজ শ্লোগানের সাথে বলতে পারি, ‘আর ঢাকা, রাজশাহী, চিটাগাং নয়, এখন শাহজাদপুরেই চালু হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার, যার নাম স্কলার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার।’ অনুষ্ঠানে মোট ১৭ জন ছাত্র-ছাত্রীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

শাহজাদপুরে প্রাইম থার্মাল ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে প্রাইম থার্মাল ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

মফস্বল এলাকায় বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয়ে মঙ্গলবার (৩০) মার্চ রাতে শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলো পাড়ায় প্...

ক্ষমতা কুক্ষিগত করতেই সম্প্রচার নীতিমালা : ফখরুল